নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগঢুম

অতি সাধারন

ইমরুল ওয়ার্সী

অতি সাধারন

ইমরুল ওয়ার্সী › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা তাইওয়ান (ঝরা পাতা ৩)

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯


এর আগের ২ টি পোস্ট ছিল উত্তর গেট আর পশ্চিম গেট নিয়ে। আজ জানাবো বাকি গেট গুলো নিয়ে। অর্থাৎ দক্ষিনের দুইটি আর পুর্বের ১ টি এই ৩ টি গেট নিয়েই আজকের আলোচনা।
আগেই বলেছি কুইং রাজার রাজত্বকালের শেষ ভাগে তাইপেই নগরীকে বহিঃশত্রুর আক্রমণ বিশেষ করে জাপানী আগ্রাসী বাহিনী থেকে রক্ষা করতে একটি দেয়াল নির্মান করা হয়েছিল। কিন্তু জাপানী উপনিবেশিক শাসনামলে উত্তর গেট ছাড়া বাকি ৪ টি গেটই ভেঙ্গে ফেলা হয়। পরবর্তিতে ৩ টি গেট পুনর্নির্মাণ করা হয়। এই পুনর্নির্মিত গেট গুলো নিয়েই আজকের আলোচনা।
এই গেট গুলো দেখতে প্রায় একই রকম। আমি কয়েকবার এই গোটগুলোর পাশ দিয়ে গেলেও প্রথম দিকে ভেবেছি একটাই বার বার দেখছি। একটা কাজে বেড়িয়ে একবার তো টেক্সিড্রাইভারকে বলেই ফেললাম "তুমি বিল বাড়িয়ে নেবার জন্য একই রাস্তায় বারবার ঘুরছো কেন???"
আমার ভাগ্য ভালো ছিল যে তিনি ইংরেজি তেমন বোঝে না। তা না হলে কি ঝাড়িটাই না খেতাম।
ফেরার পথে দক্ষিন গেটের কাছে নেমে কাছে যেতে চাইলাম কিন্তু ট্রাফিক পুলিশ বাশি বাজিয়ে নিষেধ করলো। রাস্তা পার হয়ে কাছে যাবার উপায় নাই। আশেপাশে সব ব্যাস্ত মানুষ। এই গেটটি সম্পর্কে ইংরেজিতে আমাকে কিছু বলে দেবে এমন কাউকে পেলাম না। একজন শুধু গেটের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন "south gate" আর আরেকদিকে দেখিয়ে বললেন "small south gate".

