নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.abohomanbangla.com

সোহান বাশার

জীবন মানে আশায় আশায় বেচে থাকা, আর আশা এমন এক জিনিস, একে কোন দিন স্পর্শ করা যায না, শুধু বেচে থাকার জন্য অনুপ্রেরনা যোগায়।

সোহান বাশার › বিস্তারিত পোস্টঃ

রুপা আপু তোমাকে আমরা মিস করতেছি

১২ ই নভেম্বর, ২০০৬ রাত ১২:৩২

রুপা আপুর পরীক্ষা চলতেছে, তাই আমরা আপুকে মিস করতেছি, সুন্দর সুন্দর কবিতা পড়া থেকে বাদ পরতেছি । রুপা আপু ভাল করে তুমি পরীক্ষা দাও । আমরা তোমার জন্য দোয়া করতেছি তুমি যেন ভাল করে পরীক্ষা গুলো দিতে পার । পরীক্ষা শেষ করে আবার কবিতা লিখা শুরু করতে হবে কিন্তু, সবাই তোমার অপেক্ষা করতেছে ....

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০০৬ সকাল ৯:০০

অতিথি বলেছেন: জন্মতো হইসে মিয়া দুই দিন। আইসাই মাইয়া দেইখা আফা খালা ডাকতে শুরু করসে হোমো সেপিয়ান আর কাকে বলে। রুপারে আপা পাইলেন কই?? পথিক মিয়া হেইদিন রুপার পরিচয় ফাস কইরা দিসে না। হে মাইয়াও না পোলাও না। হিজড়া তাই মাইয়া সাইজা থাহে। পথিকের লগে লাইন দিসিল। হে কাপর উলটাইয়া দেহে কি ছি ছি রুপা তুমি মাইয়া বইলা আমারে এতদিন প্রতারণা করলা। তারপর আর কি। মাইয়া দেইখা লাফাইয়োনা বুঝলা।

২| ১২ ই নভেম্বর, ২০০৬ সকাল ১১:১৭

অতিথি বলেছেন: ওই মিয়া আমার জন্ম যদি দুইদিন। আর তুমি

৩| ১২ ই নভেম্বর, ২০০৬ দুপুর ২:৫৩

অতিথি বলেছেন: আরে সোহান বাদ দাও তো। ওই মনরোর বয়স তো জুম্মা জুম্মা 8 দিন। এর মধ্যে আবার 1 দিন হরতাল। এখন হিসাব করে দেহো হের বয়স কতো। আরে রুপা হইলো আমার প্রতিবেশী। হের খবর আমার চেয়ে ওই মনরো পাইবো বেশি? খামাখা ওর কথায় চেইতো না তো। আর পথিকের রেফারেনস দিছেতো হেরেও কইও রুপা ছেলে না মেয়ে হেইডা আমি জানি। উলটাপালটা বইলা কোন লাভ নাই। ওকে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.