নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইনফা_অল

ইনফা_অল › বিস্তারিত পোস্টঃ

বিয়ে কোন বয়সে করা ভালো?

০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩

মানুষের স্বভাবজাত কোনো প্রবণতাকে যদি কোনোভাবে দমিয়ে রাখার অপচেষ্টা করা হয়, তখন ব্যাক-ফায়ার অনিবার্য। পানির স্বাভাবিক স্রোত যদি বন্ধ করে দেওয়া হয়, তবে সে নিশ্চয়ই বিকল্প পথ বের করে নিবে। আপনারা যারা গ্রামেগঞ্জে গিয়েছেন তারা হয়তো একটি ব্যাপার দেখে থাকবেন। বদ্ধ পুকুর বা জলাশয়ে পানি আসা-যাওয়ার যদি নালা না থাকে তাহলে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ছিদ্র তৈরি হয় পানির নিকটতম স্রোতধারার সাথে। যেটাকে আমাদের অঞ্চলে বলা হয় ‘হাইত্তা’।



২১ ও ১৮ বছর পর্যন্ত বিয়ে নিষিদ্ধ করে যে স্বাভাবিক স্রোতকে বন্ধ করা হয়েছে, তার বিকল্প ‘হাইত্তা’ আপনারা নিশ্চয়ই দেখেছেন। ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার। অমুক অমুক এলাকায় রমরমা দেহ ব্যবসা। এক দড়িতে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা। পত্রিকার পাতায় স্থান না পেলেও আপনি, হ্যা, আপনিও এমন অসংখ্য ঘটনার সাক্ষী। নিজ পরিবার, আত্মিয়-স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্যে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার সাক্ষী আপনি নিজেই। আমাকে এর উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে হবে না।



যে সমাজে নাটক-ছিনেমা, গল্প-উপন্যাসে, রেডিও-টিভি-বিলবোর্ডের বিজ্ঞাপনে সারাক্ষণ মানুষকে সুড়সুড়ি দেওয়া হয়। যে সমাজে পর্ণছবি বাজারের আলু-পটলের মতো বিক্রি হয়; যে সমাজে অনলাইনে নোংরামী মাত্র একটি ক্লিকের মধ্যে সহজলভ্য করে দেওয়া হয়। অন্য দিকে সহজাত চাহিদা পুরণের বৈধ পথ বন্দ করে দেওয়া হয়, সেখানে পরিস্থিতি কেমন রুপ ধারণ করতে পারে তা বলার অপেক্ষা রাখে না। যারা এখনও টের পাননি, একটু অপেক্ষা করুন। আমাকে আর বুঝিয়ে দিতে হবে না। আপনিই টের পাবেন হাড়ে হাড়ে। আপনার কলিজার টুকরা কন্যা, প্রাণপ্রিয় ছেলেই আপনাকে প্র্যাকটিক্যাল করিয়ে দেবে।



সত্যিই ভাবনার বিষয়! যেখানে ১৮ বছর বয়সে একজন মানুষ সমাজ ও রাষ্ট্র পরিচালনার মতো জনগুরুত্বপুর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য ভোট দেওয়ার উপযুক্ত হয়; সেখানে তাকে বিয়ের মতো একটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলা হয় ‘তুমি অনুপযুক্ত’। বিচিত্র! সত্যিই বিচিত্র!!



বিয়ে-শাদী দেরিতে হওয়ার কারণে মানুষের মধ্যে বাস্তববাদিতা, দায়িত্বশীলতা ও পরিপক্কতারও মারাত্মক অভাব পরিলক্ষিত হয়। এই ছ্যাবলামোর প্রভাব সমাজ জীবনেও প্রতিফলিত হয়। এমন দৃশ্য আপনাদের চারপাশে অহরহ দেখে থাকবেন যে, ২৫-২৬ বছরের এক শক্ত সামর্থ্য যুবক বাপের হোটেলে খায় আর আড্ডাবাজি করে বেড়ায়। সমাজে কোনো অবদান তো রাখেই না, কারো দায়িত্ব তো নেয়ার মুরোদই নাই; বরং সে নিজেই সমাজের জন্য একটা বোঝা, একটা অভিশাপ।



