![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত কিছুই নেই, এখন হাঁফিয়ে গেছি। কবে যে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে যাব, সেই অপেক্ষায় আছি... Email: [email protected]
কোরিয়াতে যে কত প্রকার খাবার আছে তা বলে শেষ করা মুশকিল। বিচিত্র সব মেন্যু আর খাবারের ডাইভারসিটি দেখে আমিতো পুরা টাস্কি খেয়ে গেছি। কোরিয়ার জাতীয় খাবারের নাম কিমচি। এই কিমচি নিয়ে এখানে কিছু বলবো না, কিন্তু এইটা বলে রাখি, একদম প্রথমে কিমচির সুগন্ধে যেকোন বাংলাদেশী বমি করে দিতে পারে (আমারো এই অবস্থা হয়েছিল, কিন্তু এখন গোগ্রাসে খাই)। তো যেহুতু অনেক খাবার ডাইভারসিটি, তাই আমি এইটাকে কিছু পর্বে ভাগ করে দেব। আজকে দেব ৫ টি কোরিয়ান স্পেশাল স্যুপ জাতীয় খাবারের ছবি সহ সংক্ষিপ্ত কিছু ফ্যাক্টস। হরতালে চুপচাপ ঘরে বসে বসে মশা মারা বাদ দিয়ে উপভোগ করুন কোরিয়ান খাবার। আর যারা পিকেটিং করতেছেন, তারাও মাঝখানে মাঝখানে বিরতি দিয়ে আসতে পারেন।
১) Ox bone soup (설렁탕 / Seolleongtang or seollentang, seolleong-tang, seollongtang)
এইটা বেশ জনপ্রিয় খাবার কোরিয়াতে বিশেষ করে শীত কালে। এইটা ষাঁড়ের হাড় যুক্ত মাংশ থেকে বানানো হয়। এইটা কিমচি এবং ভাত এর সাথে পরিবেশন করা হয়। স্পাইচি এবং স্পাইচি ছাড়া দুই প্রকারেরই এই স্পেসাল স্যুপ পাওয়া যায়। দাম ৫ থেকে ১০ ডলার পড়ে হোটেলের মান শ্রেনীভেদে।
২) Hand-torn noodle soup / 수제비 / Sujebi (or soojebi, sujebee, soojebee, soojaebi)
কোরিয়ানরা অত্যধিক গরম জাতীয় যেকোন স্যুপ পছন্দ করে। তারমধ্যে এই সুজেবি অন্যতম নুডুলস স্যুপ। চুলায় আগুন জ্বলে আর তার উপরে রান্নার পাতিল বসিয়ে সেখান থেকে তুলে তুলে খেতে এরা খুবি পছন্দ করে। সুজেবি ট্রাডিশনাল কোরিয়ান নুডুল স্যুপ। এই খাবার সস্তা এবং কোরিয়ানদের মধ্যে বেশ জনপ্রিয় । দাম ৩ থেকে ৫ ডলার মধ্যেই পাওয়া যায়। নন-স্পাইচি মাইল্ড সুজেবি এবং স্পাইচি কিমচি সুজেবি দুইটাই পাওয়া যায়।
৩) Chicken and rice porridge / 닭죽 / dakjuk
কোরিয়ান ভাষায় দাক মানে চিকেন। সুতরাং বুঝতেই পারছেন, দাকজুক মানে চিকেন জাতীয় কোন খাবার। এইটাও এক ধরনের স্যুপ। ভাত এর সাথে কিছু সবজি, ডিম এবং সিদ্ধ চিকেন মিক্সড করে বানানো হয় দাকজুক। দাম হোটেল প্রকার ভেদ অনুযায়ী ৪ থেকে ৮ ডলার।
৪)Cold noodles / 물냉면 / 비빔냉면 / Naengmyeon (or naeng myeon, naeng-myeon, naengmyun, naeng-myun)
ইংরেজী নাম শুনেই বুঝতে পারছেন, এইটা ঠান্ডা স্যুপ। বরফ পানির মধ্যে কিছু সবজি, রেড চিলি পেষ্ট আর নুডুলস মিশিয়ে এইটা বানানো হয়। দুই ধরনের এই কোল্ড নুডুলস হয়ঃ মুল নায়েংগমিয়ন এবং বিবিম নায়েংগমিয়ন। দাম পড়বে ৫ থেকে ১০ ডলার।
৫) Ginseng chicken soup / 삼계탕 / Samgyetang (or sam gye tang)
পুরো আস্ত একখান সিদ্ধ মুরগি, তার সাথে কিছু ভাত, আর জিনসেং মিক্সড করে সামগেপথাং স্যুপ বানানো হয়। কোরিয়াতে এইটাকে একটা স্পেশাল এবং অভিজাত খাবার হিসেবে ধরা হয়। দামটাও একটু বেশি, প্রায় ১৫ থেকে ২২ ডলার।
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৩২
রোবট ভিশন বলেছেন: ভালা করছেন, টাকা দেওয়া লাগবো না... এইটা ফ্রি...
