![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর আলম বলেন, "ভারতের কাছে ট্রানজিট বাবদ ট্যাক্স চাওয়া অভদ্রতা৷"
আর প্রধানমন্ত্রীর পূত্র এবং তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে৷"
বাংলাদেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদা কি ভারতের বাস-ট্রাকের চেয়েও কম? শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়ে থাকে সেই মেরুদন্ড ভেঙ্গে ফেলার জন্য এই ভ্যাট৷ একমাত্র মুর্খরাই শিক্ষার উপর ভ্যাট আরোপ করতে ও সমর্থন করতে পারে৷
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
প্রবাসী ভাবুক বলেছেন: অতি লজ্জার বিষয়৷কিন্তু এই লজ্জাজনক কাজটি সরকার নির্লজ্জ ভাবেই করতে চাচ্ছে৷
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
স্বপ্নবাজ তরী বলেছেন: ভারতের ট্রাকের চেয়ে আমাদের শিক্ষার্থীরা কি নিম্নমানের?!
জ্বী ভাই ট্রাকের পিস্ট হবার জন্য আমাদের জন্য।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
প্রবাসী ভাবুক বলেছেন: আমাদের নীতি নির্ধারকরা চাইলে আমাদের পিষ্ট করতেও দ্বিধা বোধ করেন না৷ তাহারা যাহা চান তাহাই হয়৷
ধন্যবাদ স্বপ্নবাজ তরী ভাই
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
ঘুড্ডির পাইলট বলেছেন: এই লোকটা শেয়ার বাজারটারে খাইছে
এখন শিক্ষা খাইবো ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
প্রবাসী ভাবুক বলেছেন: এই লোকটা হয়তো ভ্যাট ধার্য করেছে৷ কিন্তু অন্য নেতারা কি করছে ? শিক্ষা মন্ত্রী কোথায় ? তিনি কি শুধু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময় উদয় হন? আর সব নেতারা তো শুধু গলা মিলিয়ে যাচ্ছে৷ জয় নাকি তরুনদের নিয়ে ইয়ং বাংলা গঠন করেছে৷ শিক্ষায় ভ্যাট আরোপ করে ইয়ং বাংলা গঠন করবে?
মন্তব্যের জন্য ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাই
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
বুলস আই বলেছেন: হাচা কথা ঠিক ঠিক
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ বুলস আই ভাই
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১
অগ্নি সারথি বলেছেন: ছি: ওমনটি বলে কেউ? দাদাবাবু বলে কথা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৫
প্রবাসী ভাবুক বলেছেন: দাদা বাবুদের সেবা করতে হয় আর আমাদের দেশের ভবিষ্যৎ যারা সেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে ভ্যাট আদায় করতে হয়৷ আজব সব নিয়ম৷
ধন্যবাদ অগ্নি সারথি ভাই
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ট্রেন খাইছে উরপ্লেন খাইছে
শেয়ার বাজার খাইছে জি এস পি খাইছে
এবার শিক্ষা খাইতে চায়.।.।.।.।.।.।.।.।।।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৮
প্রবাসী ভাবুক বলেছেন: এক এক করে সবই খাবে৷ আর সামান্য কিছু দিয়ে সেটা নিয়ে বিজ্ঞাপন বানিয়ে নিজেদের কৃতিত্ব জাহির করবে৷ এটাইতো দেশের সরকারের নিয়ম হয়ে দাড়িয়েছে৷
ধন্যবাদ ধ্রুব নয়ন চৌধুরী ভাইজান
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
তাসজিদ বলেছেন: ভারতের কাছে ট্যাক্স চাইতে নজ্জা লাগে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৭
