নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল খন্দকার

ইকবালখন্দকার

ইকবালখন্দকার › বিস্তারিত পোস্টঃ

মহিলা হোস্টেলের পাশে পাওয়া বেগুনটা

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩১

মহিলা হোস্টেলটা মোহাম্মদপুর এলাকার।নাম বলছি না।গত বছর নভেম্বর মাসে এই এলাকায় যখন বাসা ভাড়া নিই,সেই সময়ের ঘটনা।একদিন হোস্টেলটার মূল গেটের পাশে একটা বেগুন পড়ে থাকতে দেখা গেল।কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকার বিচ্ছু ছেলেপেলের মধ্যে ব্যাপক হৈচৈ পড়ে গেল বিষয়টা নিয়ে।অধিকাংশের মুখেই ছিঃছিঃ শব্দটা।কারো কারো মুখে এমন কথাও শোনা গেল_ইডেনের বাথরুমে বেগুন পাওয়া গিয়েছিল।আর এই হোস্টেলের কিনা মূল গেটে?দেশটা ধ্বংস হতে আর দেরী নেই।যাই হোক,বেগুনটা আর কেউ সরালো না।ঠিক এই মুহূর্তে এই রাস্তা দিয়ে হন্যে হয়ে ছুটে আসল এক লোক।তার পেছনে তার সমবয়সী আরো কয়েক জন মানুষ।লোকটা শুধু বলছিল-এই দিক দিয়াই গেছে।হ,এই দিক দিয়াই গেছে।মহিলা হোস্টেলের গেটের সামনের জায়গাটা অতিক্রম করার সময় থমকে দাঁড়াল লোকটা।আর গলার স্বর উচু করে বলতে লাগল-এই যে আমার মানি ব্যাগ পাইছি।সবাই দেখল,লোকটা মাটি থেকে একটা মানিব্যাগ কুড়িয়ে হাতে নিয়েছে।ব্যাগটা একটা বড় পাতার নিচে এমনভাবে পড়েছিল যে,এতোক্ষণ কেউই দেখেনি।তখনো কেউ বুঝতে পারছিল না মূল ঘটনা আসলে কী।সবাই জানতে চাচ্ছিল এক যোগে।লোকটা তখন বলতে লাগল-আমাকে ঐ গলিতে পেয়ে হঠাৎ পথ আগলে দাঁড়াল ছিনতাই কারীরা।আমাকে কাপড়ে প্যাচানো একটা অস্ত্র দেখিয়ে আমার মানিব্যাগ নিয়ে গেল,মোবাইল নিয়ে গেল।কথাগুলো বলা শেস হতে না হতেই হঠাৎ লোকটার চোখ পড়ল সেই কাপড়টার উপর।যা দিয়ে বেগুনটার কিছু অংশ তখনো প্যাচানো ছিল।লোকটা সেটা হাতে নিয়ে কিছুক্ষণ কী যেন ভাবলো।তারপর বোকার মত মুখ করে বলে উঠল-হায় হায়,তাহলে কি কাপড় দিয়ে এই বেগুন প্যাচিয়ে ধরেছিল?আর আমি এটাকে অস্ত্র মনে করে সব দিয়ে দিয়েছি?

মন্তব্য ৭৩ টি রেটিং +২০/-১৭

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

হা...হা...হা... বলেছেন: ব্যাপক মজা....... =p~

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

ইকবালখন্দকার বলেছেন: মজা!!!বলেন কী?আমি তো ভেবেচিলাম করুণ।

২| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

বিডি আইডল বলেছেন: :-&

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

ইকবালখন্দকার বলেছেন: ভাই,আমি বোকা মানুষ।আপনার ইশারা ইঙ্গিত বোঝার ক্ষমতা আমার নেই।একটু খোলাখুলি বলুন।

৩| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

ক্ষত্রিয় বলেছেন: +

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪১

ইকবালখন্দকার বলেছেন: গর্বে ফুলে যাচ্ছি।

৪| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

এস বাসার বলেছেন: =p~ :-P :)

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪২

ইকবালখন্দকার বলেছেন: তিনটা মুখ দেখে 'ওরা তিন জন ' ছবিটার কথা মনে পড়ছে।

৫| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসস :)

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

ইকবালখন্দকার বলেছেন: মনে প্রশান্তির ধাক্কা অনুভব করতাছি।

৬| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

আমার কবিতা বলেছেন: ;)

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

ইকবালখন্দকার বলেছেন: ভ্রাতা,আসলেই আমি ইশারা ইঙ্গিত ন বুঝি।

৭| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

রাতমজুর বলেছেন: খুনকার সাব, শইলডা ভালা?

