নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাদ্য প্রকৌশলী

ইমরান৯২

আমি একজন খাদ্য প্রকৌশলী । নিরাপদ খাদ্য হোক সকলের জন্য।

ইমরান৯২ › বিস্তারিত পোস্টঃ

বিয়ে বা মেয়ে পছন্দ নিয়ে কিছু কথা । যে কথাগুলো কিছু মানুষের জন্য সত্য তা বলে সবাই এক না ।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

( লেখাটি আমি একটি ফেসবুক পেজ এ দেখলাম তাই সবার সাথে শেয়ার করলাম । মাফ করবেন পোস্টটি কপি করছি )



ইদানিং ছেলে মহলে একটা কথা খুব শুনি -- "লাভ ম্যারেজ মানে নিজের গার্লফ্রেন্ড, অ্যারেঞ্জ ম্যারেজ মানে অন্যের গার্লফ্রেন্ড"। আমি এই প্রসঙ্গেও কথা বলিনা, শুধু স্মিত একটা হাসি উপহার দিই ওদের। একজন অভিজ্ঞতা বলছিলেন নিজ জীবনের -- কীভাবে তিনি স্কুলগামী একটা মেয়ের সাথে প্রেম করেছিলেন, কতবার চাকুরিজীবী বাবা মায়ের সেই মেয়েটির সাথে তার বাসাতেই শয্যাগমন করেছেন, কীভাবে মেয়েটা রিলেশন ব্রেক করে *আপ* রিলেশনে চলে গেলো। এসব শুনে আমি কিংকর্তব্যবিমূঢ­় হই। তারপর একজন বলতে শুরু করলো তাদের ভার্সিটিতে [ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে­] কীভাবে ক্লাসের মধ্যেও ছেলে-মেয়ে আদিম আনন্দের স্বাদ নিতো। অমন কমপক্ষে ১০-১৩টা গল্প। সত্য-মিথ্যা জানিনা, আমি স্তব্ধ হয়ে শুনি। বরফশীতল হয়ে জমে যাওয়া দেহে রক্তসঞ্চালনের চেষ্টা করতে থাকি।



আমার দিকে তাকিয়ে একজন কলিগ বলতে থাকে -- "তুমি এই জেনারেশনে এমন কোন মেয়ে আশা করতে পারো না বিয়ে করতে গিয়ে, যে *ইউজড* না"! তার পরপরই আবার বলে "টাকা-পয়সা না থাকলে বউ *বাঁধতে* পারবা না, তোমাকে অনেক টাকা থাকতে হবে, নইলে বউ আপনার অফিসে থাকার সময়ে পাশ

ের বাড়ির ছেলেটার সাথে ফোনে কথা বলবে, তারপর... "। আমি আর সহ্য করতে পারিনি, শক্ত গলায় বলে উঠেছিলাম -- "দুঃখিত আমি একমত না। এই সমাজে আমার মতন দুর্বল আত্মার একটা ছেলেও যখন এমন ভয়াবহতা থেকে মুক্ত থাকতে পারে, এমন কেউ আমার জন্য আছেই যে আমার মতন করেই আমার মতন কারো জন্য অপেক্ষা করছে। সমস্ত মেয়েদের এক করে দিলে হবেনা কেননা আমি আমার বোনদের মতন অনেক মুসলিমাহ বোনদের চিনি যারা অসম্ভব সুন্দর অন্তকরণকে ধারণ করে"। যাদের চোখে পৃথিবী কেবলই কেনাকানা, গয়নাগাটি, সাজগোজ আর গাড়ি-বাড়ির না। তাদের কাছে এই জীবনটার একটা আলাদা অর্থ আছে। তাদের কাছে ব্র্যাডপিট-নিকো­ল কিডম্যান, শাহরুখ-গৌরি, প্রভা-রাজিবরা দাম্পত্য জীবনের আইকন না। তাদের কাছে আইডল হলো হলো ফাতিমা, আয়িশা, আসিয়া, খাদিজা নামের কিছু পবিত্র আত্মা।



