নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

গ্রামে Broadband Internet এর চাহিদা কেমন?

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭





বর্তমানে Broadband Internet এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনও দিন আসবে যে, মানুষ ডিস এন্টানা না লাগিয়ে Broadband Internet এর লাইন নিবে। আজ ০১ জানুয়ারি ২০২৪। এই সময়ে গ্রামের মানুষ কিভাবে Broadband Internet চালায়? সেটাই জানবো।

শহরের হিসাব আলাদা। শহরের বাড়ির মালিকদের লেপটপ/ডেস্কটপ, চারটি এন্ডোয়েট মোবাইল আছে। আবার মনে করেন, ঢাকায় প্রতিটা এপারমেন্ট এ সিসিটিভি ক্যামেরা আছে। সিম কম্পানীর ডাটা কিনে এ্ত পরিমান ডিবাইস চালানো ব্যায় সাপেক্ষ। সেই ক্ষেত্রে Broadband Internet তাদের কে ইন্টারনেট এর শাশ্রয়ী। কারন Broadband Internet এ গতিও ভালো। ৫০০ বা ৭০০ টাকায় আনলিমিডেট ইন্টারনেট। আর সিম কম্পনির ডাটা, খাটে সম্পন্ন গতি পায় না। আবার এমবি শেষ হবার ভয় থাকে।

Broadband Internet এ এমবি শেষ হবার ভয় থাকে না। আনলিমিটেড চালাও।

গ্রাম দেশেও Broadband Internet এর লাইন চলে গিয়েছে। গ্রাম অঞ্চলে একটি পরিবারে একটি এন্ডোয়েট ফোন। খুব কম পরিবার সিসিটিবি ক্যামেরা লাগিয়েছে। তাই গ্রামে Broadband Internet এর লাইন গেলেও, এর চাহিদা এখন কম।

তবে ২০০০ সালের পরের যাদের জন্ম তাদের মনে Broadband Internet এর চাহিদা সৃষ্টি হয়েছে। মনে করুন আমাদের গ্রামে একটি পরিবারে একজন বাপ আছে। বাপের Broadband Internet এর চাহিদা নাই। কিস্তু তার ছেলের Broadband Internet এর চাহিদা আছে। বাপের ভয়ে ঘরে Broadband Internet এর লাইন আনতে পারছে না। সে যখন কামাই করবে, অবশ্যই Broadband Internet এর লাইন লাগাবে। আমার সাতকাহনিয়া গ্রামে নানীর বাসায় ভাড়াটিয়ারা Broadband Internet এর লাইন চালায়। পাশেই বন্ধুর বাসা। সে বন্ধু ও প্রতিবেশী। আমারা সহপাঠী ছিলাম। সে স্থানীয় পলিট্যাকনিকেল স্কুলে শিক্ষকতা করে। সে তার রিচার্চ এর জন্য লেপটপ ব্যাবহার করে। তাই তার প্রচুর ডাটা লাগে। তাই সেও Broadband Internet নিয়েছে। সব মিলিয়ে আমাদের সাতকাহনিয়া গ্রামে তিনটি Broadband Internet লাইন।

বাপ বাসায় Broadband Internet আনে না। তাই অনেকে আমার বাসায় ওয়াই ফাই এর পাসওয়ার্ড চায়। অধিকাংশ গ্রামে এভাবে চলেছে। একটি বাড়ি Broadband Internet লাইন আছে। তার আশে পাশে সবাই তাদের ওয়াই-ফাই এর পাসওর্য়াড দিয়ে ইন্টারনেট চালায়। ২০০০ জালের জন্ম এমন পোলাপান ইনকাম শুরু করলে, তারাও Broadband Internet লাইন নিবে।

আজকে গুছিয়ে লিখতে পারি নাই। যতটুকু পেরেছি, গুছিয়ে লেখার চেষ্টা করেছি।

গ্রামীন ফোন কে ই-মেইল করেছি। যাতে গ্রামীনফোন দিয়ে somewhereinblog চালানো যায়। ভালো থাকবেন। আর গ্রামীনফোন কে সবাই ই-মেইল করুন।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: গ্রামে একজনে Broadband Internet নিলে অন্যরা প্রতিদিন দশ টাকার বিনিময়ে ঐ বাড়ির গাছতলায় বসে ইন্টারনেট ঘাটে। অনেকে এটাকে ব্যাবসা হিসাবে নিয়েছে।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

