![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাত দৃস্টিতে একেবারেই শান্ত৷ সরকারের বিরোধী কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করার মত ক্ষমতা নাই৷ যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা৷ সরকার বিরোধী তো দূরের কথা এলাকার সরকারী দলের নেতা পাতিনেতাদের কাজ কর্মের বিরুদ্ধে কথা বলার সাহস বর্তমানে কারও নাই৷
দুই নেত্রীর বিগত ২৫ বছরের শাসনামলে সপ্তাহ খানেকের মধ্যে দুই বিদেশি নাগরিকের হত্যা এর আগে কোনদিন ঘটে নাই৷ একই সাথে এতগুলো দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ সফরে ও চলাফেরায় রেড এলার্ট জারি করে নাই৷ কোন দেশ নিরাপত্তার অযুহাতে তাদের ক্রিকেট দলের সফর বাতিল করে নাই৷ বিসিবির বিদেশি কোচিং স্টাফদের জন্য আগে কখনও গানম্যান নিয়োগ দেওয়ার প্রয়োজন হয়নি৷
হঠাৎ করে দেশে এমন কি হল বহির্বিশ্বে আশঙ্কা প্রকাশের সাথে সাথে দেশে বিদেশী নাগরিকরা নিরাপত্তাহীন হয়ে পড়ল? আমাদের গোয়েন্দা সংস্থা পুরোটাই অন্ধকারে অথচ সুদূর অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থা ঘটনার আগেই জানিয়ে দিতে পারল তাদের নাগরিকদের বাংলাদেশে নিরাপত্তার ঝুঁকি রয়েছে৷ আমাদের নিরাপত্তা বাহিনী কোথায় সরকার বিরোধী ষড়যন্ত্র হচ্ছে তা ঘটনার আগেই জেনে গণগ্রেফতার করতে পারে অথচ এসব খবর রাখার মোটেই সময় পায় না৷
দেশের বর্তমান অবস্থা যথা সম্ভব দ্রুত কাটিয়ে উঠতে না পারলে দেশের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে৷ গত ৬/৭ বছর বিদেশে জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ৷ সম্প্রতি গার্মেন্টস শিল্পের বিদেশি বায়াররা তাদের বাংলাদেশ সফরের সিডিউল বাতিল করতেছে৷ দেশের অর্থনীতির প্রধান দুই খাত তৈরি পোশাক রপ্তানী ও বিদেশী রেমিটেন্সের উপর প্রভাব পড়া মানে দেশের অর্থনীতির উপর এর প্রভাব মারাত্মক৷ এই অবস্থা চলতে থাকলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে৷
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩০
প্রবাসী ভাবুক বলেছেন: সরকার ব্যস্ত অন্যের উপর দোষ চাপানো নিয়ে৷ সব রাজনীতিবিদের কাছে ক্ষমতাই মুখ্য৷ দেশের ভালমন্দ নিয়ে ভাবার সময় নাই কারও৷ সবাই ভাবে দেশ গোল্লায় যাক, অন্যের উপর দোষ চাপিয়ে যদি ক্ষমতা ভোগ করা যায় তাতেই প্রশান্তি!
