![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার তিন মাস আগেও তাকে হত্যা করার চেষ্টা চালানো হয়েছিল। তবে বাংলাদেশ সরকার ১৯৭৫ সালের
২১ মে'র ওই হত্যাচেষ্টার খবর প্রকাশ না করতে গণমাধ্যমকে নির্দেশ দিয়েছিল। এসব কথা বলা হয়েছিল ঢাকায় তৎকালীন মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো গোপন এক তারবার্তায়। বিশ্বে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস সম্প্রতি এই তারবার্তা প্রকাশ করেছে।
ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ১৯৭৫ সালের ২৩ মে পাঠানো ওই তারবার্তায় বলা হয়, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার চেষ্টা হয়েছিল বলে দুটি সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। ২১ মে ঢাকার উপকণ্ঠে নতুন টেলিভিশন স্টেশন পরিদর্শন শেষে সন্ধ্যায় নিজ বাসভবনে ফেরার সময় তাকে হত্যার চেষ্টা চালানো হয়। এ বিষয়ে প্রথম জানা গেছে দূতাবাসের রাজনীতিবিষয়ক এক বাঙালি সহকারীর কাছ থেকে। রাষ্ট্রপতির নিরাপত্তা ইউনিটের উপ-পুলিশ সুপার তাকে (দূতাবাসের সহকারী) এই তথ্য জানিয়েছেন। এরপর একজন সাংবাদিক দূতাবাসের তথ্য কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করেন। উভয় সূত্রই জানিয়েছে, হামলাকারীরা গ্রেনেড ব্যবহার করেছে। এর মধ্যে একটি সূত্র জানায়, শেখ মুজিব অক্ষত আছেন। তবে অজ্ঞাতপরিচয়, দু'জন আহত হয়েছেন। তথ্য অধিদফতর এ-সংক্রান্ত খবর না ছাপাতে গণমাধ্যমকে কঠোর নির্দেশ দিয়েছে।
১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো অন্য এক তারবার্তায় বলা হয়, পরিস্থিতি শান্ত রয়েছে। জনগণের মধ্যে এক ধরনের স্বস্তির ভাব দেখা গেলেও এ নিয়ে কোনো আনন্দ-উল্লাস হয়নি। নতুন সরকারে যারা আছেন তারা আগের সরকারেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। স্বাধীন বাংলাদেশে দুর্বল প্রশাসন পরিচালনায় ভূমিকা ছিল তাদেরও।
তবে তারবার্তায় বলা হয়, নতুন সরকার আরও সহনীয় হবে বলে মনে হচ্ছে। স্নায়ুযুদ্ধে লিপ্ত শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করবে বলে ধারণা করা যায়।
তারবার্তায় বলা হয়, পঁচাত্তরের জুন মাস পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব তার ভাগ্নে শেখ মনি যৌথ প্রভাবে ক্ষমতা সংহত করার চেষ্টা করেছিলেন। অভ্যুত্থানকারীরা তাদের কর্মতৎপরতা পর্যবেক্ষণ করে বুঝতে পারে এ বিষয়ে কালবিলম্ব করলে অভ্যুত্থান সম্ভব হবে না। ভারতের স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু হত্যার সিদ্ধান্তটি ছিল নিছক ঘটনাক্রমে। বলা যায় কাকতালীয় ঘটনা।