মুসলিম যারা, তাদের আইডল তথা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যার জীবনে দারিদ্র ছিলো আগাগোড়া বন্ধু। আরবের ইসলামী রাস্ট্রের এই নেতা বিয়ের অনেকগুলো বছর পরেও মোহরানা আদায় করতে না পারায় স্ত্রী আয়িশা রাদিয়াল্লাহু আনহা কে নিজ বাড়িতে তুলে নেয়ার সুযোগ করতে পারেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জরুরি ফান্ডে দান করতে কিছু জিনিস নিয়ে যাবার পর তাকে প্রশ্ন করা হলো বাড়িতে কি রেখে এসেছেন -- তিনি উত্তর দিয়েছিলেন আল্লাহ ও তার রাসূলকে। কারণ তার ঘর ছিলো শূণ্য! এমনই ছিলেন তারা, আর তাদের সহধর্মিনীগণ ছিলেন অমনই। কই, তারা তো *বউ বাঁধতে* বাড়ি-গাড়ি-ঐশ্­বর্যে মুড়িয়ে রাখতেন না (যদিও তা করার সুযোগ তাদের ছিলো)। সেই আদর্শের বলে দাস যায়িদ বিন হারিসা সন্তান পেতেন উসামা বিন যায়িদদের মতন। যাকে নবীজী (সা:) মাত্র উনিশ বছর বয়েসে সেনাপতি নিযুক্ত করেছিলেন, যার নেতৃত্বে অনেক প্রবীণ সাহাবাও তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন-- স্থাপন করে গেছেন অনুপম দৃষ্টান্ত। তাদের ছোটো একটা বাহিনীর কাছে প্রবল প্রতাপশালী রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলো। আমার আইডল তো সেই ইব্রাহীম আলাইহিস সালাম, যিনি একজন অতিথি ছাড়া খেতেই বসতেন না। আমাদের আইডল হলেন আইয়ুব আলাইহিস সালাম -- যিনি হয়ে গিয়েছিলেন প্রচন্ড রোগগ্রস্ত, তবু তিনি ছিলেন প্রশান্ত আত্মায় তার মনীবের কৃতজ্ঞ দাস।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

রাফসান রাফী বলেছেন: "দুঃখিত আমি একমত না। এই সমাজে আমার মতন দুর্বল আত্মার একটা ছেলেও যখন এমন ভয়াবহতা থেকে মুক্ত থাকতে পারে, এমন কেউ আমার জন্য আছেই যে আমার মতন করেই আমার মতন কারো জন্য অপেক্ষা করছে। সমস্ত মেয়েদের এক করে দিলে হবেনা কেননা আমি আমার বোনদের মতন অনেক মুসলিমাহ বোনদের চিনি যারা অসম্ভব সুন্দর অন্তকরণকে ধারণ করে"।

সহমত এবং পোস্টে +++++++++

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

ইমরান৯২ বলেছেন: আমি আপনার কথার সাথে একমত । সবাইকে এক পাল্লায় মাপা যাবে না ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

নূরূল ইমরান বলেছেন: ইমরান নামের উপর বরাবরি জাতির একটা দূর্বলতা থাকে। দেশ ও দশ তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আপনি তার কিছুটা পূরণ করতে পেরেছেন বলে আমার বিশ্বাস। ভালো থাকবেন।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

ইমরান৯২ বলেছেন: মি আপনার কথা তা আসলে বুজতে পারলাম না আপনি কি বুজাতে চাইছেন ?

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

নীলতিমি বলেছেন: /:) /:) /:)

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

নাফীস কাজী বলেছেন: এগুলা হইল কিছু স্বল্প জ্ঞানসমপন্ন ছ্যাকা খাওয়া মানুষের হতাশার কথা।X(

নিজের গার্লফ্রেন্ড চলেগেছে এজন্য মনেকরে সব মেয়েরাই এমন।X(

যে কেউ ব্লগে একটা জরিপ চালাক, কতজন ব্লগার প্রেমকরে ??