আমি দক্ষিনের ছোট গেটের দিকে হাটা ধরলাম। সেখানে একজনকে পাওয়া গেল যিনি আমার সাথে ইংরেজিতে কমিউনিকেট করতে পারলেন।
আমি জিজ্ঞেস করলাম "অন্য সব দিকেই একটা করে গেট থাকলেও দক্ষিন দিকে দুইটি গেট ছিল কেন??"
তিনি হেসে উত্তর দিলেন : কারন হান গোষ্ঠী যেখানেই যায় তারা তাদের শত্রুতামী সাথে করেই নিয়ে যায়। আবার ক্ষমতাকেও সাথে করে নিয়ে যায়।"
আমি: একটু ঝেড়ে কাশবেন?? আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝলাম না।
তিনি যা বললেন তার মুল কথা হচ্ছে; আদিবাসী উপজাতিরা বাদে তাইওয়ানীয় নাগরিকরা মুলত মেইনল্যান্ড চায়নার বিভিন্ন প্রভিন্স থেকেই এখানে এসেছে। আমার পুর্বপুরুষদের আদি নিবাসও মেইনল্যান্ড। মেইনল্যান্ড চায়নাতে হানদের সবচেয়ে বড় এবং ক্ষমতাধর গোষ্ঠী এসেছে ফুজিয়ান প্রভিন্স থেকে। ক্ষমতা বলতে টাকাপয়সা, রাজনৈতিক প্রভাব এবং মাসল পাওয়ার সব দিক থেকেই তারা ক্ষমতাধর। ক্ষমতা বেশি থাকলে যা হয় হানদেরও তাই হয়েছে। কারনে অকারনে তারা শক্তি প্রদর্শন করে, মারামারিতে লিপ্ত হয়। এমনকি নিজেদের মধ্যেও তাদের এইই যুদ্ধ যুদ্ধ খেলা চলতো যুগের পর যুগ। এই শত্রুতা সবচেয়ে বেশি ছিল ফুজিয়ানের ঝুয়াংঝু আর কুয়াংঝি ডিস্ট্রিক্ট এর হান গোষ্ঠীর মধ্যে।
ফুজিয়ান প্রভিন্স এর ঝুয়াংঝু ডিসট্রিক্ট থেকে হান গোষ্ঠীর একটা দল যখন তাইওয়ানে এসে বসতি স্থাপন করেছিল তখন কুয়াংঝু থেকে আগতদের সাথে সেই অনাস্থা আর শত্রুতা সঙ্গে করেই নিয়ে এসেছিল। কুয়াংঝু থেকে আসা হানরা বসতি স্থাপন করেছিল তাইপেই নগরীর বাইরের বাংকা এলাকায়। এলাকাটি পরে যায় তাইপে দেয়ালের বাইরে। তখন ঝুয়াংঝুর হানদেরই একজন ধনাঢ্য ব্যাক্তি সম্পুর্ন নিজ খরচে বাংকা এর কাছাকাছি স্থানে একটি গেট তৈরি করে দেন। কারন দক্ষিনের প্রধান গেটটির অবস্থান বাংকা থেকে দূরে হওয়ায় আক্রমণ করে দেয়াল ঘেরা তাইপের ভিতরে সহজে পালিয়ে আসা যাবেনা। এর আগের ২ টি পোস্ট ছিল উত্তর গেট আর পশ্চিম গেট নিয়ে। আজ জানাবো বাকি গেট গুলো নিয়ে। অর্থাৎ দক্ষিনের দুইটি আর পুর্বের ১ টি এই ৩ টি গেট নিয়েই আজকের আলোচনা।
আগেই বলেছি কুইং রাজার রাজত্বকালের শেষ ভাগে তাইপেই নগরীকে বহিঃশত্রুর আক্রমণ বিশেষ করে জাপানী আগ্রাসী বাহিনী থেকে রক্ষা করতে একটি দেয়াল নির্মান করা হয়েছিল। কিন্তু জাপানী উপনিবেশিক শাসনামলে উত্তর গেট ছাড়া বাকি ৪ টি গেটই ভেঙ্গে ফেলা হয়। পরবর্তিতে ৩ টি গেট পুনর্নির্মাণ করা হয়। এই পুনর্নির্মিত গেট গুলো নিয়েই আজকের আলোচনা।
এই গেট গুলো দেখতে প্রায় একই রকম। আমি কয়েকবার এই গোটগুলোর পাশ দিয়ে গেলেও প্রথম দিকে ভেবেছি একটাই বার বার দেখছি। একটা কাজে বেড়িয়ে একবার তো টেক্সিড্রাইভারকে বলেই ফেললাম "তুমি বিল বাড়িয়ে নেবার জন্য একই রাস্তায় বারবার ঘুরছো কেন???"
আমার ভাগ্য ভালো ছিল যে তিনি ইংরেজি তেমন বোঝে না। তা না হলে কি ঝাড়িটাই না খেতাম।
ফেরার পথে দক্ষিন গেটের কাছে নেমে কাছে যেতে চাইলাম কিন্তু ট্রাফিক পুলিশ বাশি বাজিয়ে নিষেধ করলো। রাস্তা পার হয়ে কাছে যাবার উপায় নাই। আশেপাশে সব ব্যাস্ত মানুষ। এই গেটটি সম্পর্কে ইংরেজিতে আমাকে কিছু বলে দেবে এমন কাউকে পেলাম না। একজন শুধু গেটের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন "south gate" আর আরেকদিকে দেখিয়ে বললেন "small south gate".
আমি দক্ষিনের ছোট গেটের দিকে হাটা ধরলাম। সেখানে একজনকে পাওয়া গেল যিনি আমার সাথে ইংরেজিতে কমিউনিকেট করতে পারলেন।