২| ১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: একটা খাবারও খাইতে পারব বলে মনে হয় না
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৪৩
রোবট ভিশন বলেছেন: যদি কোরিয়ান খাবারে একদম প্রথম হন, তাইলে কিমচি না থাকলে মোটামুটি সবগুলোই খেতে পারবেন আশা করি। এখানে যে ৫ টা দেওয়া আছে, তার মধ্যে কিমচি যুক্ত খাবার বাদ দিয়ে সবগুলো খারাপ না, ভালই এবং সাথে মারাত্বক পুষ্টিকর। হইত তেমন স্বোয়াদের মনে হবে না প্রথমে, কিন্তু খেতে পারবেন...
৩| ১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৪০
মেঘলা মানুষ বলেছেন: হুম,
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৪৪
রোবট ভিশন বলেছেন: হুম্ম হুম্ম... দর্শন ফ্রি, সুতরাং হুম্ম করে পালাবেন না...
৪| ১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৪৪
ভূকণ্যা বলেছেন: দেইখাই ববি করে আসছি---আবাআআর বমি আস০তেছে---অয়াআআআআআআক---- :-<
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৪৭
রোবট ভিশন বলেছেন: কস্কি মোমিন... ভূকন্যা এইটা কি সত্যি করছেন? ইহা তো মারাত্বক বলকারক এবং স্পিসাল কোরিয়ান স্যুপ... কিমচি না থাকলে ভাল লাগবে খেতে... আর একবার টেরায় মারেন প্লিচ...
৫| ১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৪৫
কুন্তল_এ বলেছেন: নতুন নতুন রেসিপি ট্রাই মারতে ভাল লাগে। কিমচি'র নাম আগেও শুনেছি .. কেমনে বানায়?
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৪৯
রোবট ভিশন বলেছেন: কিমচি কেম্নে বানায় এইটা নিইয়ে আলাদা একটা পুষ্ট দেব ভবিষ্যতে... জিনিসটা কিন্তু সেরাম স্বোয়াদের ... কোরিয়ান যেখানেই যাক, যাই খাবে তার মধ্যে কিমচি না থাকলে উহাদের খাবার সম্পুর্ন হয় না...
৬| ১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৪৭
১১স্টার বলেছেন: ভালোই টেস্টি
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৫২
রোবট ভিশন বলেছেন: আবার জিগাই!! সেরাম টেস্টি... আর সাথে কিমচি থাকলে তো কথাই নাই...
৭| ১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৫১
ভূকণ্যা বলেছেন: এর চেয়ে, হরতালের দিন শুয়ে বসে মশা মারা অনেক ভালো! আহা--আজকে হাসেরঁ মাংশ দিয়ে ভুনা খিচুরি খাবো---উইথ হ্যান্ড মেইড জল্পাইয়ের টকঝাল আচার! আহা----আমার বাংলা খাবার !
তার পরেও প্লাস প্লাস নেন, বিদেশি খাওন দেখানোর লাইগ্যা!
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৫৫
রোবট ভিশন বলেছেন: আহা করলেন কি? আজকের দুপুরের আমার খাবারের মেনু ছিল আলু ভর্তা উইথ ডিম ভাজা ... এই আকালের দিনে আপনি যে মেন্যু দিয়া আমার লুল ফালাই দিলেন, তার বিচার কি হবে???
৮| ১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৫১
মানব সন্তান বলেছেন: আচ্ছা এই স্যুপ গুলো এনারা দুইটা কাঠি দিয়ে কেমনে খায়
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৫৭
রোবট ভিশন বলেছেন: জাপানীজরা দুই কাঠি দিয়ে চালাই দেয়... কিন্তু কোরিয়ানরা আবার কাঠির সাথে চামচ রাখে স্যুপ জাতীয় খাবার খাওয়ার জন্য...