প্রবাসী ভাবুক বলেছেন: ভারতের কাছে ট্যাক্স না চাওয়া হয় তো বিশেষ কোন কারণে কৃতজ্ঞতা প্রকাশ৷ এমনও হতে পারে দেশের ভবিষ্যৎ গঠনের চেয়েও তাদের কাছে ঐ বিশেষ কারণটি গুরুত্বপূর্ণ হতে পারে৷ তাই শিক্ষার্থীদের উপর এই ভ্যাট আরোপ৷
আপনাকে ধন্যবাদ
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫২
সচেতনহ্যাপী বলেছেন: অর্থমন্ত্রী বাচাল এবং মান-সন্মান জ্ঞ্যান নেই বলে বাম শিক্ষামন্ত্রীসহ পুরো মন্ত্রীসভা তাকে সামনে ঠেলে মজা দেখছে।।
আর উপদেষ্টাদের কথাতো বলাই বাহুল্য।। তাদের ব্যাবসা প্রতিষ্ঠানগুলি কি দাতব্য প্রতিষ্ঠান(ভাবছি প্রশ্ন না অবাক হবো)
চিন্হটা আপনিই বসিয়ে পড়বেন, দয়া করে।।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৫
প্রবাসী ভাবুক বলেছেন: অর্থমন্ত্রী যে লাগাম ছাড়া কথা বলেন সেটা গত কয়েক দিনেই সেটা বারবার প্রমাণ করেছেন৷ শিক্ষকদের জ্ঞানহীন বলে আবার ক্ষমা চেয়েছেন৷ আজ আবার শিক্ষকদের বেতন কাঠামোর পিরামিড টা একটু কমবেশি হয়েছে বলে স্বীকার করেছেন৷ ভ্যাটের ব্যাপারে অনমনীয় ঘোষনা দিয়ে আজ বলেছেন সরকার ভ্যাটের বিষয়ে অনমনীয় নয়৷ মোটকথা লাগামহীন কথা বলে একেবারে লেজেগোবরে অবস্থা আর কি! আর শিক্ষামন্ত্রী তো শুধু এসএসসি, এইচএসসি আর বই বিতরনের সময় হাজির হন৷ অথচ এই কদিনের আন্দোলনে তার জরুরী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল৷
আপনাকে ধন্যবাদ সচেতনহ্যাপী ভাইজান
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩
ব্লগ সার্চম্যান বলেছেন: বাংলাদেশে সব থেকে বড় মুর্খ হলো সরকারি দলের যে কয়জন মন্ত্রী আছে সবগুলো ।
ওরা বুঝতে পারছে হয়ত এটাই ওদের জীবনের শেষ ক্ষমতায় আসা । আর আসতে পারবে না ।
তাই পেট ভরে খেয়ে নিচ্ছে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
প্রবাসী ভাবুক বলেছেন: কিন্তু অনেক অনেক খেয়ে বা জমিয়ে লাভ কি? সব কিছু রেখেই একদিন চিরবিদায় নিতে হবে৷ আজ সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর মৃত্যুর মধ্য দিয়ে আবারও জানিয়ে দিয়ে গেলেন৷ ক্ষমতা ক্ষণস্থায়ী এবং মৃত্যু চিরন্তন সত্য৷
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
জাহু পেয়াদা বলেছেন: আমি কিছু কয়াম না খালি চায়া চায়া দেখবাম আর আফসোস নিয়া মইরা যায়াম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮
প্রবাসী ভাবুক বলেছেন: শুধু দেখা ছাড়া করারই বা কি আছে?
মন্তব্যের জন্য ধন্যবাদ
১১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৩
মোহাম্মদ জামিল বলেছেন: হুম ঠিক কইছেন---- শুধু দেখে যান আর সেই কাঙ্খিত দিনের অপেক্ষা মনে মনে করতে থাকেন।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ২:৪৪
প্রবাসী ভাবুক বলেছেন: জি ভাইজান, দেখে যাওয়া ছাড়া আমাদের কিছু করারও নাই৷ আমরা শুধু দেখে যাই আর মাঝেমধ্যে ব্লগে লিখে যাই৷
মন্তব্যের জন্য ধন্যবাদ৷
১২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭
মাথা ভাঙা বলেছেন: ভারতীয় ট্রাকের চাকার চেয়ে আমার দেশের শিক্ষার্থী কেন যে কোন কিছুর মূল্যই অনেক বেশি। ভারতের কাছে যে কোন সেবা বিক্রির জন্য অবশ্যই ট্যাক্স চাওয়া যেতে পারে, এবং সেটাই যুক্তিযুক্ত কর্তব্য। বাকি থাকে শিক্ষার উপর কর। অনুগত চিত্তে জানাতে চাই, সরকার শিক্ষার উপর কর চাপাতে চাই নি। কর চাপাতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপক আয়ের উপর। কিছু বিশ্ববিদ্যালয় কর বাবদ আদায়কৃত অর্থ শিক্ষার্থীদের ফেরতও দিতে চেয়েছিল, একটি খোঁজ নিলেই জানতে পারবেন। তবু আন্দোলনটাকে একটি বিশেষ মহল, বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করেছিলো এবং অস্বীকার করবার উপায় নেই- তারা সফলও হয়েছেন।