উইকিলিকস বলেছে, সে সময় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ছিল এ অবস্থায় ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারে। নয়াদিলি্লর মার্কিন দূতাবাস ভারতীয় এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রে বার্তা পাঠান। সেই সামরিক কর্তা জানান, এ প্রসঙ্গে কোনো কিছু শোনেননি তিনি যাতে বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুত্থানের প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের কোনো বিশেষ তৎপরতার ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, যদিও এ ধরনের কর্মকা পর্যবেক্ষণের ক্ষেত্রে সামরিক বাহিনীর সীমাবদ্ধতা রয়েছে। ভারতীয় সামরিক বাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল জ্যাকব ও তার অধস্তন কমান্ডার মেজর জেনারেল হরি সেনগান সে সময় পশ্চিমবঙ্গের গভর্নর আয়োজিত স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ছিলেন। অন্য শীর্ষ কর্মকর্তারাও সেখানে ছিলেন। ওই সামরিক কর্মকর্তা হরি ও জ্যাকবের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, তারা দু'জনেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উদ্বেগহীন ছিলেন। কোনোভাবেই বাংলাদেশের কথা উঠে আসেনি।
তবে বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে ভারতের কাছে আগাম তথ্য ছিল। মার্কিন দূতাবাস ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার আলোচনা সেটি নিশ্চিত করে। ভারতীয় সেই কর্মকর্তা বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
একই বার্তায় বলা হয়, ১৫ আগস্ট রাষ্ট্রদূতদের জন্য দেওয়া নৈশভোজে তৎকালীন পররাষ্ট্র সচিব কেওয়াল সিং ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পিএন ধর বাংলাদেশের চলতি ঘটনা নিয়ে নিরুদ্বেগ ছিলেন। তারা মন্তব্য প্রকাশেও সতর্ক ছিলেন। অভ্যুত্থানের পর বাংলাদেশের গণমাধ্যমকে এই হত্যাকা নিয়ে চুপ থাকার নির্দেশ দেওয়া হয়। ভারতের গণমাধ্যমগুলোকেও বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে নিশ্চুপ থাকার নির্দেশ দেওয়া হয়। একটি সংবাদ সূত্র জানায়, ১৫ আগস্টের পর ভারত সরকার বাংলাদেশের ঘটনাবলি নিয়ে যে কোনো ধরনের সম্পাদকীয় মন্তব্যও নিষিদ্ধ করেছিল
Click This Link
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫
amar voice বলেছেন: bishoyta nea shamne r o post debo,,, er pore alochona kora jaab e ,,,,, shathe thaiken
২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
সেতু আশরাফুল হক বলেছেন: তারাই মিষ্টি বিলিযে ছিল যাদের কাছে দেশের চেয়ে স্বার্থ বড় হয়ে দেখা দিয়েছিল।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
amar voice বলেছেন: Bishoyta onek dik theke alochona kora jai,,,, shomoyta bangladesh er jonno onek jotil chelo,,,,ei bepar e r o bestarito post debo,,, dekha jak
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪
বিডি আইডল বলেছেন: সেতু হক..জ্বী এইজন্যই জাতীয় স্বার্থে উনার জানাজায় ইমাম সহ ১৮ জন লোক হয়েছিলো
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩
ডায়মন্ড বলেছেন: বিডি আইডল, কোন সোর্স থেকে আপনি পেয়েছেন যে বঙ্গবন্ধুর জানাজায় মাত্রা ১৮ জন লোক উপস্থিত ছিল, আর যদি হয়েও থাকে তবে কি ছিলো সেদিঙ্কার ঘটনা ও পরিস্থিতি ?
৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২০
বিডি আইডল বলেছেন: পরিস্হিতি কি ছিল সেইটা উইকিলক্সসের এই কেবলেই আছে:
পরিস্থিতি শান্ত রয়েছে। জনগণের মধ্যে এক ধরনের স্বস্তির ভাব দেখা গেলেও এ নিয়ে কোনো আনন্দ-উল্লাস হয়নি
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
রাখালছেলে বলেছেন: কিছু লোক হয়ত মিষ্টি বিতরন করেছিল কিন্তু তখনকার পরিস্থিতি যদি এখন হত তাহলে কি আমরা মিষ্টি বিতরন করতাম ...?@ বিডি আইডল
৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ১৮ জন তথ্য ভুল, শুধু বঙ্গবন্ধ নিজে একাই ছিলেন জানাযায় আমি যতটুকু শুনেছি। ভাগ্গইস খাটিয়া চারটে পা হাটিয়া হাটিয়া কবরে গেছে।পরে বঙ্গবন্ধু নিজেই কবরে নেমে গেছেন একা একা এই মুর্খ্য জাতির মুখ দেখার ভয়ে যাদের জন্য উনি জীবন দিয়েছেন।
৭১ এর গন্ডগোলে পাকিস্তানীরা শুধু যুদ্ধ করেননি কিছু বিজ দিয়ে গেছেন যা থেকে ডালপালা পাতা আজ বাংলার মাটি আচ্ছাদিত।
ধন্যবাদ সবাইকে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৯
amar voice বলেছেন: আপনার কথায় ইতিহাস সম্পুর্ণ হল না ভাই
৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪
বিডি আইডল বলেছেন: রাখালছেলে.........'৭৫ এর পরেও কিন্তু একই ধরণের ঘটনা ঘটেছিলো...জিয়ার মৃত্যুর সময়।
আর এই ধরণের ঘটনা যদি আজ ঘটে? মানুষ স্টেডিয়ামে জেয়াফত খাওয়াবে।
৯| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৮
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ১৮ জন তথ্য ভুল, শুধু বঙ্গবন্ধ নিজে একাই ছিলেন জানাযায় আমি যতটুকু শুনেছি। ভাগ্গইস খাটিয়া চারটে পা হাটিয়া হাটিয়া কবরে গেছে।পরে বঙ্গবন্ধু নিজেই কবরে নেমে গেছেন একা একা এই মুর্খ্য জাতির মুখ দেখার ভয়ে যাদের জন্য উনি জীবন দিয়েছেন।
৭১ এর গন্ডগোলে পাকিস্তানীরা শুধু যুদ্ধ করেননি কিছু বিজ দিয়ে গেছেন যা থেকে ডালপালা পাতা আজ বাংলার মাটি আচ্ছাদিত।
ধন্যবাদ সবাইকে
১০| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৮
এই আমি সেই আমি বলেছেন: ৭১ এর গন্ডগোলে পাকিস্তানীরা শুধু যুদ্ধ করেননি কিছু বিজ দিয়ে গেছেন যা থেকে ডালপালা পাতা আজ বাংলার মাটি আচ্ছাদিত।আর পি ডি আইডল দের সৃষ্টি । সাধের পাকিস্থান ভাঙ্গার জন্য যারা বঙ্গবন্ধুর উপর নাখোশ ছিলেন তারাই মিষ্টি খেয়েছিল ।
১৫ ই আগস্টের অভ্যুথান যদি ব্যর্থ হত এবং সৈয়দ নজরুল ইসলাম বা তাজউদ্দীন রা ক্ষমতায় থাকত তাহলে ঢাকায় কোটি লোকের সমাবেশ হত ।
আর জিয়ার মৃত্যুর পর মনজুর যদি টিকে যেত তাহলে জানাজা ছাড়া চট্টগ্রামে জিয়ার লাশ যেখানে পোতা হয়েছিল সেখানেই থাকত । যদি সাত্তার না আসত তাহলে জিয়ার লাশ ঢাকায় আসত না । মতান্তরে লাশ নাকি পাওয়া যায়নি । ডেমি লাশ ঢাকায় আনা হয়েছে । আর টিভি তে কান্নার শ্রাবণ মেঘের ধারা দেখত হত না , দেখতে হত না জিয়া কত বড় একজন মহামানব ছিলেন। মনজুর থাকলে দেখতাম জিয়ায় কত বড় স্বৈর শাসক ছিলেন আর টিভিতে ছেড়া হাফ প্যান্ট আর ভাঙ্গা সুটকেসের বদলে দেখতে পেতাম কর্নেল তাহের সহ জিয়ার সাজানো অভ্যুথানে নিহত স্বজন দের কান্নার আহাজারী ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১
amar voice বলেছেন: ভাই জিয়ার অভ্যুথানে খুব একটা ভূমিকা ছিল না। ইতিহাস তাই বলে
১১| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৮
আমি ভূমিপুত্র বলেছেন:
২১শে মে এর হত্যাপ্রচেস্টার কথা জানি না......
