নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মপুত্রযুধিষ্ঠিররা সাবধান

ইমরোজ

হমপগ্র

আমার আমি।

হমপগ্র › বিস্তারিত পোস্টঃ

বাংলা বানান রীতি-৩ ("নাগর", "নাগরা", "নাগরিক" ও "নাগরী" বিশ্লেষণ)

২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৩

নাগর শব্দটির কিছু ব্যবহার লক্ষ্যণীয়। নাগরদোলা বলে একটা শব্দ আছে। এটি কেন বলা হয় তার ব্যাখ্যা অনেকটা এইরকম যে, নগরে আগেকার দিনে সার্কাস বসতো। তখন সেখানে মেলা হতো সার্কাসকে ঘিরে। সেই মেলার প্রধান আকর্ষণ ছিলো নাগরদোলা। নাগর এর মানে হলো নগরের বা নগর জাত। অর্থাৎ, নগর জাত যে দোলা তাই নাগরদোলা।



নাগর- নগর সংক্রান্ত বা নগর জাত; পৌর; নাগরিক। নগরবাসী। অবৈধ প্রণয়ী(বিশেষ্য); শৌখিন রসিক পুরুষ; বিদগ্ধ জন।

নাগরী প্রণয়িনী; রসিকা; নগরবাসিনী।

নাগরালী, নাগরালি- নাগরের ভাব বা লাম্পট্য, প্রেমচাতুর্য।



নাগরা- চামড়ার একপ্রকার জুতা। যেমন, নাগরা ছাড়া অভিনয় করাটা বোকামি হলো।



নাগরিক- রুচি, স্বভাব ও মননে আধুনিক ও বিদগ্ধ; শহুরে। পৌরজন। নগরবাসী। নগর বা শহর সংক্রান্ত। স্ত্রী নগরিকা/নাগরিকা। যেমন, সে এই দেশের নাগরিক নয়।



নাগরী- দেবনগর অক্ষর। অর্থাৎ এটি একটি বর্ণমালা বিশেষ। এই হরফে হিন্দী ভাষা লিখা হয়।



(সূত্রঃ বাংলা একাডেমি)

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৯

মানুষ বলেছেন: আছিলাম বোকা, হইলাম বুদ্ধিমান।

২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২

হমপগ্র বলেছেন: হুম...দোস্ত বুদ্ধিমান হওয়া ভাল।

২| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২০

এম.এ.হামিদ বলেছেন: মানুষ বলেছেন: আছিলাম বোকা, হইলাম বুদ্ধিমান।

২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২

হমপগ্র বলেছেন: ;)

৩| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২

আকাশচুরি বলেছেন: চলুক

২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬

হমপগ্র বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১০

মাথামোটা বলেছেন:
চলুক।
প্লাস।

তবে সাইমুম ভায়ের কথা মনে পড়ে গেল।
উনার কপিপেষ্ট না পড়লে আমার ঘুমই হোত না।

২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৩

হমপগ্র বলেছেন: হুম...ভালা কইছেন।

ধন্যবাদ বস। আপনাদের জন্য লিখে যাব আর, অপেক্ষা করুন।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.