নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাদ্য প্রকৌশলী

ইমরান৯২

আমি একজন খাদ্য প্রকৌশলী । নিরাপদ খাদ্য হোক সকলের জন্য।

ইমরান৯২ › বিস্তারিত পোস্টঃ

এই যদি হয় আমাদের ডিজিটাল দেশের অবস্তা !!!

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

আশা করি সবাই ভাল আছেন । ব্লগ লেখার থেকে পড়তে আমি খুব ভালবাসি তবু আজকে না লিখে পাড়ছি না । আমি আজকে আমার দেখা বাস্তব একটি ঘটনা/ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো । আমি আগেই বলতেছি আমি ভাল লিখতে পারি না তাই হয়তো লেখাটি আপনাদের কাছে ভাল নাও লাগতে পারে । তবুও লিখছি , আমাদের দেশে অনেক লোক আছে যারা কম্পিউটার সম্পর্কে আনভিজ্ঞ কিন্তু তাই বলে কি একজন ইঞ্জিনিয়ার হয়ে সে কম্পিউটার চালাতে জানবে না ? তাইলে আমরা কিভাবে ডিজিটাল বাংলাদেশ গড়বো ? শুধু কি মুখে বললেই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো দেশ ডিজিটাল হয়ে যাবে ? না দেশ এমনি এমনি দেশ ডিজিটাল হবে না , কখনও না কখনও সম্ভব না । জাতি হিসেবে আমরা কতটা পিছিয়ে এখনও । আসলে আমদের সমস্যাটা কোথায় ? সমস্যা কি আমাদের নাকি আমাদের শিক্ষা ব্যবস্তার , কেন আমরা এতটা পিছিয়ে । দেশ যেখানে ডিজিটাল হওয়ার স্বপ্ন দেখে সেখানে আমদের এই অবস্তা ! কিন্তু আর একটা জিনিস খুব খেয়াল করে দেখলাম যে প্রযুক্তি সম্পর্কে জানে সে আরও জানতে চায় কিন্তু যে কিনা কিছু জানে না সে জানতে ও চায় না । একজন শিক্ষিত জাতি হিসেবে তো তথ্য প্রযুক্তি সম্পর্কে সাধারণ ধারণাটুকু থাকা দরকার । একজন প্রকৌশলী হিসেবে নিজিকে খুব ছোট মনে হচ্ছে । এটা কেমন শিক্ষা ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

সত্যচারী বলেছেন: কি আর করা বলুন? এভাবেই তো সব চলছে।

আপনি কিসের প্রকৌশলী??

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

ইমরান৯২ বলেছেন: আসলে এতা খুবই দুঃখজনক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.