![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আমাদের মাননীয়া ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম চিঠি পাঠিয়েছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিশদ আলোচনার জন্য৷ বলা যায় দরকষাকষির জন্যই৷ উদ্যোগটা একেবারেই মন্দ নয়৷ দেশের নিরাপত্তার স্বার্থে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ৷
বাংলাদেশ সরকার ফেইসবুক কর্তৃপক্ষের নিকট বিভিন্ন সময়ে বহুবার বিভিন্ন একাউন্টের বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করে আবেদন করলেও তা ফেইসবুক কর্তৃপক্ষ থোড়াইকেয়ার করে বারবার নাকচ করে দিয়েছে৷ সরকারও বাধ্য হয়ে, হয়ত রাগ করে ফেইসবুক বন্ধ করে দিয়েছে৷
সরকার সম্ভবত ফেইসবুক বন্ধ করে দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে দরকষাকষি করতে চায়৷ উদ্যোগটা একেবারে মন্দ না৷ ফেইসবুক কর্তৃপক্ষ অবশ্যই ব্যবসার চিন্তা মাথায় রাখবে৷ তবে তারা মার্কিন সরকারের সব আবেদনে সাড়া দেয় না একথাটি মাথায় রাখতে হবে৷ সুতরাং বাংলাদেশ সরকারের এসব ভয়ভীতি প্রদর্শনে ফেইসবুক কর্তৃপক্ষ কতটুকু ভীত হবে সেই প্রশ্ন রয়ে যায়৷ তারা বাংলাদেশের মত রাষ্ট্রের জন্য ব্যবসায়িক পলিসি পরিবর্তন করবে কিনা সন্দেহ৷ আর ফেইসবুক কর্তৃপক্ষ যদি বাংলাদেশ সরকারের আহবানে সাড়া না দেয় তাহলে বাংলাদেশে বসবাসকারীদের ফেইসবুক ব্যবহারের ইচ্ছা ত্যাগ করতে হবে এটা নিশ্চিত বলা যায়৷ (বিকল্প উপায়ে ব্যবহার করতে পারলে ভাল কথা৷ তবে সেটাও খুব বেশিদিন করা যাবে বলে মনে হয় না৷)
গত দুদিনের ভারত নেপাল সম্পর্কের গুরুত্বপূর্ণ সংবাদ হল ভারতীয় টিভি চ্যানেল দেখানো বন্ধ করে দিয়েছে নেপালী ক্যাবল অপারেটররা৷ ভারতীয় সীমান্তে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে তারা৷ এদিকে ভারতীয় এসএসবি(ভারতীয় সীমান্ত রক্ষী)র কয়েক জওয়ান নেপালী সীমান্তে ঢুকে পড়লে নেপালী সীমান্তরক্ষীরা তাদের আটকে রাখে৷ আমাদের বিজিবি এত বড় দুঃসাহস দেখাবে না সেটা নিশ্চিত৷ তাই এই বিষয়ে আলোচনায় না যাওয়াই ভাল৷
আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু ফেইসবুক বন্ধ করে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে দরকষাকষি করছে তখন ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে আমরা ভারতের সাথে দরকষাকষি করতে পারি৷ আমাদের বাংলাদেশী চ্যানেল ভারতে সম্প্রচারের সুযোগ দিলে তাদের চ্যানেলও আমরা সুযোগ দিব৷ এতে বাংলাদেশী পণ্যের বিজ্ঞাপন ভারতে সম্প্রচার হলে আমাদের দেশে যেমন ভারতীয় পণ্যের বাজার বৃদ্ধি পেয়েছে, ভারতেও বাংলাদেশী পণ্যের বাজার তৈরি হবে৷ কিন্তু বাংলাদেশ সরকার সেই সক্ষমতা দেখাতে পারবে কি?
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১
প্রবাসী ভাবুক বলেছেন: জি, ভাইজান৷ তেনারা কোটি কোটি দেশীয় ফেইসবুকারদের কস্ট দিতে পারলেও ভারতীয় সরকার নাখোশ হতে পারে এটা কখনোই করবেন বলে মনে হয় না৷ তারপরও স্বপ্ন দেখতে দোষ কি!
আপনাকে ধন্যবাদ অমিত অমি ভাই৷
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
অগ্নি সারথি বলেছেন: ঐ হ্যাডম কি আছে নাকি? জাকারবার্গের লগে দর কষাকষি করছে তো দাদাদের হ্যাডম লইয়াই।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
প্রবাসী ভাবুক বলেছেন: দাদারা তো একচ্ছত্র ভাবে ব্যবসা করে যাচ্ছে৷ ব্যবসা শুধু টিভি চ্যানেলের নয়৷ টিভি চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের পণ্যের বিরাট বাজার তৈরি করেছে এদেশে৷
অধিকার কেউ কাউকে স্বেচ্ছায় দেয় না৷ বরং নিজের কোমর নিজে সোজা না করে দাড়ালে সুযোগে অন্য সবাই মাথায় কাঠাল ভেঙ্গে খাবে এটাই স্বাভাবিক৷
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
ঢাকাবাসী বলেছেন: ফেসবুক তথাকথিত বন্ধ করনে কি লাভ সেটা বোঝার মত ক্ষমতা ঐসব মাথামোটা নকল করে পাশ হওয়া আ..লাদের মাথায় আছে বলে মনে হয় না।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
প্রবাসী ভাবুক বলেছেন: বর্তমানে গণমাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ নাই৷ এমনকি সরাসরি সরকারবিরোধী কথা বললেও বিপদ৷ সরকারের সমালোচনার একমাত্র মাধ্যম বর্তমানে ফেইসবুক৷ এদিকে সরকার কোন ধরনের সমালোচনা সহ্য করতে প্রস্তুত নয়৷ এর আগে যেসব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে সরকার বশে আনতে পারেনি সেগুলো বন্ধ করে দিয়েছে৷ ফেইসবুকও বড্ড বেপরোয়া হয়ে উঠেছিল৷ সুতরাং স্বাভাবিক পরিণতিই বরণ করতে যাচ্ছে ফেইসবুক৷ এখন ফেইসবুক কর্তৃপক্ষের সাথে দরকষাকষিতে সরকার যদি কুলিয়ে উঠতে না পারে৷ বাংলাদেশে অবস্থানকারীদের ফেইসবুক ব্যবহারের আশা ত্যাগ করতেই হচ্ছে বলে মনে হয়৷
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪
সচেতনহ্যাপী বলেছেন: হাতি-ঘোড়া গেল তল,মশা বলে কত জল??
আর চ্যানেলের ব্যাপারটাও সেই একই।। পার্থক্য শুধু..........।।
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
প্রবাসী ভাবুক বলেছেন: সেটা আমরা সবাই বুঝি৷ সেই ক্ষমতা হয়ত সরকারের নাই৷ কিন্তু আমাদের দাবী জানাতে তো আর দোষ নাই৷
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
অমিত অমি বলেছেন: তা কোনদিন স্বপ্নেও ভাইবেন না!!
অহেতুক স্বপ্নহারার জ্বালা বাড়ানোর দরকার নাই।
সর্বপ্রথম তিনি নারী, তারপর মন্ত্রী।