৯| ১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:০০
শ।মসীর বলেছেন: লাঞ্চের সময় হয়ে গেছে বলে আপনারে আর বকাঝকা করলামনা
১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:০৭
রোবট ভিশন বলেছেন: আপনারা হরতালের দিনে আরাম করে বাংলা খাবার খাবেন আর আমি এইসব খাবো তাতো হবে না... এই জন্যই ভাবলাম, এইটাই বেস্ট টাইম... তবে ইহা সত্য যে, এইগুলো খুবি বলকারক এবং পুস্টিকর খাবার...
১০| ১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:০৪
ভূকণ্যা বলেছেন: ধৈর্য্য ধরেন, আল্লায় নিশ্চই বিচার করবে---
আপাদত, কিমচি-কামচি খান---আপ্নার ভাষায় তো এইগুলান বেহেস্তি খাওন--
১১| ১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:০৪
ভূকণ্যা বলেছেন: ধৈর্য্য ধরেন, আল্লায় নিশ্চই বিচার করবে---
আপাদত, কিমচি-কামচি খান---আপ্নার ভাষায় তো এইগুলান বেহেস্তি খাওন--
১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:১২
রোবট ভিশন বলেছেন: এইগুলি অবশ্যই শরীরের জন্য ভাল... কিন্তু আমিতো এইগুলো এখন খেতে পারি নাই, সময়ের অভাবে... বাসায় যেয়ে পটেটো পেষ্ট উইথ এগ ফ্রাই দিয়ে রাইচ খেলাম...
১২| ১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:০৯
পুশকিন বলেছেন: স্যুপ
১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:১১
রোবট ভিশন বলেছেন: এইসব স্পিসাল স্যুপ দেখে লুল তো পড়বেই...
১৩| ১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:২১
অনিক বলেছেন: আগে কোরিয়ান "আরিয়াং" টিভিতে নিয়মিত কোরিয়ান ফুডের বিভিন্ন প্রিপারেশন দেখে দেখে দেখে নিজেও কিছু আইটেম বাসায় ট্রাই করেছি। খেতে খারাপ লাগেনি। "কিমচি" ওদের জাতীয় খাবার এবং প্রায় ১৮০ রকমের কিমচির প্রিপারেশন আছে বলে জেনেছি। তবে মেইন ইনগ্রিডিয়েন্টস হিসেবে ক্যাভেজ বা বাঁধাকপি কমন আর চিলি পেস্ট, লবণের তারতম্য ও প্রিজারভেশনের উপর এর মাণ ও প্রকালভেদ নির্দ্দিষ্ট হয়।
১৩ ই জুন, ২০১১ দুপুর ১২:৩২
রোবট ভিশন বলেছেন: ধন্যবাদ অনিক। কিমচি নিয়ে এদের রীতিমত রিসার্চ হয়। কিমচির ফুডভ্যালু নাকি অনেক। তবে একদম প্রথম হইলে এর পচা গন্ধে বমি চলে আসতে পারে...
১৪| ১৩ ই জুন, ২০১১ দুপুর ১:০৭
প্রদীপ মিত্র বলেছেন: চায়না কোরিয়া এইসব জায়গায় যতবার মুসলমান কারো সাথে গেছি খুব আরামেই দিন কাটছে। তারা খাবারের চেহারা দেইখ্যাই কিছু আর ধরতো না আর আমি তাঁদের ভাগ খান নিজেই শেষ করে পয়সা উসুল করে দিতাম হেহে
১৩ ই জুন, ২০১১ দুপুর ১:৪৫
রোবট ভিশন বলেছেন: তারমানে আপনি কোরিয়ান চাইনিজ খাবারে পারদর্শী? মুসলমান দের একটাই সমস্যা, এদের বেশির ভাগ খাবারে ডেইজি (পর্ক) থাকে...তাই হইত খেতে পারে না...
১৫| ১৩ ই জুন, ২০১১ দুপুর ১:১৬
নুভান বলেছেন: সজু নাই কেন? সজু ছাড়া পুষ্টে মাইনাচ
১৩ ই জুন, ২০১১ দুপুর ১:৪৮
রোবট ভিশন বলেছেন: হাহাহাহা... নুভান ভাই, সজু দিলেতো টাল হইয়ে যাবো... তাই দিয় নাই...