তবে,১৯৭৫ সালের ১৫ই আগস্টের অভ্যুত্থানের আগাম খবর বঙ্গবন্ধুরে ১০ দিন আগেই ৫ই আগস্টে দিছিলেন তৎকালীন ডেপুটী চীফ অফ আর্মি স্টাফ মেজর জেনারেল জিয়া এবং ফিজিকালি সাক্ষাৎ কইরা...১৯৭৫ সালের ২৯শে আগস্ট "ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ" ম্যাগাজিনে এই রিপোর্ট আসছিলো + আলতাফ পারভেজের লেখা "অসমাপ্ত মুক্তিযুদ্ধ কর্নেল তাহের ও জাসদ রাজনীতি" বইয়ের ৮২ পৃষ্ঠায় ও এই কথা বলা আছে।এছাড়াও এম আর আখতার মুকুলের লেখা "মুজিবরের রক্ত লাল" বইতেও আছে ,জিয়া মুজিবরে যখন জানান যে,আর্মিতে গন্ডগোল চলতেসে,আপনে কেয়ারফুল হন,তখন মুজিব জিয়ারে বলসেন,আমারে কে মারবে ? তুমি অত চিন্তা কইরোনা...কামালের মা আমারে আর জিয়ারে মাছ দিয়া ভাত দ্যাও টেবিলে। লাঞ্চ করার পরে জিয়া আবারো মুজিবরে বলছেন,আপনে আমার কথারে হালকা ভাবে নিয়েন না,আমার কাছে ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমি এইটা আপনেরে বলতেছি।বঙ্গবন্ধু তারপরেও আস্থাশীল ছিলেন রক্ষীবাহিনী আর শফিউল্লাহর উপরে.........কইছেন আমার শফিউল্লাহ আছেনা ...হে বাচাইবে আমারে......উনি শফিউল্লাহরে জিগাইছেন ও, কী শফিউল্লাহ, সব ঠিকঠাক আছে তো তুমার? শফিউল্লাহ উনারে কয়,আমনের কুনু চিন্তা নাই ছার,বইয়া বইয়া মাছি মারেন......এবং তারাই তাঁরে ডুবাইছে শেষ মুহুরতে......জিয়ার দুষ হইতাসে তিনি ক্যান ট্যাঙ্কের সামনে গিয়া নিজের জীবন দিলেন না(পিওর আম্বা যুক্তি যার কুনু উত্তর নাই)
লিংক - http://i.imgur.com/ow7CSfb.jpg
http://i.imgur.com/l5v17c0.jpg
অইন্য দিগে,শেখ মুজিবরে হত্যার কথা আগে জাইনাও কাউরেই জানায়নাই আম্বা শিবির ভুক্ত খালেদ মোশাররফ/আবেদ খান/আনোয়ার হোসেন মঞ্জু......ইতিহাসের কাছে এ আমার দায় : আবেদ খান(কালের কণ্ঠ ২৯ জানুয়ারী ২০১০)
লিংক - Click This Link
-------------------------------------------------------
জানাজার কথা কইতে গেলে জিয়ার জানাজায় প্রায় আনুমানিক ২০ লাখ লোক এমনে এমনে আহেনাই.........আবালেরা যাই কউক.........লাশ দেখনির অতি আগ্রহের ঠেলাঠেলিতে ১ জনে মইরা ও গেছিলো অইদিন......এবং আবারো আবালেরা যাই কউক......
Click This Link
http://oi50.tinypic.com/2iiaeww.jpg
http://i.imgur.com/cI3Pp9o.jpg
http://i.imgur.com/qwlkTjR.jpg
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪২
amar voice বলেছেন: Informative
১২| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
সেতু আশরাফুল হক বলেছেন: ইহাদের নির্বাল বলা হউক
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪
বিডি আইডল বলেছেন: পরিস্থিতি শান্ত রয়েছে। জনগণের মধ্যে এক ধরনের স্বস্তির ভাব দেখা গেলেও এ নিয়ে কোনো আনন্দ-উল্লাস হয়নি
আমি তো শুনেছি মানুষ মিষ্টি বিলিয়েছিলো