নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগঢুম

অতি সাধারন

ইমরুল ওয়ার্সী

অতি সাধারন

ইমরুল ওয়ার্সী › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা তাইওয়ান (ঝরা পাতা ২)

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩



স্মৃতি বিস্রিতির পশ্চিম গেট 寶物成就 ("Bǎochéngmén")- Gate of Gathering Treasure

সেদিন জানিয়েছিলাম তাইপে শহরের স্মৃতি বিজড়িত উত্তর গেটের কথা। আজ বলবো পশ্চিম গেট নিয়ে। এই গেটটির নাম "বাওচেংমেন"। বাংলা করলে দাঁড়ায় সম্পদ সংগ্রহের দড়জা। কেন এমন নাম করন?? এই গেট তাইপেই নগরীকে যুক্ত করেছিল পাশের ব্যাবসা সমৃদ্ধ জিমেন নগরীর সাথে।
আগেই বলেছি তাইপে শহরের ৫ টি গেটের মধ্যে এই পশ্চিম গেট সহ ৪ টি গেটই ঔপনিবেশিক জাপানি আগ্রাসী বাহিনী কতৃক ধ্বংস প্রাপ্ত হয়। পরবর্তিতে ৩ টি গেট পুনঃনির্মিত হলেও সবচেয়ে বড় এবং সৌন্দর্য মন্ডিত এই পশ্চিম গেট আর পুনঃনির্মিত হয়নি। কিন্তু কেন???
তাইওয়ান দ্রুত উন্নত হচ্ছে। উন্নয়নের পুর্বশর্ত হচ্ছে রাস্তাঘাট, যোগাযোগ ব্যাবস্থা। যে যায়গায় এই পশ্চিম গেট ছিল সেই যায়গায় বর্তমানে রয়েছে বেশ কিছু বড় রাস্তার সংযোগ স্থল। মাটির নিচেও রয়েছে ২টি পাতাল রেলের একটা গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন। দ্রুতগামী সড়ক হওয়ায় বাক কিংবা রাউন্ড এবাউট বানিয়ে এই গেট পুন:নির্মাণ করা সম্ভব না। মাটির নিচের ইন্টারসেকশন বন্ধ করলে থেমে যাবে দুইটি পাতাল রেলের কার্যক্রম। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এক সেকেন্ডের জন্যও বন্ধ করা যাবেনা কোন সড়ক বা পাতাল সড়ক। আর তাই তাইপের সবচেয়ে জাঁকজমক পুর্ন পশ্চিম গেটটির আশ্রয় হয় ইতিহাসের পাতায়। তাইপের হিস্ট্রি মিউজিয়ামের দেয়ালে পশ্চিম গেটটির ছবি দেখে মনে হলো সম্পদ সংগ্রহের দড়জাটি আজ সেই সম্পদ সংগ্রহের জৌলুসের কাছেই পরাজিত
[

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

আখেনাটেন বলেছেন: যতটুকু লিখেছেন ভালোই। তবে এত ছোট করে লিখে পাঠক পাওয়া মুশকিল। যেহেতু আপনি এই একই বিষয় নিয়ে আরো পোষ্ট দেওয়ার ইচ্ছে পোষণ করেছেন সেহেতু সব পোষ্ট একসাথে করে বড় আকারে দিলে সুবিধা হয়। পাঠকের জানার অাগ্রহটাও কিছুটা পুরুন হয়।

শুভকামনা।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭

ইমরুল ওয়ার্সী বলেছেন: পরবর্তিতে বড় করে লেখার চেস্টা থাকবে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:১১

প্রফেসর এরোনেক্স বলেছেন: চলুক।

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২

ইমরুল ওয়ার্সী বলেছেন: চলবে :-)
ধন্যবাদ

৩| ০৮ ই জুন, ২০১৮ রাত ১:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তথ্যভিত্তিক পোস্ট এ ভাল লাগা।

আখেনাটেন এর সাথে সহমত, তবে শুধু বড় নয়, নিয়মিত পোস্ট চাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.