১৬| ১৩ ই জুন, ২০১১ দুপুর ১:১৯
ম্হুয়া বলেছেন: দরকার কি এমন খানার । তার চেযে শামসীর-র পুডিং ই ভালো
১৩ ই জুন, ২০১১ দুপুর ১:৪৯
রোবট ভিশন বলেছেন: এমন খানার দরকার আছে... তা না হইলে কি কোরিয়াতে কি খেয়ে জীবন ধারন করিবো? পুডিং তো ভাল হবেই... আহা কত দিন খাই না...
১৭| ১৩ ই জুন, ২০১১ দুপুর ২:০৯
অলস রাজা বলেছেন: খাবারের চেহারাতো সুবিধার মনে হল না।
১৩ ই জুন, ২০১১ দুপুর ২:৩২
রোবট ভিশন বলেছেন: চেহারা দিয়ে কি করবেন, যদি সেটা হই সেইরাম পুষ্টিকর?
১৮| ১৩ ই জুন, ২০১১ দুপুর ২:২৬
শোভন এক্স বলেছেন: ওরা কুকুর-বেড়াল.... আহেম... আহেম... :-& কি কি যেন খায় শুনছিলাম, ঐগুলার স্যুপ কই?
১৩ ই জুন, ২০১১ দুপুর ২:৩৫
রোবট ভিশন বলেছেন: কুকুর ঠিক আছে... আপনি আবার এর মধ্যে বিড়াল পাইলেন কয়?
ওইগুলো এখন আর কোরিয়ানরা খায় না... খেলেও হইত গোপনে, কোণ বিদেশীর সামনেতো প্রশ্নই আসে না... ফিফা বিশ্বকাপের সময় এইগুলো সব নিষিদ্ধ হয়ে যায়...
১৯| ১৩ ই জুন, ২০১১ বিকাল ৩:৪২
নাহিয়ান বিন হোসেন বলেছেন: এই অর্ধসেদ্ধ, দেখতে কেমন কেমন খাবার গুলা কেমনে খায়! এর চেয়ে ছোট মাছের চচ্চড়ি, ডাল ভুনা, মুড়িঘন্ট দিয়ে ভাত খেতে কত্ত মজা!
১৩ ই জুন, ২০১১ বিকাল ৫:২৭
রোবট ভিশন বলেছেন: তবুও ভাল, আমি এখানে অর্ধসিদ্ধ খাবার দিয়েছি... কাঁচা মাছ বা মাংশের কোন মেন্যু দিয় নাই... তবে সত্যি কথা, খাবার টেস্ট কিন্তু একেবারে খারাপ না...
২০| ১৩ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৭
শুভ্রতা বলেছেন: ইহা ভক্ষন করা একবারে অসম্ভব।
১৩ ই জুন, ২০১১ বিকাল ৫:৪০
রোবট ভিশন বলেছেন: নাহ অবশ্যয় সম্ভব...
২১| ১৩ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৭
শুভ্রতা বলেছেন: ইহা ভক্ষন করা একবারে অসম্ভব।
১৩ ই জুন, ২০১১ বিকাল ৫:২৬
রোবট ভিশন বলেছেন: ইহা অবশ্যই ভক্ষন যোগ্য বলিয়া প্রমানিত... পুস্টিগুনে সমৃদ্ধ, বলকারক এবং স্বোয়াদ তেমন খারাপ নহে...
২২| ১৩ ই জুন, ২০১১ বিকাল ৫:২৬
ত্রিনিত্রি বলেছেন: ব্যাপক পোস্ট। খাবার দাবারের পোস্ট দেখলেই আমি দৌড়াইয়া আসি। এইবারো ব্যতিক্রম না। কিন্তু আইসা মনে দুঃখ পাইলাম!
ছবি আর বর্ননা শুনে তো মনে হচ্ছে একটাও আমার গলা দিয়ে নামবে না!!! তবে ছবি তুলছেন ব্যাপক!
১। অক্স বোন সুপ দেখে আমার মনে হচ্ছে ভাতের মাড়।
২।সুজেবীরে ভালু পাইলাম। কোরিয়া গেলে না খেয়ে মরতে বসলে আমি এইটা খাবো! দুইটা ছবিতেই পিলাচ!
৩।দাকজুক দেখে মনে হচ্ছে মোহাম্মদপুরের মামার সুপ! খাবো না!
৪।কোল্ড নুডুলসের এক নাম্বার ছবিটা খুব ভালো আসছে। তবে এই খাবার আমাকে খাইতে দিলে আমি খালি ডিমটা তুলে খেয়ে ফেলবো। বাকি আপনি খাইয়েন।
৫। দেখে মনে হচ্ছে ঝাল মসলা কিচ্ছু নাই!!! কি বানায় এরা?
