নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাদ্য প্রকৌশলী

ইমরান৯২

আমি একজন খাদ্য প্রকৌশলী । নিরাপদ খাদ্য হোক সকলের জন্য।

ইমরান৯২ › বিস্তারিত পোস্টঃ

!! স্মৃতি কথা !!

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চায়। তাকে যেতে দাও। এই পৃথিবীতে সবকিছু ধরে রাখা যায় শুধু মানুষকে ধরে রাখা যায়না। ভালোবাসা হলো হৃদয়ের বন্ধন। এই বন্ধন ছিঁড়ে কেউ যদি হারিয়ে যেতে চায়, তাঁকে যেতে দেয়া উচিৎ!!। তুমি তাঁকে চাও সেটা নির্ণেয় নয় বরং সে তোমাকে চায়না. এটাই বাস্তব। এই পৃথিবীতে সবকিছু ফিরে পাওয়া যায়। শুধু হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পাওয়া যায়না। ফিরে পাওয়া গেলেও মানুষটাকে ফিরিয়ে আনা যায়না।
-
তুমি হয়ত মানতে পারবেনা। সে আমাকে কেন ছেড়ে যাবে আমি তো তার অপেক্ষা করেছিলাম। তুমি জানোনা!! যেই মানুষটা তোমাকে ছেড়ে যাবে সে কোনদিন তোমাকে ভালোবাসেনি। শুধু সময়ের প্রয়োজনে কাছে এসে কিছুদিনের অভিনয় করেছিলো। আর বাস্তবতার প্রয়োজনে দূরে সরে গিয়েছে। এই পৃথিবীর মানুষ গুলো সত্যি অদ্ভুত!! ভালোবেসে স্বপ্ন দেখিয়ে দূরে ঠেলে দিতে পারে। কোন বন্ধন এই মানুষগুলোকে আটকাতে পারেনা।
সবার দুঃখ বুকে চেপে হাঁসা যায়। কিন্তু প্রিয় মানুষগুলো দুঃখ দিলে মানা যায়না। কিভাবে একজন মানুষ এভাবে ছেড়ে চলে যেতে পারে। যেই দুটি হাতের মুঠোমুঠো করে বহুদূরের পথটি হেঁটে এসেছে। একটি হাত যখন মাঝপথে ছেড়ে হারিয়ে যাবে। তখন দ্বিতীয় হাতের অবস্থান কোথায় হবে ভাবেনা!। শুধু হাতটা ছেড়ে দেয়ার সময় ছোট্ট করে বলে দিবে। "ভালো থেকো আমি তোমাকে ভালোবাসতে পারলাম না"।
-
তখন একা মানুষটার মাথায় আকাশ ভেঙে পড়ে। পায়ের নিছের মাটি গুলো পাথর হয়ে যায়। সুঁতা বিহীন ঘুড়ির মত এলোমেলো হয়ে জীবন থেকে ভেঙে পড়তে থাকে। এই মানুষটা অতটুকু কথা বলার সাহস হারিয়ে ফেলে। যতটুকু পাশের মানুষটাকে ধরে রাখবে। মাঝপথে একা করে পাশের মানুষটি যখন চলে যাওয়ার সময়ে বলে দেয়। "ভালো থেকো"। তখন যদি সত্যিকার অর্থে ভালো থাকা যেতো। তাহলে এই পৃথিবীর মানুষগুলো হারিয়ে ফেলার বেদনায় কোনদিন কাঁদতোনা।
-
এই একা মানুষটা নিজেকে আর নিজের পথে রাখতে পারেনা। এত সুখের এই আকাশটা যখন মেঘে মেঘে চেয়ে অন্ধকার হয়ে বজ্রপাত শুরু হয়। তখন মানুষটাও মেনে নেয় নিষ্ঠুরতা। কতটা ব্যথা হৃদয়ে লুকিয়ে মানুষটার চোখের অশ্রু আসে। তা শুধু সেই মানুষটাই বলতে পারে। কেউ কাউকে ছেড়ে গেলে আটকিয়ে রাখা যায়না। শুধু মানুষটার স্মৃতিগুলো স্মরণ করে নীরবে কাঁদতে হয়।
-
যে মানুষটা মাঝপথে ছেড়ে চলে যায়। ঐ মানুষটা যদি একটিবার পিছনে তাকাতো। একটিবার যদি দ্বিতীয় মানুষটার জাগায় নিজেকে বসিয়ে চিন্তা করতো। তাহলে কখনো ছেড়ে যেতো না। কাছে এসে হটাৎ দূরে ঠেলে দিওনা। একটিবার নিজের মত ভেবে নিও। পৃথিবীর মানুষ দুই কারণে খুব বেশী কাঁদে।
-
একটি হারিয়ে ফেলার বেদনায়
আরেকটি পাওয়ার আশায়। তুমি যেই মানুষটাকে মাঝপথে ছেড়ে গিয়ে অন্য কারো হাত ধরবে। ভেবে দেখ! একদিন হয়ত ঐ মানুষটাও তোমাকে ছেড়ে চলে যাবে অন্য কারো হাতে। তখন তোমার কি হবে??
এই পৃথিবীতে ভালোবাসার অবহেলা করোনা।
-
যে মানুষটাকে স্বপ্ন দেখিয়ে মিথ্যার জালে আটকে দিয়ে চলে গিয়েছ। ভেবোনা পার হয়ে গেছো। অত সহজ না, হয়ত তোমার সম্মুখে এমন কেউ অপেক্ষা করছে। যে তোমাকেও এমন ধোকা দিতে দ্বিধাবোধ করবেনা।
-
নোট:- পৃথিবীর বুকে কাউকে ছেড়ে আসা খুব সহজ। আর কাউকে হারিয়ে ফেলা, অনেক অনেক কঠিন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: দামী কথা গুলো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.