![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
প্রবাস কতটা কঠিন এটা প্রবাসীরাই বুঝে৷ প্রতিটি পদে পদে সমস্যা৷ ভাষাগত, বর্ণগত, পরিচিতিগত, ভিনদেশী, কাজকর্মে বৈষম্য, সংস্কৃতিগত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদে পদে সমস্যা নিয়ে চলতে হয় প্রবাসীদের৷
রাতের বেলা একাকী সময় কাটাতে গেলেই মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোর কথা, বন্ধু বান্ধবের কথা, আত্মীয়স্বজনের কথা, প্রিয়জনের কথা৷ ভাবতে ভাবতেই চোখের কোণে নিজের অজান্তেই কখন যে পানি চলে আসে অনেকেই টের পায় না৷
শুধুমাত্র পরিবারকে সুখী রাখতে, নিজের কর্মসংস্থান খুঁজতে সবকিছু রেখে সুদুর প্রবাসে নিরানন্দে একাকী কাটিয়ে দিতে হয় বছরের পর বছর৷ ঈদে পরিবারের প্রত্যেকে যেন নতুন পোশাক পায়, ভালভাবে ঈদ করতে পারে এজন্য কতই না প্রচেষ্টা থাকে৷ পরিবারের সদস্যরা কে কি কিনল এগুলো নিয়ে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়৷ কিন্তু বেশিরভাগ সময়ই প্রবাসী নিজের জন্য কিছুই কিনে না৷
বাড়ির সবাই নিজেদের চাহিদামতো সব কিছু না পেলে এ আবদার সেই আবদার করতেই থাকে৷ কিন্তু একজন প্রবাসী নিজের জন্য কি করছে তা জানতে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের মনে থাকে না৷
"ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ৷" ছেলেবেলায় বহুল পঠিত ভাব সম্প্রসারণের উৎকৃষ্ট উদাহরণ এই প্রবাসীরা৷
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৮
প্রবাসী ভাবুক বলেছেন: জি, ভাইজান৷ সমস্যা হল প্রবাসীদের ত্যাগের কথা খুব কম মানুষেই স্মরণ করে৷ তাদের ভালমন্দ দেখার জন্য পরিবার, সরকার কেউই গুরুত্ব দেয় না৷
২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪
ভিটামিন সি বলেছেন: কিন্তু একজন প্রবাসী নিজের জন্য কি করছে তা জানতে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের মনে থাকে না৷
"ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ৷"
কঠিনভাবে সহমত (নিজের জীবনে পরিক্ষিত)।
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩
প্রবাসী ভাবুক বলেছেন: জি, ভাইজান৷ খেয়াল করবেন৷ উদাহরণ হিসেবে ঈদের কথাই বলি৷ পরিবারের সদস্য কার কি প্রয়োজন সবকিছু তারা বলতে ভুলবে না৷ কার জন্য কি কেনা প্রয়োজন তা হয়ত বারবার তাগাদা দিয়ে বলবে৷ কিন্তু আপনার জন্য কি কিনেছেন সে কথা জানতে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যায়৷ আবার জিজ্ঞাসা করলেও আপনি আপনার জন্য কিছু কেনার টাকা রেখেছেন নাকি সব অর্থই তাদের জন্য পাঠিয়েছেন এটি জানতে তারা একেবারেই ভুলে যায়৷
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৬
এ কে এম রেজাউল করিম বলেছেন:
"ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ৷" ছেলেবেলায় বহুল পঠিত ভাব সম্প্রসারণের উৎকৃষ্ট উদাহরণ এই প্রবাসীরা৷