আপনার পোস্টটা আমাদের খাওয়া দাওয়া গ্রুপে শেয়ার করলাম!!! যদি কেউ খাইতে চায়!
পি।এস। কিমচির গন্ধ নিতে মন চায়। একটা দেশের জাতীয় খাবারের গন্ধ কতটা পচা হইতে পারে?
১৩ ই জুন, ২০১১ বিকাল ৫:৪০
রোবট ভিশন বলেছেন: পরীক্ষার প্রশ্নের মত বিশ্লেষন জাতীয় প্রশ্ন করেছেন। এক এক করে উত্তর দিতে হবে? ওকে, দিলাম নীচেঃ
১) হ্যা অনেকটা তাই... কোরিয়াতেও ভাত প্রধান খাদ্য। এমনকি সকালের নাস্তা হিসেবেও এরা ভাত খাই। দোকানেও প্যাকেট ভাত পাওয়া যায়। পরের পোষ্টে এইসব নিএ কিছু দেব।
২) সুজেবী খেতে ভাল। আসলে গরম অবস্থায় যেকোন স্যুপ জাতীয় খাবারা খেতে খারাপ লাগবে না। কিন্তু ঠান্ডা হইয়ে গেলে মনে হয়না ভাল লাগবে। কোরিয়াতে আসলে আরো কিছু খাবার আছে, যেগুলো আমরা বাংগালী হিসেবে খেতে পারি, যেমন বগুমভাব (ফ্রাইড রাইচ), কিমচি সামচি চিগে (কিমচির সাথে টুনা ফিসের তরকারী, সাথে ভাত) ইত্যাদি।
৩) দাকজুক, কঠিন বলকারক এবং পুষ্টিকর স্যুপ। সিদ্ধ মুরগির মাংশ, সবজি এবং ভাত দিয়ে বানানো স্যুপ। আপনার পঠিত জ্ঞান দিয়ে বলেন এইটা কি পুস্টিকর না?
৪) কোরিয়ান খাবারে অন্য কোন মশলা নেয়, শুধুমাত্র রেড চিলি পেস্ট ছাড়া। তাও আবার এই রেড চিলি মিস্টি লাগে আমার কাছে। আমাদের খাবারে যেমন একটা হলুদ রঙ ভাব থাকে, এদের স্পাইচি খাবারে সেরকম লাল লাল এক্তা ভাব থাকে এই রেড চিলি পেষ্টের কারনে... সিদ্ধ করে খাই এরা বেশির ভাগ সময়। কিছু খাবার আছে, আমাদের টেবিলের সামনেই চুলা বসিয়ে দেয়, তারপর তার উপর ৫ মিনিটে রান্না হয়ে আমরা তখন খাই...
অবশ্যয় শেয়ার করতে পারেন, আমিও মেম্বার কিনা ঐখানকার...
কিমচি, সে এক জটিল খাদ্য... না খাইলে জীবন মিস... আপনাকে যে কেম্নে কিমচির গন্ধ শুকায়, বুঝতে পারছি না...
২৩| ১৩ ই জুন, ২০১১ বিকাল ৫:৪৩
রোবট ভিশন বলেছেন: @ ত্রিনিত্রি একটা মিস হয়ে গেছে পয়েন্টঃ আমিও তাই করি, আগে ডিম টা পট ক্করে খেয়ে ফেলি, তারপর আস্তে ধীরে অন্য কিছু খাই...
২৪| ১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:২৫
স্বার্থত্তা বলেছেন: আমার খাইবার মুঞ্চায়।
১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৬
রোবট ভিশন বলেছেন: খাইতে মুঞ্চাইলে কোরিয়ান কোন রেস্টুরেন্টে যেতে হবে অথবা কোরিয়াতে আসতে হবে...
২৫| ১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৯
ত্রিনিত্রি বলেছেন: প্রাণপণ চেষ্টা করেও লিঙ্ক পোস্টাইতে ব্যর্থ হইলাম।
আমার পিসির কোন সমস্যা নাকি কে জানে। রোবট ভাই আপনার সময় হইলে প্লিজ একটু শেয়ার দিয়েন। এই পোস্ট ওয়ালে না থাকলে আর কি থাকবে?
১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৭
রোবট ভিশন বলেছেন: লিঙ্ক টা কপি পেষ্ট করে দিলেও হচ্ছে না? আপনার না হইলে আমার টাই হবে? ওকে আমি টেরাই মেরে দেখব...
