নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগঢুম

অতি সাধারন

ইমরুল ওয়ার্সী

অতি সাধারন

ইমরুল ওয়ার্সী › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা তাইওয়ান (ঝরা পাতা ১)

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪১



(আমার সাম্প্রতিক তাইওয়ান ভ্রমনের যে যায়গাগুলোতে গিয়েছি এবং যে উতসব গুলোতে বা একটিভিটিতে আমি অংশ গ্রহন করেছি সেসব নিয়ে ছোট ছোট পোস্ট আকারে লেখার সিদ্ধান্ত নিয়েছি। দুয়েকটা রিলেটেড পোস্ট ছাড়া অন্য পোস্ট গুলোতে ধারাবাহিকতা রাখতে চাইনা কারন এতে একটা অংশের লেখায় দির্ঘ্য সুত্রিতার কারনে পরের পোস্টটি বাধা প্রাপ্ত হয়। এর চেয়ে বরং প্রত্যেকটা পোস্ট সতন্ত্র হিসেবেই থাকুক )



North Gate of Taipei /(北門),Cheng En Gate (উত্তর গেট

এক বন্ধুর ক্যামেরা কিনতে গিয়ে চোখে পরলো একটি পুরোনো স্থাপনা। তাইপে মেইন স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট হাটা পথের দুরত্বে। আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে জানলাম এর নাম আর ইতিহাস।
কুইং ডাইন্যাস্টির সময়ে ১৮৮৪ সাল থেকে কালের সাক্ষি হয়ে আজও টিকে আছে তাইপেই শহর রক্ষার জন্য চারদিকে নির্মিত দেয়ালের একটি গেট। যদিও এই দেয়াল প্রকল্পটি ১ম হাতে নেয়া হয়েছিল ১৮৭৯ সালে। কিন্তু নানা কারনে তা পরিত্যাক্ত হয়। কয়েক বছর পরে জাপানী আগ্রাসনের ভয়ে প্রকল্পটি আবার গ্রহন করা হয়। পুরো তাইপেই শহরটি ঘিরে গড়ে তোলা হয় একটি সুরোম্য দেয়াল। প্রবেশ আর বহির্গমনের জন্য নির্মিত হয় ৫ টি গেট। দক্ষিনে ২টি এবং পুর্ব, পশ্চিম আর উত্তরে ১ টি করে। যদিও এই প্রকল্প জাপানী আগ্রাসন ঠেকাতে ব্যার্থ হয়। তাইওয়ান যখন প্রায় ৫০ বছর ব্যাপী জাপানের উপনিবেশ হয় তখন তারা এই দেয়াল আর ৪ টি গেট ভেঙে চুরমার করেদেয়। শুধু এই একটি গেট থেকে যায় আগ্রাসন মুক্ত। তাইওয়ান যখন আবার চাইনিজ শাসনে ফিরে আসে তখন ভেঙ্গে যাওয়া পুরাতন ৪ টি গেটের মধ্যে ৩ টি আবার নির্মিত হয় নতুন রূপে। বলাই বাহুল্য যে এই নব নির্মিত ৩টি গেটের ডিজাইন, আকার আর রঙে লেগেছে আধুনিকতার ছোঁয়া। পশ্চিম গেট আর পুনঃনির্মিত হয়নি। শুধু মাত্র "চেং এন গেট" নামে খ্যাত এই উত্তর গেট কালের সাক্ষি হয়ে দাঁড়িয়ে আছে অপরিবর্তিত রূপে। মজার ব্যাপার হচ্ছে উপনিবেশিক জাপানি হানাদার বাহিনী কিন্তু এই উত্তর গেট দিয়েই তাইপেই নগরীতে প্রবেশ কতেছিল। দুই তলা বিশিস্ট এই স্থাপনাটির দরজায় চাইনিজ ভাষায় লেখা আছে "Cheng En Men" বাংলা অর্থ করলে দাঁড়ায় বদান্যতার দড়জা। এই গেটটি রাস্তা দাতং শহরের সাথে পুরাতন তাইপেই শহরকে যুক্ত করেছে। সেই কুইং(Qing) ডাইন্যাস্টির সময় অংকিত পদ্মফুলের লতা শান্তি আর নিরাপত্তার প্রতীক হয়ে স্থাপনাটির দেয়ালে আজও টিকে আছে।

নিচের ছবিতে দেখা যাচ্ছে এই উত্তর গেট দিয়ে জাপানী সন্যদের তাইপেই নগরীতে প্রবেশের দৃশ্য (শিল্পীর তুলিতে)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ রাত ১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়ার্সী ভাই, নিয়মিত ভ্রমণ পোস্ট কি দেয়া যায়
অনুসরণ এ রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.