দেখবেন বহুত ছেলে জীবনে প্রেম করে নাই।.........তাইলে মেয়েরা প্রেম করার মত এত পোলা পাইল কৈ ??? X((X((

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

ইমরান৯২ বলেছেন: ঠিক আমারও একই প্রশ্ন মেয়েরা তাইলে প্রেম করে কার সাথে ? ধন্যবাদ আপনাকে

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

জনদরদী বলেছেন: সূরা নূর এর এই আয়াতটি যথেষ্ট । আর কিছু লাগে না ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

গৃহ বন্দিনী বলেছেন: "দুঃখিত আমি একমত না। এই সমাজে আমার মতন দুর্বল আত্মার একটা ছেলেও যখন এমন ভয়াবহতা থেকে মুক্ত থাকতে পারে, এমন কেউ আমার জন্য আছেই যে আমার মতন করেই আমার মতন কারো জন্য অপেক্ষা করছে। সমস্ত মেয়েদের এক করে দিলে হবেনা

১০০% সত্য। প্রমান আমি নিজে এবং আমার ভাই ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

মারদিয়া মোমতাজ বলেছেন: পোস্টে প্লাস। ভালো বলেছেন। আসলেই হয়ত কেউ আছেন। আবার এর বিপরৈত হলেও ভয় পেয়ে আল্লাহর থেকে নিরাশ হয়ে যাবেন না যেন! আল্লাহ আপনার পরীক্ষা নিতে চাইলে এমন হতে পারে। পাশ করতে হবে ।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

তন্ময় চক্রবর্তী বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে এ্যারেঞ্জড ম্যারেজের পুরোপুরি বিরোধী। বিয়ের উপর পাত্র-পাত্রী ছাড়া অন্য কারো নূন্যতম মতামত থাকারও সম্পূর্ণ বিরোধী। কিন্তু আপনার সাথে একমত যে পৃথিবীতে ভালোমন্দ দুই ধরনের মানুষই আছে।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

দুর্বার বলেছেন: মারদিয়া মোমতাজ বলেছেন: পোস্টে প্লাস। ভালো বলেছেন। আসলেই হয়ত কেউ আছেন। আবার এর বিপরৈত হলেও ভয় পেয়ে আল্লাহর থেকে নিরাশ হয়ে যাবেন না যেন! আল্লাহ আপনার পরীক্ষা নিতে চাইলে এমন হতে পারে। পাশ করতে হবে ।

একমত।

আল্লাহ আমাদের সেই ধৈর্যও ধারন করার তৌফিক দিন যাতে বিপদ গ্রস্থ কাওকে গ্রহন করার সৎ সাহস যেন আমাদের হয়, যেমনটি করেছিলেন রসুল করিম (সাঃ)।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

হাবিব০৪২০০২ বলেছেন: যাদের চোখে পৃথিবী কেবলই কেনাকানা, গয়নাগাটি, সাজগোজ আর গাড়ি-বাড়ির না। তাদের কাছে এই জীবনটার একটা আলাদা অর্থ আছে ......অবশ্যই আছে তবে সত্যি বলতে কি অধিকাংশ মেয়েই এগুলো পছন্দ করে।
কেনাকানা, গয়নাগাটি, সাজগোজ আর গাড়ি-বাড়ি চায় না এমন মেয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অনেক স্বামীই আছেন নিজ থেকে ঘুষ খেতে ইচ্ছুক নয় কিন্তু বউকে খুশি করতে গিয়ে পাপের পথ বেছে নেয়।

ভাল মনের মেয়ের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাক এটাই কাম্য

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

কাছের মানুষ বলেছেন: পুরাই আমার মনের কথা। কিসু বাচাল কুলাংগার ফালতু পোলাপান এগুলা বলে। সবাইকে নিজের মত ভাবে।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

ইমরান৯২ বলেছেন: আপনি ঠিক বলছেন

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: "দুঃখিত আমি একমত না। এই সমাজে আমার মতন দুর্বল আত্মার একটা ছেলেও যখন এমন ভয়াবহতা থেকে মুক্ত থাকতে পারে, এমন কেউ আমার জন্য আছেই যে আমার মতন করেই আমার মতন কারো জন্য অপেক্ষা করছে। সমস্ত মেয়েদের এক করে দিলে হবেনা।

অবশ্যই আছে। অনেক মেয়ে ভালো, আমি মনে করি ভালো মেয়েই বেশী।

কিন্তু ছেলেরা কি ভালো? আমি নিশ্চিত হতে পারিনা। :(

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

একাকি একজন বলেছেন: @ নাফীস কাজী "র সাথে সহমত !!!