২৬| ১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৬
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ওয়াও নাইস। অবশ্যই ট্রাই করবো টেষ্ট নেয়ার জন্য।
তবে প্রানীজ আমিষ যেহেতু, গরু-মুরগী মুসলিমের হাতে জবাই না হলে আমি খেতে পারবো না। রাধুনী পৌত্তলিক বা কাফের হলেও রান্নাতে আমার আপত্তি নেই।
হালাল ফুড হওয়া প্রয়োজন।
১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:২১
রোবট ভিশন বলেছেন: এই হালাল ফুড নিয়ে কোরিয়াতে এমনিতেই যন্ত্রনাই থাকি... এদের বেশির ভাগ খাবারেই পর্ক থাকে... প্রফেসরের সাথে আসলেই বিভিন্ন প্রব্লেম। আর গত ৪ বছর ধরে বিভিন্ন লোকের হাজারো প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত...
বেশিরভাগ সময় আমি সিফুড বা ফিশ জাতীয় খাবার খাই... আর কিছু সময় পর্ক বাদ দিয়ে প্রানিজ আমিষ শুধু আল্লাহর নাম নিয়েই খাওয়া শুরু করি, উপাই থাকে না...
২৭| ১৩ ই জুন, ২০১১ রাত ৮:০৫
রোবট ভিশন বলেছেন:
@ত্রিনিত্রি, কাহিনী কি বুঝলাম না... বার বার একই কথা আসছে, "the message could not be posted to this wall" যেকোন ধরনের লিঙ্ক মনে হয় ব্লক করে রাখছে... তারপরো হাল ছাড়ি নাই... চেষ্টা চালাই যাচ্ছি...
২৮| ১৩ ই জুন, ২০১১ রাত ১০:১৬
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: আমিও খাইতে চাই, দেখতে তো অনেক সুন্দরই লাগতেছে। খাব খাব, দেন দেন।
১৩ ই জুন, ২০১১ রাত ১০:৪৬
রোবট ভিশন বলেছেন: অর্ধেক খাওয়াতো হয়েই গেলো! দর্শনে অর্ধভোজন! আর যদি সম্পুর্ন খেতে চান, চলে আসেন কোরিয়াতে...
২৯| ১৩ ই জুন, ২০১১ রাত ১১:৩৪
িনদাল বলেছেন: bonanite ase korean resturant. Namta vule gesi, ki min doo na ki jani
১৪ ই জুন, ২০১১ সকাল ৮:০৪
রোবট ভিশন বলেছেন: দেশে বসে কোরিয়ান খাবার মনে হইয় না ভাল লাগবে, তারউপর খাবারের বিল যদি অনেক বেশি আসে।
৩০| ১৩ ই জুন, ২০১১ রাত ১১:৩৮
পাকাচুল বলেছেন: না, হতাশ করলেন, ভাবলাম, কোরিয়ান যখন, তবে সাপ, ব্যাঙ, কুত্তার কোনো ইসপেসাল আইটেম দেখাবেন, কিন্তু তার কিছুই দেখলাম না।
১৪ ই জুন, ২০১১ সকাল ৮:০৮
রোবট ভিশন বলেছেন: শোনা কথাই কান দিবেন না পাচু ভাই...
আপনি যেসব নাম বললেন, এইগুলো ওপেনলি কোন রেস্টুরেণ্টে বিক্রি হয় না। এখনকার যুগের কোন কোরিয়ান মনে হয় না এইগুলো খাই। এখন কোরিয়ানরা অনেক আধুনিক হয়ে গেছে। এদের বেশির ভাগ খাবার সবজি নির্ভর। আর সাথে পর্ক, বিফ, চিকেন, ফিশ এইগুলো আছে...
৩১| ১৪ ই জুন, ২০১১ সকাল ৭:৫৫
ত্রিনিত্রি বলেছেন: ভাই, গ্রুপের অ্যাডমিন তো আমিও। এখন বাকি কেউ কিছু করলো কিনা।
আমি দেখি কাহিনী কি। প্রথমে ভেবেছিলাম আমার পিসি বা নেটের সমস্যা। যেহেতু আপনিও পারছেন না, তারমানে পেজে কিছু হয়েছে।
১৪ ই জুন, ২০১১ সকাল ৮:১১
রোবট ভিশন বলেছেন: আমার মনে হয় কেউ কিছুই করে নাই... মাঝে মধ্যে এফবি তে এমন সমস্যা হয়। আমি আমার নিজের ওয়ালেই আটকাতে পারি নাই... হতে পারে এইটা সামুর নিজস্ব সমস্যা...
