নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইনফা_অল

ইনফা_অল › বিস্তারিত পোস্টঃ

শেখ সেলিম কে ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

শেখ সেলিম কে ধন্যবাদ স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক তিনি বাংলাদেশে কুরআনের একটি আইন প্রয়োগ করার সাহস দেখিয়েছেন। আপনারা সাপোর্ট করুন।



যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। (Al-Maaida: 33)









‘আন্দোলনের নামে নাশকতা করলে হাত-পা কেটে দেওয়া হবে’



নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, এবার আন্দোলনের নামে যারা নাশকতা করলে, তাদের হাত-পা কেটে দেওয়া হবে। এখন আমরা অনেক সুসংগঠিত। আমাদের পতন ঘটন যাবে না।







উপজেলা নির্বাচনের পর আন্দোলন শুরু হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মšত্মব্যের প্রতিক্রিয়ায় শেখ সেলিম এই মšত্মব্য করেন।







আজ রোববার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের কাউন্সিলে বক্তব্য দিচ্ছিলেন শেখ সেলিম।







শেখ সেলিম বলেন, জনগণের ম্যানডেট নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। পাঁচ বছরই থাকব। আফগানি¯ত্মানে তালেবান তো শক্তিশালী দল। তারা তো নির্বাচনে আসে না। তার পরও কি পাঁচ বছরের আগে নির্বাচন হয়? পাঁচ বছর পরে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর ওই নির্বাচনে খালেদা জিয়াকে আসতেই হবে।



খবরের সূত্রঃ

Click This Link

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ভোরের সূর্য বলেছেন: যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়....
ভাই বুঝলাম না।আপনি মনে হয় যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে সংগ্রাম করে... বলতে চেয়েছেন।
যদি আমি ঠিক হই(ঠিক হওয়াটাই স্বাভাবিক)তাহলে দ্রুত ঠিক করে দিন না হলে মানুষ ভুল বুঝবে।

আর শেখ সেলিমের প্রতি বলতে চাই যে যেখানে ১৫১ আসনে ভোট হয়নি আর বাকিগুলোতে ২০%-২৫% ভোট কাস্ট হয়েছে সেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার কথা বলা আহাম্মকি ছাড়া কিছুনা।
এবং
চাঁদাবাজি,হল দখল,টেন্ডারবাজি,নিজ গ্রুপে মারামারি,বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্যাতন এবং প্রকাশ্যে গোলাগুলি করে ছাত্রলীগ যে সন্ত্রাসী কাজ করছে তাদের হাত পা কি আপনি কাটবেন?

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ইনফা_অল বলেছেন: তরজমায় এভাবেই আছে। চেঞ্জ করার দুঃশাহস আমার নাই. যারা কুরআন মানে তাদের ভুল বুজার কিছু নাই

Click This Link

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

ইনফা_অল বলেছেন: শেখ সেলিম জেনে হোক আর না জেনে এই আইনটি প্রয়োগ করার দুঃসাহস দেখিয়েছেন।

২| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অহংকার পতনের মূল!


০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৭

ইনফা_অল বলেছেন: পরের কথাগুলি অবশ্য অই রকমই মনে হচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত দিন

৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: ভুল ব্যক্ষা অবশ্যই পাপ

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৯

ইনফা_অল বলেছেন: ঠিক বলেছেন।

কিন্তু ইচছাই হোক আর অনিচ্ছায় শেখ সেলিম "যারা ...দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়.........হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া"- আল্লাহর আইনের কথাই বলেছেন।

৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৫

ভোরের সূর্য বলেছেন: এটা কি বল্লেন ভাই। একটা ভুল জিনিস কেন আপনি সংশোধন করতে পারবেন না। আমিতো বলিনি যে আরবি সংশোধন করতে।বাঙলা তরজমাটা ভুলভাবে করা হয়েছে।
আপনার কথা শুনে আপনি বরং ভুলটার সাফাই গেয়েছেন। আপনি মনে হয় তরজমার ভুলটা ধরতে পারেন নাই। আর আপনি যদি চেঞ্জ করার দুঃসাহস না করে থাকেন তাহলে অন্তত বলতে পারতেন যে আপনার তরজমায় ঐ শব্দটা সম্বন্ধে সন্দেহ করছেন তাহলে পাঠকরা আপনার সচেতনতা সম্বন্ধে জানতো এবং সবাই সচেতন হত।

যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে...