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

ra66i বলেছেন: আপিন এখনও ভাল আেছন শুেন ভাল লাগেলা , আল্লাহর উপর ভৱসা ৱােখন, আর যিদ দূৱভাগ্য ক্ৱেম েতমন েকউ সিঙ্গল হয় তাহল তােক িনজ গূেন ক্ষমা করেবন খাৱাপ যাৱা হয় সবাই েতা আর ইচ্ছা কেৱ হয় না, অেনেকই ভূল কেৱ় আৱ স্বাভাবিক েেমেয়ৱা সাবলম্বী েছেল খুজেব ওৱা ৈতিৱ ওভােব. আৱ সাবলম্বী মােন অেনক টাকাৱ মািলক না় সাবলম্বী েস েয তাৱ আয় সিঠক ভােব ব্যয় কেৱ সংসাৱ চালােত পােৱ় আপনি যােদৱ উদাহরণ, িদেছন তাৱা যােদৱ সােথ সংসাৱ কৱেছন আপনি এত সুিফ মানুষ না েয কোন েমেয় এত িৱস্ক িনেব় যাইেহাক ভাল খাৱাপ েছেল ও আেছ েমেয় ও আেছ় খাৱাপ কােৱা সােথ সিঙ্গ হইেল তােৱ ভাল কৱাৱ েচষ্টা কেৱন় আপেসট হওয়াৱ খানম নাই

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

সপ্নময় নীলাকাশ বলেছেন: যুগটাই এরকম।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

দি সুফি বলেছেন: এই সমাজে আমার মতন দুর্বল আত্মার একটা ছেলেও যখন এমন ভয়াবহতা থেকে মুক্ত থাকতে পারে, এমন কেউ আমার জন্য আছেই যে আমার মতন করেই আমার মতন কারো জন্য অপেক্ষা করছে।

একমত। এখনও দুনিয়া থেকে ভালো মানুষ হারিয়ে যায়নি। আশেপাশে তাকিয়ে দেখুন অনেক ভালো মানুষ আছে। খারাপ মানুষের সংখা অনেক কম, কিন্তু তাদের প্রচার বেশি।
নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে উৎসাহিত করুন।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

আল ইফরান বলেছেন: এই সমাজে আমার মতন দুর্বল আত্মার একটা ছেলেও যখন এমন ভয়াবহতা থেকে মুক্ত থাকতে পারে, এমন কেউ আমার জন্য আছেই যে আমার মতন করেই আমার মতন কারো জন্য অপেক্ষা করছে।
লেখকের সাথে কঠিনভাবে সহমত পোষণ করছি।
যে যেমন আল্লাহ তার সাথে সেইরকম মেলায়, আমার এই ছোট জীবনে আমি এটলিস্ট তাই দেখছি।
আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু রেখেছেন।
আর আল্লাহ ধৈর্যশীল এবং সংযমীদের পছন্দ করেন।
ভাই, এই সমাজে এখনো আপনার-আমার মত ছেলেপেলের সংখ্যা একেবারে কমে যায় নাই।
হয়তো আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি ধীরে ধীরে, কিন্তু ইন দ্যা এন্ড অফ দ্য ডে, দেখবেন যারা ন্যায় ও সত্যের পথে থাকে তারাই বিজয়ী হয়।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

ইমরান৯২ বলেছেন: সবাইকে ধন্যবাদ আপনারা যার যার নিজের মতামত শেয়ার করছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.