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

ইকবালখন্দকার বলেছেন: ভালা।আন্নে ভালানি?

৮| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

নীলতারা বলেছেন: শিরোনাম চেঞ্জ করা হোক...

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

ইকবালখন্দকার বলেছেন: কিন্তু ভাইজান,শিরোনাম চেঞ্জ করার প্রক্রিয়াটা আমার জানা নাই।আমি কম্পিউটারে আশানুরূপ অদক্ষ।

৯| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

দুঃখবিলাসী বলেছেন: হা হা হা হা

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

ইকবালখন্দকার বলেছেন: গান লিখলে গীতিকার।আর যিনি হা হা করেন,তিনি হাহাকার।হা হা হা হা।

১০| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫২

রানাকবির বলেছেন: জটিল! ;)

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

ইকবালখন্দকার বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।

১১| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

আরিফ থেকে আনা বলেছেন: সেরম B-))

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০০

ইকবালখন্দকার বলেছেন: ভাই,সেরম কী জিনিস?

১২| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০০

সব যদি আজ বদলে যেত বলেছেন: বেগুনের দেখি গুনের শেষ নাই।

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০২

ইকবালখন্দকার বলেছেন: শুধু গুণের শেষ থাকবে কেন।গুণ,যোগ,ভাগ-কোন কিছুরই শেষ নেই।

১৩| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০১

রাফাত সাদাত বলেছেন: ছি ছি ছি।

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০৪

ইকবালখন্দকার বলেছেন: দিলে বড় চোট পাইলাম।

১৪| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০৬

যাযাবর রাজিব বলেছেন: আপনি খুব কৌসলে মেয়েরা বেগুন দিয়ে কি করে তা বুঝালেন .........

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:১১

ইকবালখন্দকার বলেছেন: ভাই,আমি অন্যকে কী বোঝাব।নিজেই তো ঠিক মত ব্যাপারটা বুঝলাম না।

১৫| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:১৫

মং হ্লা প্রু পিন্টু বলেছেন: মেয়েরা করলে দোষ, আর ছেলেদের সাতখুন মাফ। আমাদের সবক্ষত্রে বৈষম্য, এমন-কী চিন্তা-ভাবনায়ও ওই একই বৈষম্য।

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:১৮

ইকবালখন্দকার বলেছেন: ছেলেদের সাত খুন মাফের ব্যাপারটা স্পষ্ট নয়।বিশ্বাস করুন,সাত খুন করবো দূরের কথা,এ পর্যন্ত একটা খুনও করিনি।

১৬| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:২০

আশীফ এন্তাজ রবি বলেছেন: প্রিয় ইকবাল , বালের সাথে খন্দকার মিলে ইকবালখন্দকার হয়ে গেছে ....ব্যাপারটি দৃষ্টিকটু। তোমার বই পড়া বিরোধী লেখা পড়ে মজা পেয়েছি।

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:২৩

ইকবালখন্দকার বলেছেন: রবি ভাই,আসসালামুআলাইকুম।বই পড়া বিরোধী লেখা পড়ে মজা পেয়েছেন?তাহলে আসুন আজই আমরা বাড়ির সব বই কেজি হিসেবে বিক্রি করে দিই।

১৭| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:২০

সুবিদ্ বলেছেন: হায়রে আমাদের সমাজের অবস্থা!!

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:২৪

ইকবালখন্দকার বলেছেন: আফসোস!!!

১৮| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:২১

মেঘ বলেছেন: যত্তসব

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:২৫

ইকবালখন্দকার বলেছেন: যত্তসব কী?বাক্যটা পূর্ণ করলে বোধ হয় ভালো হত।

১৯| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৪১

নাজমুল আহমেদ বলেছেন:

খনকার সাবেরে পিলাচ দিমু না মাইলাস দিমু টিক বুঝি উটতি পার্তিচিনা /:)

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

ইকবালখন্দকার বলেছেন: আশে পাশে ময় মুরুব্বী থাকলে তাদের সাথে একটু পরামর্শ করে নিন না।

২০| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৭

মেঘ বলেছেন: আমি বাক্য পূর্ণ করলে সহ্য করতারবা??

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৮

ইকবালখন্দকার বলেছেন: দেখি না একটু চেষ্টা কইরা।আগে থেকেই যদি ভয় পাইয়ে দেন তাইলে ক্যামনে হইবো বলেন।

২১| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: জাতির প্রত্যাশা এই যে অসমাপ্ত বাক্য পূর্ণ হউক......