যারা আল্লাহ্‌র এবং রসুলের সাথে সংগ্রাম করে তার মানে তো আমরা বুঝি যে তারা সহযোদ্ধা। যেমন আমরা বলি আমরা অমুক বা তমুকের সাথে মুক্তিযুদ্ধ করেছি। যাদের সাথে যুদ্ধ করেছি তারা সহযোদ্ধা আর পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি মানে তারা প্রতিপক্ষ। এটা ভাষাগত এবং শব্দপ্রয়োগের একটা বিরাট ভুল।ওখানে হওয়া উচিৎ ছিল বিরুদ্ধে এই শব্দটার প্রয়োগ।

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৫

ইনফা_অল বলেছেন: রেফারেন্স দিয়ে দিয়েছি, দেখে নিন দয়া করে। ভাল রেফারেন্স পেলে দিন। ইনশায়াল্লাহ সংশোধন করে নিব।

৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

ভোরের সূর্য বলেছেন: আপনাকে কিন্ত ব্যাখ্যা করেছি যে আপনাকে সংশোধন করতে হবে না কিন্তু আপনার সন্দেহটা সবাইকে বলতে পারতেন। যেমন আমি আপনাকে বলেছি সংগ্রামের পাশে বিরুদ্ধে শব্দটা হতে পারে। এখানে রেফারেন্সেরতো দরকার নাই। এখানেতো খুব ক্লিয়ার ভুল।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:২৮

ইনফা_অল বলেছেন: মনে হয় না খুব বেশি মাত্রায় অসংগত।

সিরাজের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল- বাক্যটি কি খুব অসংগত মনে হচ্ছে?

কন্টেক্সটি হলঃ হাত-পা কাটা

Surah Al-Maeda

The only reward of those who make war upon Allah and His messenger and strive after corruption in the land will be that they will be killed or crucified, or have their hands and feet on alternate sides cut off, or will be expelled out of the land. Such will be their degradation in the world, and in the Hereafter theirs will be an awful doom; (33)

দেখুনঃ
http://quranexplorer.com/quran/

৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৯

ভোরের সূর্য বলেছেন: আপনাকে আগেই বলেছি যে আপনার কাছে অসংগতি মনে হয়নি কিনতু দেখুন অন্য ব্লগাররা ঠিকই সেটা ধরেছেন। আর upon মানে উপরে।সংগে বা সাথে নয়। যেমন কারো উপর চড়াও হওয়া। এখানে আল্লাহ ও তাঁর রসূলের উপর চড়াও হওয়া হিসেবে uponশব্দটা ব্যবহার করা হয়েছে।

সংগ্রাম শব্দটা সবসময় পজেটিভ। আমরা ভাল কিছুর জন্য সংগ্রাম করি।যেমন খারাপ লোকেরা আপনার বা আমার সাথে সংগ্রাম করবেনা।তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে।

সিরাজের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল কিনতু সিরাজ ইংরেজদের সাথে সংগ্রাম করেনি।

যেহেতু তরজমায় সাথে সংগ্রামের কথা বলা হয়েছিল তাই সেখানে বিরুদ্ধে শব্দটা ব্যবহার করলে কনফিউশন দূর হত।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:০০

ইনফা_অল বলেছেন: সব জায়গায় একই অনূবাদ দেখা যাচ্ছে, Click This Link

আপনি বরং ব্যবহারিত আরবী শব্দ নিয়ে মুল অনূবাদকের সাথে কথা বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.