![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমিকম্পের আসল কারণ যাই হোক না কেন সে বিষয়ে এর আগে অনেকেই 'বিচিত্র' মতামত দিয়েছেন। কেউ বলেছেন গোরু খাওয়ার ফলেই নাকি কাঁপছে মাটি, কেউ বলেছিলেন নির্দিষ্ট ধর্মের ছাতার তলায় না গেলে এভাবেই 'ঈশ্বরের' রোষানলে পড়তে হবে। এবার নয়া এক 'আজগুবি' তত্ত্বের হদিশ পাওয়া গেল। ইসলামাবাদে একটি সাংবাদিক সম্মেলনে জামিয়াত উলেমা-ই-ইসলামি ফজল (JUI-F)-এর মুখ্য মৌলনা ফজলুর রহমান বললেন মেয়েদের জিনস পড়াই ভূমিকম্পের মত বিপর্যয়ের কারণ। তিনি দাবি করেছেন, পাক সরকার যেন সশস্ত্র বাহিনীর মাধ্যমে এখনই একটি মিলিটারি অপরেশন করে সে দেশে মহিলাদের জিনস পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে।
তাঁর মতে মেয়েদের 'অশোভন' আচরণ শুধু ভূমিকম্প নয়, মুদ্রাস্ফীতিরও কারণ।
যে মেয়েরা নিজেদের 'ময়দার বস্তা'-র মত ঢেকে রাখে না তারা আসলে মানব সভ্যতা ধ্বংসের মোবাইল অস্ত্র। মত ফজলুর রহমানের।
পাকিস্তানের বিদ্যুতের সংকট, নিরাপত্তা ধ্বংস এমনকি বালুচিস্তানের সমস্যারও পিছনেও মেয়েদের 'অশোভন আচরণ'-কে দায়ী করেছেন JUI-F প্রধান।তিনি আরও বলেন,মহিলাদের বস্তায় পুরে বাড়ির মধ্যে রেখে দিয়ে দেশে শারিহা আইন চালু করলে, তালিবানি ভাইরা আর পাকিস্তান আক্রমণ করবে না।
Courtesy Zee News
২| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
কলাবাগান১ বলেছেন: "এদের দেখে মাঝে মাঝে ধন্দে পরে যাই জম্মাইলাম কি আদি বনমানুষের যুগে না একুশ শতকে যখন মানুষ চাদেঁও বসতির কথা ভাবছে"
৩| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
লেখোয়াড়. বলেছেন:
হে হে হে হে মজা পাইলাম।
আরে পাকিরা কত কিছুই না পারে। আমাগো বাংলাদেশেও আছে।
৪| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পাকিস্তানের জাতীয় পশু ছাগল।
৫| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
মহম্মদ মহসীন বলেছেন: এদের দেখে মাঝে মাঝে ধন্দে পরে যাই জম্মাইলাম কি আদি বনমানুষের যুগে না একুশ শতকে যখন মানুষ চাদেঁও বসতির কথা ভাবছে thanx shahidul darun bolechen
৬| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:২৪
শয়তান ২০০০ বলেছেন: তাও ভালা উনি বলে নাইজে জিনস পরা দেখলে ওনার ডানডা খারায়, আর তাতে ভূমিকম্প হয়..।
৭| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:৪৩
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: বিষয়টি বিবিসি বা আন্তর্জাতিক বা পাকিস্থানের কোন নিউজ পেপারে আসে নাই আশ্চর্য শুধু ইন্ডিয়ান পেপার এই অাসলো।
০১ লা জুন, ২০১৫ সকাল ৮:২৬
ইন্ডিয়ান ১৯৮৮ বলেছেন: আপনি এই লিঙ্কটিতে ক্লিক করে দেখতে পারেন
http://pix11.com/2015/05/31/pakistani-politician-fazal-ur-rehman-blames-women-in-jeans-for-earthquakes/
৮| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:২৫
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: এটার ভিতরে সুত্র বলছে New India Express reported
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৬
শহিদুল বলেছেন: এই ধরণের মস্তিস্কহীন ছাগল ও এদের অসংখ্য অনুসারী বাংলাদেশেও আছে! এদের দেখে মাঝে মাঝে ধন্দে পরে যাই জম্মাইলাম কি আদি বনমানুষের যুগে না একুশ শতকে যখন মানুষ চাদেঁও বসতির কথা ভাবছে।