আমি জিজ্ঞেস করলাম "অন্য সব দিকেই একটা করে গেট থাকলেও দক্ষিন দিকে দুইটি গেট ছিল কেন??"
তিনি হেসে উত্তর দিলেন : কারন হান গোষ্ঠী যেখানেই যায় তারা তাদের শত্রুতামী সাথে করেই নিয়ে যায়। আবার ক্ষমতাকেও সাথে করে নিয়ে যায়।"
আমি: একটু ঝেড়ে কাশবেন?? আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝলাম না।
তিনি যা বললেন তার মুল কথা হচ্ছে; আদিবাসী উপজাতিরা বাদে তাইওয়ানীয় নাগরিকরা মুলত মেইনল্যান্ড চায়নার বিভিন্ন প্রভিন্স থেকেই এখানে এসেছে। আমার পুর্বপুরুষদের আদি নিবাসও মেইনল্যান্ড। মেইনল্যান্ড চায়নাতে হানদের সবচেয়ে বড় এবং ক্ষমতাধর গোষ্ঠী এসেছে ফুজিয়ান প্রভিন্স থেকে। ক্ষমতা বলতে টাকাপয়সা, রাজনৈতিক প্রভাব এবং মাসল পাওয়ার সব দিক থেকেই তারা ক্ষমতাধর। ক্ষমতা বেশি থাকলে যা হয় হানদেরও তাই হয়েছে। কারনে অকারনে তারা শক্তি প্রদর্শন করে, মারামারিতে লিপ্ত হয়। এমনকি নিজেদের মধ্যেও তাদের এইই যুদ্ধ যুদ্ধ খেলা চলতো যুগের পর যুগ। এই শত্রুতা সবচেয়ে বেশি ছিল ফুজিয়ানের ঝুয়াংঝু আর কুয়াংঝি ডিস্ট্রিক্ট এর হান গোষ্ঠীর মধ্যে।
ফুজিয়ান প্রভিন্স এর ঝুয়াংঝু ডিসট্রিক্ট থেকে হান গোষ্ঠীর একটা দল যখন তাইওয়ানে এসে বসতি স্থাপন করেছিল তখন কুয়াংঝু থেকে আগতদের সাথে সেই অনাস্থা আর শত্রুতা সঙ্গে করেই নিয়ে এসেছিল। কুয়াংঝু থেকে আসা হানরা বসতি স্থাপন করেছিল তাইপেই নগরীর বাইরের বাংকা এলাকায়। এলাকাটি পরে যায় তাইপে দেয়ালের বাইরে। তখন ঝুয়াংঝুর হানদেরই একজন ধনাঢ্য ব্যাক্তি সম্পুর্ন নিজ খরচে বাংকা এর কাছাকাছি স্থানে একটি গেট তৈরি করে দেন। কারন দক্ষিনের প্রধান গেটটির অবস্থান বাংকা থেকে দূরে হওয়ায় আক্রমণ করে দেয়াল ঘেরা তাইপের ভিতরে সহজে পালিয়ে আসা যাবেনা।
তার মানে মারামারির সুবিধার জন্য এই গেট বানানো হয়েছে???
তিনি হাসতে হাসতে হা সুচক জবাব দিয়ে আমাকে বিদায় জানালেন।
(নিচের ছবিতে গেট দুইটির আদী রুপ দেখা যাচ্ছে।)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ রাত ২:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্টটি দু'বার পেস্ট হয়ে গেছে, ঠিক করে দিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.