রেস্পন্সিবিলিটি ছেলেদেরকে ‘পুরুষ’ বানায়। শুধু প্যান্ট পরা অর্থে পুরুষ নয়, বাস্তব অর্থে। তার চিন্তা-চেতনায় ও আচার আচরণেও তা ফুটে ওঠে । কথায়ও বলে, A man is not MAN until he takes the responsibilities of others. পুরুষ ততোক্ষণ পর্যন্ত পুরুষ হয় না, যতোক্ষন সে অন্যের দায়িত্ব ঘাড়ে না নেয়। আর এটা যতো তাড়াতাড়ি হবে, সমাজ জীবনেও ততো তাড়াতাড়ি দায়িত্বশীলতার প্রভাব পড়বে।



ইসলাম বিয়ের কোনো বয়স নির্ধারণ না করলেও নীতিগতভাবে প্রাপ্ত-বয়স্ক ছেলে-মেয়েদেরকে যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ও দায়িত্বশীল জীবন যাপনে উৎসাহ দেয়। অতএব আমরাও আমাদের স্রষ্টার নির্দেশনা মানতে চাই। আমাদের অধিকার ফেরৎ চাই। আমরা চাই, আমাদের ছোট ভাই-বোনেরা, ছেলে-মেয়েরা ছাড়া গরু ছাগলের মতো এ ক্ষেতে সে ক্ষেতে মুখ দিয়ে না বেড়াক; তারা দায়িত্বশীল হোক, তাদের মানসিক স্থিতিশীলতা আসুক; তারা পৃথিবীতে অধিক প্রোডাকটিভ ও মেচিউরড ভুমিকা পালন করুক।

আল্লাহ আমাদেরকে সত্য উপলব্ধির তাওফিক দান করুন। আমীন! আমীন!! আমীন!!!

Click This Link

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৩

ভিটামিন সি বলেছেন: ২৪ বছর ৯ মাস বয়সে ১৫ বছর বয়সী মেয়ে বিয়ে করেছি। ইস রে আমি তো আরো আগেই দায়িত্বশীল হইতে পারতাম রে।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

ইনফা_অল বলেছেন: Late better than never

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

মোমেরমানুষ৭১ বলেছেন: আহারে কবে যে বাপ-মায় বিয়া দিব.........২৩টা বৎসর গেল গা , আর কত কাল !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

ইনফা_অল বলেছেন: আমরা চাই, আমাদের ছোট ভাই-বোনেরা, ছেলে-মেয়েরা ছাড়া গরু ছাগলের মতো এ ক্ষেতে সে ক্ষেতে মুখ দিয়ে না বেড়াক; তারা দায়িত্বশীল হোক, তাদের মানসিক স্থিতিশীলতা আসুক; তারা পৃথিবীতে অধিক প্রোডাকটিভ ও মেচিউরড ভুমিকা পালন করুক।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

নিভৃত পথচারী বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ একমত। একই কথা আমিও বহুদিন ধরে বলে আসছি.....

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

ইনফা_অল বলেছেন: একমত প্রকাশ করার জন্য ধন্যবাদ

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

আহমেদ আলিফ বলেছেন:
"আমরা চাই, আমাদের ছোট ভাই-বোনেরা, ছেলে-মেয়েরা ছাড়া গরু ছাগলের মতো এ ক্ষেতে সে ক্ষেতে মুখ দিয়ে না বেড়াক"

শেয়ার করার জন্য ধন্যবাদ!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

ইনফা_অল বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

পৃথিবীর আলো বলেছেন: এস এস সি পাশ করতে লাগে ১৬ বছর। মোটামুটি একটা চাকুরি পেতে লাগে ২৩-২৪ বছর। এর মধ্যে বিয়ে করে ফেললে শুধু দৈহিক চাহিদাই পূরণ হবে। ভবিষ্যৎ হবে শুধু অন্ধকার। জমিদারের নাতি না হলে চুরি ডাকাতি করে সংসার চালাতে হবে। অথবা বিয়ে করে কিছুদিন দৈহিক প্রশান্তি নিয়ে বউ দেশে রেখে দুবাই গিয়ে কামলা খাটতে হবে। তখন বউ যে শুধু আপনার জন্যই বসে থাকবে এই গ্যারান্টি কে দিবে?? তাই একটু.... ধৈর্য ধরে নিজেকে মোটামুটি প্রতিষ্ঠিত করে বিয়ে করুন। ইসলামী জীবনযাপন করুন, ইনশাআল্লাহ জীবন হবে শান্তির।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

