![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশি । ার কিছু জানি না। Bangladeshi ,studied in mathematics. In a public university. Economics status: poor . not a good student. can't access next page only saying write about yourself. what should i write about me?
হায় রে বিশ্বাস । এই জিনিষ টা আমায় যত কষ্ট দিছে , আর সব কিছু মিলিয়ে সমান কেনো হাজারের এক ভাগ ও হবে না।
বিশ্বাস এমন ই এক কিছু যা এক বার ভাঙলে আর জোড়া লাগে না, লাগলেও ক্ষত থেকে যায় যেখানে বার বার ভাঙ্গার সম্ভাবনা বেড়ে যায়।
এইটা ভাঙ্গে কিভাবে?
--------প্রিয়জনের বিশ্বাস ভাঙ্গতে পারে প্রিয়জন যা না চায় তা করে তার কাছে লুকিয়ে রেখে এমন কি সেটা যদি তার উপরকারার্থে করা হয়।
--------পরিবারের বিশ্বাস ভাঙ্গতে পারে পরিবারকে না জানিয়ে কিছু করলে সেটা চরম ভালোই হউক, আর খারাপ হলে ত কোনো কথাই নেই।
--------দেশের বিশ্বাস ভাঙ্গতে পারে নিজের স্বার্থে কাজ করলে এমন কি সেটা দেশের জন্য কল্যাণ হউক, আর না হলে ত আবারও কোনো কথাই নেই।
উপরের বিশ্বাস গুলো ভাঙ্গার আগে জবাবদিহিতা বিশ্বাস না ভাঙ্গার একটা উপায় হতে পারে।
কিন্তু এক বার ভেঙ্গে গেলে তা আবার গড়ার উপায় আমার জানা নেই।
আমি ভেঙ্গেছিলাম আমি জানি, আমার ভেঙ্গে ছিল আমি জানি, তবে প্রত্যেক মানুষ একই রকম নাও হতে পারে, সেটাই আমাদের সুবিধা। একটু আশার আলো...।
©somewhere in net ltd.