![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।ফেলানিদের অন্ন, বস্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, কর্মসংস্থান, ন্যায় বিচার প্রাপ্তির দায়িত্ব যদি রাষ্ট্র না নেয়, তবে এ রাষ্ট্র ব্যাবস্থা কার জন্য, কার স্বার্থে? এ রাষ্ট্রকে কেন আমরা টিকিয়ে রাখছি? কেন রাষ্ট্র পরিচালনার খরচ যোগাচ্ছি বছর বছর? নাকি এরাষ্ট্র শুধু কিছু ব্যাবসায়ি, খুনি, লম্পট, জোচ্চোরের? যাদেরকে ভিআইপি ঘোষনা করে সার্বক্ষনিক পুলিশি প্রোটোকল দিয়ে যাচ্ছে রাষ্ট্র। তাদের জন্য আধুনিক শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ব্যাবস্থা গড়ে তুলছে রাষ্ট্র? তবুও তাদের কোন সমস্যা হলে রাষ্ট্র সে সমস্যা সমাধানে উঠেপড়ে লাগছে? এবং তাদের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্র তাকে দস্যু, ডাকাত, চরমপন্থী, সন্ত্রাসি আখ্যা দিয়ে খুন করছে? রাষ্ট্রটি ব্যাবসায়িদের ইশারায় এমনভাবে চলছে যে কেউ ঘুর্ণাক্ষরেও টের পাচ্ছেনা যে,শাষকশ্রেণী মূলত ব্যাবসায়িদেরই গোলামি করে যাচ্ছে? এবং পদ্ধতিগতভাবে সেবাদাসে পরিণত হয়েছে? যেখানে একপক্ষ সর্বহারা ক্ষমতাহীন গরীব প্রান্তিক মানুষ ও শ্রমিক শ্রেণী, এবং অন্যপক্ষ পুঁজিপতি মালিক শ্রেণী? আর মালিক শ্রেণীর লাঠিয়াল হিসেবে আছে কথিত সরকার ব্যাবস্থা, আইন, পুলিশ, মিলিটারি, বিচারালয় ও প্রসাসনিক কাঠামো? যার সবই নিয়োজিত আছে ধনিক শ্রেণীর সেবা, স্বার্থ রক্ষা ও হুকুম তামিলে? এবং ফলস্বরুপ ফেলানিদের জীবনের চাইতে ধনীক শ্রেণীর ঠুনকো ইজ্জত বা ব্যাবস্যা পতিষ্ঠান রাষ্ট্রের কাছে অধিক গুরত্বপূর্ণ হয়ে উঠে? আর তাই গার্মেন্টস ফ্যাক্টেরিতে আগুন লাগলে রাষ্ট্রিয় প্রতিষ্ঠান বা রাষ্ট্রিয় বাহিনী স্বজনের কাছে লাশ বা ক্ষতিপূরন হস্তান্তরের চাইতে লাশ গুম করতে বেশি মরিয়া হয়ে উঠে?
বাস মালিকদের স্বার্থে রেলের মতো গরপরিবহনকে রুগ্ন ও ধ্বজভঙ্গ করে রাখা হয়? গরিব মানুষের ভিটেমাটি কেড়ে নিয়ে ধনীক শ্রেণীর জন্য বহুতল বিপনি বিতান বা ফাইভষ্টার মানের বৈশ্যালয় খোলা হয় ? শিক্ষা, চিকিৎসার মতো ইত্যাদি খাতকে কোম্পানীকরন বা বাজারিকরণ করা হয়? উদ্দ্যেশ্য স্রেফ কিছু লোকের মুনাফার বন্দোবস্ত করে দেওয়া?
২।আমার বন্ধুরা ভারতীয় পণ্য বর্জনের ঘোষনা দিচ্ছে দেখে আমার বেশ ভালো লাগছে! ভাবছি, আহাঃ কি দারুন সোচ্চার, প্রতিবাদী, দেশপ্রেমি!
তা বন্ধুদের জিজ্ঞেস করি, "মুক্ত বাজার অর্থনীতির যুগে ভারতীয় পণ্য চিনবেন কিভাবে??
আপনি কি জানেন, ভারতীয় পণ্য বিলেতেও উৎপাদিত হচ্ছে, বিলেতি পণ্যও ভারতে উৎপাদিত হচ্ছে? এমনকি আপনার দেশে উৎপাদিত প্রতিটি পণ্যেও ভারতীয় কাঁচামাল আছে?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
amar voice বলেছেন: সত্যি কথা ভাই
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
প্রান্তিক জন বলেছেন: গণমানুষের সরকার এটি এখন ফাকা বুলি মাত্র । আর গণতন্ত্র তো আমাদের ধর্ষণ করে চলেছে প্রতিনিয়ত ।