নাহল তরকারি বলেছেন: তবে আমি ফ্রি পাসওয়ার্ড দিয়েছি।

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

শায়মা বলেছেন: লিখতে থাকলেই লেখায় ইমপ্রুভমেন্ট আসবেই। ভালো হয়েছে ভাইয়া। নতুন বছরের শুভেচ্ছা! :)

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: আমাদের রাউজানের গ্রামে এখন বলতে গেলে প্রতি ২০ ঘর পর পর একটা ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার দেখা যায়...
যদিও আমি সিটিতে থাকি, তবে চাহিদা বৃদ্ধির হার দিন দিন বাড়ছেই...

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

মোগল সম্রাট বলেছেন:



ইন্টারনেটের গুজব দ্রুত ছড়াবে। গ্রমের লোক এখনো গুজবে বিশ্বাস করে। মিস ইউজ হবে বেশি। গ্রামে ইন্টারনেট দিয়া গায়ের লেকগুলারেও অলস বানায়া ফালাবে। যাদের দরকার তাদের মোবাইল ডেটা দিয়া ব্যবহার করুক।

লিখতে লিখতে হাত ঠিক হয়ে যাবে। লেখা চলুক।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

নাহল তরকারি বলেছেন: আপনার কথায় যুক্তি আছে।

৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

নূর আলম হিরণ বলেছেন: আমাদের গ্রামে ব্রডব্যান্ড লাইন মোটামুটি এভেলেবেল হয়ে যাচ্ছে।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

নাহল তরকারি বলেছেন: আমাদের ভবেরচর ইউনিয়ন এ কিছুটা সহজলভ্য।

৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শহরে আমরা সঠিক ভাবে ইন্টারনেট পাইনা।
আমার গুলশানে অফিস , সন্ধ্যার পর স্পিড থাকে না ।

..............................................................................
এছাড়া আমাদের গ্রাম গন্জ এখনও প্রযুক্তির বিষয়ে উন্নত নয়,
উপকারের চেয়ে অনর্থ ঘটবে বেশী ।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

জাহিদ অনিক বলেছেন: গুড! মেইল এর রিপ্লাই পেয়েছেন কিনা জানিয়েন।


আপনার নামের সাথে তরকারি কেন? ব্যাপারটা ইন্টারেস্টিং

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

নাহল তরকারি বলেছেন: ই-মেইল এর রিপ্লাই পাই নাই। ভাবছিলাম আমার নামের সাথে মিল রেখে “নাহল ইমরোজ” রাখবো। না হয় ফুলকপি রাখবো। পরে অনেক চিন্তা করে “নাহল তরকারি” রেখেছি।

৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি গ্রামে থাকি। সবাই মোবাইল অপারেটর এর ইন্টারনেট কিনেন।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

নাহল তরকারি বলেছেন: আপনার এলাকায় কি ব্রডবেন্ড ইন্টারনেট যায় নি?

১০| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: গ্রামে Broadband Internet এর চাহিদা কেমন?

আগের ছেয়ে বেড়েছে, কিন্ত লাইন টানা সমস্যা।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

১১| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ডাটা দিয়ে আমার পোষায় না। ব্রডব্যান্ড ছাড়া আমার চলেই না।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

নাহল তরকারি বলেছেন: আপনি আমার মত। কম খেতে পারি কিন্তু। ইন্টারনেট কম ব্যাবহার করে পারি না।

১২| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: খাওয়া এবং ঘুম পর্যাপ্ত না হলে আমার কিছু ভালো লাগে না।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ২:২০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: যা বুঝাতে চেয়েছেন বুঝেছি, মনের ভাব প্রকাশটাই বড়।

ঢাকার বাইরে গেলে, নেটের যে ঝামেলায় পড়ি, মনে হয় না ব্রডব্যান্ডের বিকল্প আছে।।

আর আমার এয়ারটেলেও শুধু সামুর মোবাইল ভার্সন আসে, ফুল ভার্সন আসে না।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৭

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.