ইনফা_অল বলেছেন: ইসলাম বিয়ের কোনো বয়স নির্ধারণ না করলেও নীতিগতভাবে প্রাপ্ত-বয়স্ক ছেলে-মেয়েদেরকে যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ও দায়িত্বশীল জীবন যাপনে উৎসাহ দেয়। অতএব আমরাও আমাদের স্রষ্টার নির্দেশনা মানতে চাই। আমাদের অধিকার ফেরৎ চাই। আমরা চাই, আমাদের ছোট ভাই-বোনেরা, ছেলে-মেয়েরা ছাড়া গরু ছাগলের মতো এ ক্ষেতে সে ক্ষেতে মুখ দিয়ে না বেড়াক; তারা দায়িত্বশীল হোক, তাদের মানসিক স্থিতিশীলতা আসুক; তারা পৃথিবীতে অধিক প্রোডাকটিভ ও মেচিউরড ভুমিকা পালন করুক।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

নীলতিমি বলেছেন: যখন আপনার যোগ্যতা* হবে - সে বয়সেই ভালো ! :)

*অনেক কিছুর সমন্বয়েই এই যোগ্যতা নির্ধারিত হয়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

ইনফা_অল বলেছেন: অনেক কিছুর সমন্বয়েই এই যোগ্যতা নির্ধারিত হয়


একমত!

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

চানাচুর বলেছেন: বিয়ে তো অবশ্যই একটা রেসপন্সিবিলিটি। এজন্য যে এই রেসপন্সিবিলিটি নিতে পারে না, এমন কারো বিয়ে করা উচিত না। তবে, অনেকে আছে সারাজীবন ক্যারিয়ার ক্যারিয়ার করে এই বিষয়টায় দেরী করে। এক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত বিয়ে মানেই জীবনের সবকিছুর ইতি টানা না!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

ইনফা_অল বলেছেন: চানাচুর বলেছেন: ...এটা মাথায় রাখা উচিত বিয়ে মানেই জীবনের সবকিছুর ইতি টানা না!

সহমত

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

শরবত বলেছেন: ভাই আপ্নের কথা মানলে আমার ভবিষ্যৎ ঘুট ঘুঁটা অন্ধকার। আকাশে একটা তারাও নাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

ইনফা_অল বলেছেন: ২১ ও ১৮ বছর পর্যন্ত বিয়ে নিষিদ্ধ করে যে স্বাভাবিক স্রোতকে বন্ধ করা হয়েছে, তার বিকল্প ‘হাইত্তা’ আপনারা নিশ্চয়ই দেখেছেন। ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার। অমুক অমুক এলাকায় রমরমা দেহ ব্যবসা। এক দড়িতে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা। পত্রিকার পাতায় স্থান না পেলেও আপনি, হ্যা, আপনিও এমন অসংখ্য ঘটনার সাক্ষী। নিজ পরিবার, আত্মিয়-স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্যে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার সাক্ষী আপনি নিজেই। আমাকে এর উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে হবে না।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

তামিম ইবনে আমান বলেছেন: ছেলেদের ১৮ আর মেয়েদের ১৬ পারফেক্ট। কারণ, তখন যে ফিলিংস টা থাকে সেটা আর কখনো ফিরে আসে না :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

ইনফা_অল বলেছেন: যেখানে ১৮ বছর বয়সে একজন মানুষ সমাজ ও রাষ্ট্র পরিচালনার মতো জনগুরুত্বপুর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য ভোট দেওয়ার উপযুক্ত হয়; সেখানে তাকে বিয়ের মতো একটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলা হয় ‘তুমি অনুপযুক্ত’। বিচিত্র! সত্যিই বিচিত্র!!

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

কালীদাস বলেছেন: ১৮ বছর পর্যন্ত মেয়েদের আর ২১বছর পর্যন্ত পোলাগর বিয়া ঠেকানোর কোন যুক্তি নাই! ভোট দিতে পারলে বাচ্চা পয়দা করার জন্য সহযোগিতা করতে পারব না কিল্লিগা?? মগের মুল্লুক পাইছে।

ফ্যামিলি প্ল্যানিং-এর সবকয়টারে কাচ্চা চাবা যাওউঙ্গা X((

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

ইনফা_অল বলেছেন: কালীদাস- এই টপিকস্‌ এ আপনার কমেন্টস গ্রহন যোগ্য না।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

কালীদাস বলেছেন: কেন?
নিকের জন্য হলে জানিয়ে রাখছি- আমি মুসলিম।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

ইনফা_অল বলেছেন: কনফিউসিং... !!

