![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরো একটু বসো
...............................................
কেমনে রচিব গান
শুন্য হৃদয়ে
যদি যাও চলে এই অসময়ে,
রিক্ত করে, এ মধুক্ষণে..
স্নিগ্ধ ঠোটের উষ্ণতা এখনো জুরায়নি
হাছনাহেনার সুবাসে এখনো সুবাসিত
দক্ষিণা বাতাস
কি করে যাও চলে? আরো একটু বসো
এখনো জোছনা ফুরায়নি
এখনো জেগে আছে রাতের আকাশ।
আরো একটু বসো
আমার কাধে মাথা রেখে
বিশ্বজগৎ ভুলিয়া বিষ্ময়কর
ভালবাসায় আমতে দাও সপিয়া
আমি একটা গান লিখবো
তোমার ভালবাসা মাখিয়া।
ইমতিয়াজ হোসেন
[email protected]
০৪.১১.২০১৪
©somewhere in net ltd.