![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্য কিছু নয়, হিন্দুদের মারার জন্যই ভারতে অনুপ্রবেশ করেছিল ধৃত পাক জঙ্গি উসমান ওরফে কাসিম ওরফে নাভেদ! জেরায় এমনটাই স্বীকার করেছে সে, দাবি পুলিশের।বিএসএফ কনভয়ের ওপর হামলা চালানোর পর কয়েকজন গ্রামবাসীকে পণবন্দি করে রেখেও শেষরক্ষা হয়নি। সাহসী পণবন্দিরা যে তাকেই ধরে ফেলবে, তা হয়ত কল্পনাও করতে পারেনি ধৃত পাক জঙ্গি কাসিম। কিন্তু, জেরায় সে যা জানাল, তা চমকে দেওয়ার মতো।গাঢ় নীল জামা ও খয়েরি ট্রাউজার্স পরিহিত কাসিম জানিয়েছে, সে এখানে হিন্দুদের মারতে এসেছিল। সে বলেছে, ‘আমি এসেছি হিন্দুদের মারতে।’ এই কথা বলার সময় তার মধ্যে কোনও হেলদোল দেখতে পাননি তদন্তকারীরা। বিস্ময়ের আরও বাকি ছিল। সে জানিয়েছে, এই কাজ করতে তার মজা লাগে!২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কসাবের পর এই প্রথম কোনও পাক জঙ্গি জীবিত ধরা পড়েছে ভারতে। তবে, কসাব ও কাসিমের মধ্যে তফাতও বিস্তর। কসাব জানিয়েছিল, তার পরিবার অত্যন্ত গরিব। কিন্তু, কাসিমের পারিবারিক অবস্থা যথেষ্ট ভাল বলেই তার কথা থেকে ইঙ্গিত মিলেছে।তদন্তকারীরা জানতে পেরেছেন, বছর কুড়ির কাসিম সম্ভবত পাক জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবা-র সদস্য। পাকিস্তানের ফয়সলাবাদের মুস্তাফাবাদ অঞ্চলে তার বাড়ি। কাসিমকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, তার বাবার নাম মহম্মদ ইয়াকুব। বাড়িতে দুই ভাই, এক বোন রয়েছে। ভাইদের একজন শিক্ষক, অন্যজনের হোসিয়ারির ব্যবসা রয়েছে। অর্থাৎ, আর্থিক অনটনের প্রশ্ন না থাকারই কথা।তাই কাসিম যে জানিয়েছে, সে এই কাজ ‘মজার জন্য’ করে, তা অনেকটাই মিলে যাচ্ছে। যদিও, এখনই তার সব কথা পুরোপুরি বিশ্বাস করতে নারাজ তদন্তকারীরা। কারণ অবশ্যই আছে। ধরা পড়ার পর সে বারবার তার নাম পরিবর্তন করছে বলে জানান তদন্তকারীরা। কখনও কাসিম, কখনও উসমান তো কখনও নাভেদ।এছাড়া, নিজের বয়স নিয়েও ধোঁয়াশা বজায় রেখেছে ওই জঙ্গি। প্রথমে নিজের বয়স কুড়ির কোঠায় বলে পরে জানায়, তার বয়স ১৬! তদন্তকারীদের মতে, সে ভালমতোই জানে এদেশে অপ্রাপ্তবয়স্কদের শাস্তি কম। তাই সে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেই অনুমান।কাসিম জানিয়েছে, সে ১২ দিন আগে জঙ্গলের রাস্তা দিয়ে এদেশে ঢুকেছে। পাক নাগরিক হিসেবে নিজে স্বীকার করেছে। বলেছে, ‘আমি পাকিস্তানের বাসিন্দা।’ বিএসএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত অপর জঙ্গিকেও চিহ্নিত করেছে সে। বলেছে, তার নাম নোমান ওরফে মোমিন। আরও বলেছে, মোমিনের বাড়ি পাকিস্তানের ভাওয়ালপুরে।কাসিম হোক বা উসমান হোক অথবা নাভেদ— ধৃতের কাছ থেকে আরও তথ্য পেতে পাক জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে পারে এনআইএ।
সৌজন্যে : এ বি পি নিউজ
বিস্তারিত জানতে ক্লিক কারুন
Its fun doing this
Another Kasab-like terrorist caught alive
২| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: আল্লাহ পাকিদের সুদর্শন টাইপের শরীর দিছে, কিন্তু মাথার মধ্যে ঘিলুর জায়গাগুলো গোবর দিয়া দিছে......।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৩
ভয়ংকর বিশু বলেছেন: টিপিক্যাল পাকিস্তানি, যাইহোক তার ভালো লাগা এখন পিছন দিয়ে বের হবে।