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:১৬
প্রবাসী ভাবুক বলেছেন: VAT-শব্দটি Value Added Tax বা মূল্য সংযোজন কর(মূসক) এর সংক্ষিপ্ত রূপ৷ যেকোন করই ভোক্তার উপর গিয়ে পড়লেও ভ্যাট বাদে অন্যসব কর উৎপাদন খরচ, পরিবহন খরচ, অন্তবর্তী বিভিন্ন খরচের উপর নির্ভর করে হয়ে থাকে৷ আর ভ্যাট হল সরাসরি ভোক্তার উপর আরোপকৃত কর যা সরকারের আয়ের অন্যতম বড় উৎস৷বিক্রেতা বা যোগানদাতা মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভ্যাট যুক্ত করে একবারেই মূল্য নির্ধারন করে অথবা (বিক্রয় মূল্য +এত% ভ্যাট) এভাবে মূল্য নির্ধারণ করে৷ যেভাবেই ভ্যাট যুক্ত করুক না কেন ভোক্তাকেই সরাসরি ভ্যাট পরিশোধ করতে হয়৷
বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পকেট থেকে ভ্যাট পরিশোধ করবে না৷ সেক্ষেত্রে ভ্যাটযুক্ত করে একবারেই বর্ধিত টিউশন ফি নির্ধারণ করবে অথবা (টিউশন ফি+এত%ভ্যাট) এভাবে লিখে ছাত্রদের কাছ থেকে অর্থ আদায় করবে৷বর্ধিত টিউশন ফি বা টিউশন ফি + ভ্যাট যেভাবেই করুক না কেন ছাত্রদেরকেই সেটা পরিশোধ করতে হত৷ যারা ভ্যাট শব্দটির প্রচলনের কারণ বা অর্থনীতির মৌলিক ধারণা জানে না তারাই শুধু বলতে পারবে ভ্যাট ছাত্রদের তথা ভোক্তাকে পরিশোধ করতে হবে না৷
১৩| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১
মাথা ভাঙা বলেছেন: অর্থনীতির মৌলিক ধারণা জানে না তারাই শুধু বলতে পারবে ভ্যাট ছাত্রদের তথা ভোক্তাকে পরিশোধ করতে হবে না- জ্বী, ভাই, আমি নিতান্তই মূর্খ। ভ্যাটের উপক জ্ঞানের সন্ধান পাইলাম। ধন্যবাদ। শুধু এই প্রশ্নটার উত্তর দেন নি- কেন দুইটা বিশ্ববিদ্যালয় ভ্যাট বাবদ আদায়কৃত অর্থ ফেরত দিতে চেয়েছিলো? জবাব দিলে খুশি হতাম।
যাই হোক, একটু সম্ভবত ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের ভেতর। তা দূর করার জন্য আমার এই পোস্টটাতে একটু চোখ বুলানোর কষ্ট স্বীকার করলে কৃতার্থ হতাম। ধন্যবাদ। আবারও।
১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
প্রবাসী ভাবুক বলেছেন: যদি কোন বিশ্ববিদ্যালয় ভ্যাট বাবদ অর্থ নিয়ে থাকে সেটা ফেরত দিয়ে শিক্ষার্থীদের উপর আরোপিত ফি কমানোর পরামর্শ দিতে পারে৷ তবে ভ্যাট কখনোই বিশ্ববিদ্যালয় নিজেদের পকেট থেকে পরিশোধ করবে না৷ ভ্যাট দেওয়ার নিমিত্তে যদি কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ নিয়ে তা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার জন্য সরকার উক্ত বিশ্ববিদ্যালয়কে চাপ প্রয়োগ করতে পারে৷ আর যদি ভ্যাট বাবদ গৃহীত অর্থ ফেরত দেয় সেটা শিক্ষার্থী পাবে সরকার নয়৷
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
রাকিবুল হাসান অন্তু বলেছেন: মানুষের ৫ টি মৌলিক অধীকার হল খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষা, এই সব কটি ক্ষেত্রেই আমাদের ভ্যাট দিতে হয়। আর সেই ভ্যাটের টাকায় চলে সরকরী কর্মচারী নামের কতগুলো কশাই এর বেতন ভাতা প্রদান।
ছি!
সরকার!