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

বাগসবানি বলেছেন: ভাই, আপনে মনে হয় টাইম মেশিনে কইরে টাইম ট্রাভেল করতেছেন B-)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩

ইনফা_অল বলেছেন: যে সমাজে নাটক-ছিনেমা, গল্প-উপন্যাসে, রেডিও-টিভি-বিলবোর্ডের বিজ্ঞাপনে সারাক্ষণ মানুষকে সুড়সুড়ি দেওয়া হয়। যে সমাজে পর্ণছবি বাজারের আলু-পটলের মতো বিক্রি হয়; যে সমাজে অনলাইনে নোংরামী মাত্র একটি ক্লিকের মধ্যে সহজলভ্য করে দেওয়া হয়।

-এটা বলা যদি টাইম মেশিনে ভ্রমন হয় তবে, তাও সই। খুব হুসিয়ার-"আমাদের ছোট ভাই-বোনেরা, ছেলে-মেয়েরা ছাড়া গরু ছাগলের মতো এ ক্ষেতে সে ক্ষেতে মুখ দিয়ে না বেড়াক; তারা দায়িত্বশীল হোক, তাদের মানসিক স্থিতিশীলতা আসুক; তারা পৃথিবীতে অধিক প্রোডাকটিভ ও মেচিউরড ভুমিকা পালন করুক"।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

ইসটুপিড বলেছেন: আবাল কুনকানখানকার, মাইয়া দেখলেই লুল পড়ে না? তোমার মত আচোদাগুলার জন্যই সরকাররে ব্যবস্হা নিতে হইছে যাতে ১৮এর নিচে বিয়া না করে। আবার দিছ মেচিউরিটির দোহাই। বোকছোদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

ইনফা_অল বলেছেন: গালাগালি করলেই প্রলয় বন্ধ হয়ে যায় না...।

আর "শুধু প্যান্ট পরা অর্থে পুরুষ নয়, বাস্তব অর্থে। তার চিন্তা-চেতনায় ও আচার আচরণেও তা ফুটে ওঠে । কথায়ও বলে, A man is not MAN until he takes the responsibilities of others".

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

ইনফা_অল বলেছেন: ইনফা_অল বলেছেন: মানুষের স্বভাবজাত কোনো প্রবণতাকে যদি কোনোভাবে দমিয়ে রাখার অপচেষ্টা করা হয়, তখন ব্যাক-ফায়ার অনিবার্য।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

বিশ্বাস করি 1971-এ বলেছেন: বিবাহ আসলে কি? এটা আসলে তো একটা চুক্তি ছাড়া কিছুই নয়। চুক্তিতে যেমন দুইটি পক্ষ থাকে বিবাহের ক্ষেত্রেও তাই। বিবাহের দুইটা বড় জিনিস আছে। একটা হইলো একজন পার্টনারের উপর আজীবন বিস্বস্ত থাকার শপথ নেয়া এবং পালন করা এবং সন্তান জন্মদানের নামে বংশবৃদ্ধি করা এবং সেই সন্তানের জন্য যৌথভাবে দায়িত্ব পালন করা। বিয়ের ক্ষেত্রে ১৮ এর উপরের যে কোন বয়সই ঠিক আছে। দুইজন পার্টনার যদি তাদের প্রয়োজন মেটাতে পারে তাহলে বিবাহের ক্ষেত্রে বয়সের বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। এখানে ছোট্ট একটা জিনিস বিবেচনা করা প্রয়োজন। অন্যান্য চুক্তির মতই বিবাহের ক্ষেত্রে দুই পক্ষের পূর্ণ জ্ঞাত হওয়া প্রয়োজন। শুধুমাত্র সামাজিক বা পারিবারিক চাপে বা অস্থিরতা বা হুমকির মুখে যে বিবাহ সম্পন্ন হয় তা আর যাই হোক সুস্থ/পরিপূর্ণ বিবাহ নয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

ইনফা_অল বলেছেন: দুইজন পার্টনার যদি তাদের প্রয়োজন মেটাতে পারে তাহলে বিবাহের ক্ষেত্রে বয়সের বিষয়টা গুরুত্বপূর্ণ নয়।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

বিশ্বাস করি 1971-এ বলেছেন: In that case both of them must have stong mutual understanding and marriage will work as the agreement between this two.

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

ইনফা_অল বলেছেন: and marriage will work as the agreement between this two.

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। দি;ক নির্দেশনা মূলক পোস্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.