| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমি নজরুলের কয়েকটি কবিতার লাইন বলব
১. গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব কালে সব দেশে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
২. গাহি সাম্যের গান,
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধাঁ ব্যবধান।
যেখানে মিলেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান।
কে তুমি?
পার্সী ইহুদী জৈন সাওঁতাল ভীল গারো,
কনফুসিয়াস চার্বাক চেলা বলে যাও বলো আরো।
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।
৩. মোরা এক বৃ›েত দুটি কুসুম হিন্দু মুসলমান,
মুসলিম তাহার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ।
৪. হিন্দু মুসলমান দুটি ভাই ভারতের দুই আখিঁ তারা,
এক বাগানের দুটি তরু দেবদারু আর কদম চারা।
৫. মোরা একই পিন্ডের দড়ি,
কেউ বলে আল্লাহ রাসুল, কেউ বলে হরি।
৬. বন্ধু বলিনি ঝুট,
এইখানে আসি লুঠাইয়া পড়ে সকল রাজমুকুট।
এই হৃদয়েই সেই নীলাচল মথুরা কাশি বৃন্দাবন
বুদ্ধগয়া এ জেরুজালেম এ মদিনা এ কাবা ভবন,
মসজিদ এই মন্দির এই গীর্জা এই হৃদয়।
২|
১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৪৭
পুতুল বলেছেন: ভবে মানুষ রতন,
করগো তাহারে যতন,
মনে যারে চায়।।
ভাইরে, মাইনষে মাইনষে বিবাদ করে,
মাইনষে ফোটায় ফুল,
মানুষেতে জ্ঞান-বুদ্বি,
মানুষেতে ভূল
ভাইরে মানুষেতে ভূল।।
কার বিষ খাইলে হয় উপকার,
কার অমৃত খাইলে জীবন যায়।।
আপনার অনুভূতি ভাললাগল ৫।
৩|
০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৩
আিম েকউ না বলেছেন: থ্যাংকু বিহংগ ও পুতুল। আমি অনেক দিন পর পর নেটে আসতে পারি। ধন্যবাদ জানাতে দেরী হল।
৪|
০৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০১
কানা বাবা বলেছেন:
সবুজে টুশকি দেয়া হৈলো...
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৪
বিহঙ্গ বলেছেন: বড়ভাই, খুবই সুন্দর