তবে যাইহোক, এখন এক বিকল্প ভাবে লটকায়ে দিয়েছি... আর এত সকালে কি করেন???
৩২| ১৪ ই জুন, ২০১১ সকাল ৮:২৩
ত্রিনিত্রি বলেছেন: সকালে কি করি?
ভাই আমার আজকে রাতে ঘুমই আসে নাই। তিন ঘন্টা ধরে চেষ্টা করে উঠে গেছি। উঠে কি করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না; তাই ব্লগে আসছি। এখন যাবো হাসপাতাল। আজকে আবার নাইট ডিউটি আছে। রাতে যে ঘুমালাম না, এখন ডিউটিতে গিয়ে ঝিমানি না আসলেই হয়।
হু, এফবি মাঝে মাঝে জ্বালায় অবশ্য। কিন্তু এই জাতীয় কাহিনী এই প্রথম দেখলাম, তাও এত দীর্ঘ সময় ধরে! হু দেখেছি আপনার লিঙ্ক। কিন্তু ওরকম বড় করে না দিলে মানুষের চোখেই পড়বে না। আবার চেষ্টা করে যাচ্ছি।
১৪ ই জুন, ২০১১ সকাল ৮:২৮
রোবট ভিশন বলেছেন: ভূতের ভয়ে ঘুম আসে নাই? এক রাত না ঘুমিয়ে আবার ডিউটি?
এই জন্যই ডাক্তার হওয়ার কোন রকম চেষ্টার মধ্যে আমি যায়নি...
এফবি তে এই জাতীয় কাহিনী আমি এর আগেও দেখছি... চেষ্টা চালিইয়ে যান, আমিও যাচ্ছি...
৩৩| ১৪ ই জুন, ২০১১ সকাল ৮:৩৯
বাবুনি সুপ্তি বলেছেন: কিছু কিছু ছবি দেখে খেয়ে দেখতে ইচ্ছে করছে। খারাপ হবেনা মনে হয়।
১৪ ই জুন, ২০১১ সকাল ৮:৪৬
রোবট ভিশন বলেছেন: না, খারাপ হবে না... প্রতিটা খাবার আমি অনেক বার খেয়েছি... খারাপ লাগে নাই... মাঝে মধ্যে বেশ ভাল লাগে...
৩৪| ২৪ শে জুন, ২০১১ রাত ৮:৩৫
ত্রিনিত্রি বলেছেন: অনেক দিন হইলো পর্ব ১ এর! এই বার জাতি পর্ব দুই চায়! আপনি আবার কই হাওয়া হইলেন ? আছেন কেমন?
২৫ শে জুন, ২০১১ দুপুর ১:১১
রোবট ভিশন বলেছেন: বিভিন্ন রকম ঝামেলার মধ্যে দিন যাপন করিতেছি... অচিরেই পর্ব ২ হাজির হইবে... নতুন একটা শর্ট টার্ম জব করতেছি... যার জন্য সময় পাইতেছি না... কিছু দিন যাবে পরিবেশের সাথে এডাপ্ট হইতে... এই নতুন জাইগা নিয়েও একটা পুষ্ট দেব বলে আশা রাখি... ধন্যবাদ খোঁজ নেওয়ার জন্য...ভাল থাকবেন।
৩৫| ২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:২৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কি সব খায় মানুষ
২৬ শে জুন, ২০১১ রাত ৮:৫৬
রোবট ভিশন বলেছেন: সকাল ভাই এইগুলো কিন্তু পুস্টিকর এবং বলকারক খাবার... দেখতেও এত খারাপ না, এখন যা মনে করতেছেন... তবে কিছু খাবার আছে, যেগুল খেতে পারবেন না। আমি এখানে যেসব খাবার দিয়েছি সবি খেতে পারবেন, আমি অনেক বার খেয়েছি... এখনো খাচ্ছি...
৩৬| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:৩১
মাহী ফ্লোরা বলেছেন: জিনসেং টা ফল না?
কিরাম আছু রুবট? তোমারে মেলাদিন দেখিনা!
২৬ শে জুন, ২০১১ রাত ৯:০০
রোবট ভিশন বলেছেন: ইহা এক প্রকার বৃক্ষের শিকড়... ইহা খেলে রুপ যৌবন অক্ষুন্ন থাকিবে... আপনিও টেরাই করিয়া দেখিতে পারেন। কোরিয়ান জিনসেং খুবি বিখ্যাত...