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩
সচেতনহ্যাপী বলেছেন: সোনালী আশ ইতিহাস হবার পর বর্তমানের জনশক্তি রপ্তানি এবং পোষাক শিল্প, এদু'টো খাত ও হবে হবে করছে।।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯
প্রবাসী ভাবুক বলেছেন: জনশক্তি রপ্তানিও ইতিহাস৷ নিজ উদ্যোগে অবৈধ পথে পাড়ি দিয়ে বিদেশ যাওয়া বর্তমানে বাংলাদেশি নাগরিকদের একমাত্র উপায়৷ এজন্য অবৈধ পথে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবি হলে বা কোথাও কোন অবৈধ অভিবাসীদের গণকবরের খোঁজ পেলে অন্য দেশের মানুষ থাকুক বা না থাকুক বাংলাদেশি থাকবে তা নিশ্চিত বলা যায়৷
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ৷
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২০
বিপরীত বাক বলেছেন: সোনালি আঁশ ইতিহাস হবার জন্যে দায়ী ওটার সাথে জড়িত নিম্নশিক্ষিত ও নীচ মানসিকতার জনবল।।।। এখনও যেটুকু আছে ঘুরে দেখে আসতে পারেন পাটকল গুলোতে চাকরি করা লোকজনের নিকৃষ্ট মানসিকতা।।। সরাসরি অভিশাপ পড়েছে ওই সেক্টরটাতে।।। অভিশপ্ত শিল্প।।। হাজার গুতাতেও তাই কোমর সোজা হচ্ছে না।।।
আর পোষাক শিল্প ধ্বংস হবে ও হচ্ছে একই কারণে।।। মানে এর সাথে জড়িত নিম্নশিক্ষিত এবং নীচ ও লোভী মানসিকতার মালিক ও জনবলের কারণে।।। একেকটা গার্মেন্টস কারখানা যেন অবিচার, অত্যাচার, শোষণ, জুলুম ও নোংরামি নিস্পেষণের আখড়া।।।।।
দুটোরই একই ও অনুরুপ সমস্যা।।। যেমনঃ এইট পাস মেট্রিক পাস গুলারে প্রোডাকশন ম্যানেজার বানিয়ে রাখা।। আর ট্রেড কোর্স পাস ও ডিপ্লোমা গুলারে চীফ ইঞ্জিনিয়ার বানিয়ে রাখা।।।
আর জনশক্তি রপ্তানীতে ধ্বসের কারণও বাঙালির সীমাহীন লোভ,, কুটিলতা,,, হিংসাত্মক মানসিকতা।।
কথায় কথায় খালি বিদেশী আঁতাত,, সরকার,,, এইসব দোষ দেয়া বাদ দেন।।। মনে যদি ন্যুনতম দেশপ্রেম থাকে তাহলে আসল সমস্যাগুলো তে নজর দেন।।।। এরকম স্টান্টবাজি মার্কা দেশপ্রেম না চোদায়া বরং আয়নার দিকে তাকাইয়া নিজের জাতরক্তের গুলো পিটায়া পরিশোধনের চেষ্টা করেন।।
০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০
প্রবাসী ভাবুক বলেছেন: অশিক্ষিত হইলেই নিম্ন মানসিকতা হয় না৷ শিক্ষিত হলেও আপনার মানসিকতা নিয়েও নিজের কাছে প্রশ্ন করতে পারেন৷ গার্মেন্টস শিল্পের ব্যাপারে মোটামুটি জানি সেখানে অভিজ্ঞতা এবং কাজের মূল্যায়ন করা হয় শিক্ষার নয়৷ বিদেশে শ্রমবাজার ধ্বংসের কারণ যা উল্লেখ করলেন সেটা সম্পূর্ণ আপনার অজ্ঞতা বহিপ্রকাশ লোভ, কুটিলতা, হিংসাত্মক মানসিকতা আমাদের আশেপাশের দেশগুলোর লোকজনের আমাদের থেকে কোন অংশে কম নয়৷ বরং তুলনামূলকভাবে বাংলাদেশীরা অধিক পরিশ্রমী ও কম আইন ভঙ্গকারী৷
শিক্ষার কথা যখন বললেন তখন আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি ইউরোপ, আমেরিকায় বেশিরভাগ ছেলেমেয়েরা ১৮ বছর বয়সেই নিজেদের কর্মসংস্থান খুঁজে নেয়৷ এদের প্রায় সবাই উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেই নিজের পছন্দ মতো কারিগরী শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হয়৷খুব সীমিত সংখ্যকই উচ্চ শিক্ষা গ্রহণ করে৷ শিক্ষা, কাজ, শ্রমশক্তি, বহির্বিশ্ব সম্পর্কে আপনি কতটা অজ্ঞ এটা জানার জন্য আপনার ছোট মন্তব্যই অনেক কিছু বলে দেয়৷
৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬
প্রামানিক বলেছেন: আপনার সাথে সহমত।
০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ৷ প্রামাণিক ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১
গেম চেঞ্জার বলেছেন: একমত। সরকারের উচিত কিছু একটা করা। সময় এখনো আছে।