আমি এক প্রকার বন্দী জীবন পার করিতেছি। আরো মাস খানেক এই অবস্থায় থাকিতে হইবে। ফাঁকফোকর খুজিতেছি কিভাবে নিজের ফ্রি টাইম বাহির করিব...
৩৭| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:৩৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মাহী ফ্লোরা বলেছেন: কিরাম আছু রুবট? তোমারে মেলাদিন দেখিনা!
হ টুমার কি হুইছে রুবুট?? কুই কুই থাকু??
২৬ শে জুন, ২০১১ রাত ৯:০৩
রোবট ভিশন বলেছেন: সকাল ভাই, কি বলিব আর দুঃখের কথা!! সখ করিয়া ২ মাসের একটা হাই প্রোফাইল প্রজেক্টে জব নিয়েছি। আইসা ফান্দে আটকে পড়ছি... নতুন পরিবেশ, নিয়ম কানুন সব নতুন। অফিস টাইম সেই সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬টা পর্জন্ত। তাই রুমে এসে অনেক ক্লান্ত থাকি... অচিরেই নতুন পুষ্ট নিয়ে আসব... ভাল থাকবেন...
৩৮| ২৬ শে জুন, ২০১১ রাত ৯:৩০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এখনকি দেশে??
২৬ শে জুন, ২০১১ রাত ৯:৪৫
রোবট ভিশন বলেছেন: না সকাল ভাই, আমি এখনো কোরিয়াতেই আছি... দেশে একেবারে চলে আসব আর ২ মাস পরেই ইনশাল্লাহ... ঈদের একদিন আগে হইত...
৩৯| ১৪ ই জুলাই, ২০১১ সকাল ৯:১৮
জুন বলেছেন: হু রোবোট খারাপ মনে হলো না, তবে ওরা কি যেন একটা সস দেয় ওটার গন্ধই ভালোলাগেনা।
আমার এ ব্যাপারে যথেস্ট তিক্ত অভিজ্ঞতা আছে।
ফ্রাইড চিকেন চাইলাম, ঝুলিয়ে রেখেছে, ওটাই দাও, না ওটাকে স্লাইস করে কেটে কেটে ঐ বিখ্যাত সস এক গাদা ঢেলে নিয়ে আসলো। কোনো রকমে একটু মুখে দিয়ে ফেলে দিতে হলো
২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
রোবট ভিশন বলেছেন: সয়া সস সব খাবারেই দেয়, যার জন্য একটু সবকিছু বেশি কড়া মনে হয় খাবার গুলো... আর কোরিয়ানদের তো বিখ্যাত রেড চিলি পেষ্ট ত আছেই... এইটা দেবেই... আর পেষ্ট হইলো মিস্টি... আমার ভাল লাগে না... আমি সস এবং পেষ্ট গুলো এড়িয়ে চলি...
৪০| ২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৫
অনিরূদ্ধ বলেছেন: Korean weird foods লিখে সার্চ দিয়ে কিছু ছবি পেলাম
২৮ শে জুলাই, ২০১১ রাত ৮:১০
রোবট ভিশন বলেছেন: অনিরূদ্ধ , এইটা আপনি একটা কাজ করলেন? দেখেই আমারতো বমি চলে আসছে... আমার এই পুষ্টে এখন আর কেউ আসবে না... আপসুস!!
২৩ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৮
রোবট ভিশন বলেছেন: প্রথম এবং শেষ টা আমি দেখছি... প্রথম টা, হইলো অক্টোপাস... খুবি স্বোয়াদের... মাঝখানের টা কি আমি জানিনা...
৪১| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ওয়াক ওয়াক অনিরুদ্ধ ওইটা কি দিছেন
২৩ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১১
রোবট ভিশন বলেছেন: অনিরুদ্ধ কাজ টা ঠিক করে নাই...
৪২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪৫
ফারহান দাউদ বলেছেন: দেখতে তো ভাল লাগছে, খেতে পারলে আরো ভাল হতো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪০
রোবট ভিশন বলেছেন: আমি ঠিক শিউর না, তবে শুনেছি ঢাকাতে কোরিয়ান কিছু রেস্টুরেন্ট আছে... ওখানে একবার ট্রায় করে দেখতে পারেন...
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১১ সকাল ১১:৩০
নীলতারা বলেছেন: অর্ধভোজন তো হৈলো...