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৮

ইকবালখন্দকার বলেছেন: জ্বি জনাব,জ্বি।

২২| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৫২

মুরুববী বলেছেন: নাহ..শিরোনামটা দিয়া একটা সস্তা রসিকতা বানাইলেন !!

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:০০

ইকবালখন্দকার বলেছেন: ভাই,আজকাল সব জিনিসের যা দাম।কম দামে মানে সস্তায় একটু রসিকতা পাইলে সমস্যা কী।

২৩| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:২৫

ডিজিটাল কলম বলেছেন: হাহাহাহা.......... তয় শিরোনামে আপত্তি আছে.........

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:৩৮

ইকবালখন্দকার বলেছেন: আপত্তি থাকুক।আপনাকে হা হা হা করাতে পেরেছি,এটাই আমার সাফল্য।

২৪| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ২:১৩

পাশের বাড়ির ছেলে বলেছেন: ব্যাপক মজা....... :D

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ২:১৬

ইকবালখন্দকার বলেছেন: আহ,আমিও এতক্ষণে মজা পাইলাম।

২৫| ০৩ রা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫০

একাকী বালক বলেছেন: বেগুনের তো দেখি গুণের শেষ নাই। =p~

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫০

ইকবালখন্দকার বলেছেন: হ আমিও তাই কই।

২৬| ০৩ রা নভেম্বর, ২০০৯ ভোর ৫:০৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: ধুর মিয়া, এত কিছু থাকতে বেগুনের পিছনে লাগছেন। নারীদের হাতে গনপিটুনি খাওনের শখ হইছে নাকি?

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫১

ইকবালখন্দকার বলেছেন: লাগলাম বেগুনের পেছনে।গণ পিটুনি খাবো নারীদের হাতে।ভাই বেগুনের সাথে নারীদের সম্পর্ক কী?

২৭| ০৩ রা নভেম্বর, ২০০৯ ভোর ৫:৫৬

স্বপ্নকথক বলেছেন: হুমমম...এর লাইগা বেগুন খাইনা। :P

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫২

ইকবালখন্দকার বলেছেন: আমিও বে ব্যাপারে ভাববো বলে ভাবছি।

২৮| ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৮

অজানা আমি বলেছেন: /:)

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৯:২০

ইকবালখন্দকার বলেছেন: আমি বুঝিতে অপারগ।

২৯| ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪০

অলস ছেলে বলেছেন: কমেন্ট ১
তীব্র প্রতিবাদ। এই বিকৃত যৌনতানির্ভর পুরুষতান্ত্রিক মানসিকতা কে ধিক্কার।

কমেন্ট ২
থাকলে দোষ নাই, বুইললেই সব দোষ। খেক খেক।

---------------------
যাউকগা, আসল কমেন্ট হইলো:
ওহহো সেই ঘটনা। বিহারী বস্তিতে চা খাইতে যাইতাছিলাম, রাস্তায় আপনারেই তো দেখছিলাম বেগুনটা হাতে নিয়া চোখ বন্ধ কইরো কি জানি ভাবতাছিলেন। সেই দিনও কিছু বুঝিনাই, আজকেও বুঝলাম না।

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৩

ইকবালখন্দকার বলেছেন: তাইলে আর কবে বুঝবেন ভাই?আমি মরার পরে?

৩০| ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:২২

পুরাতন বলেছেন: =p~ =p~

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩

ইকবালখন্দকার বলেছেন: পুরাতন ভাই,পুরান চাল কিন্তু ভাতে বাড়ে।

৩১| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: লেখক বলেছেন: লাগলাম বেগুনের পেছনে।গণ পিটুনি খাবো নারীদের হাতে।ভাই বেগুনের সাথে নারীদের সম্পর্ক কী?
............
ভাই বেস্ট জুকস, মজাক পাইলাম :D :D :D

০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮

ইকবালখন্দকার বলেছেন: আমিও।

৩২| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

নতুন বলেছেন: এই জামানায় কে বেগুন দিয়া কি করলো... এইটা নিয়া চিন্তা করেন?

ভাল ভাল....

শিরোনাম ভাল লাগেনাই..

০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯

ইকবালখন্দকার বলেছেন: (শিরো)নামে কী যায় আসে!

৩৩| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩১

হামিদ পায়োনিয়ার বলেছেন: নারী জাতিকে আর কতো কলংক দিবেন..??
তাদের প্রতি আপনার বা আমাদের এই রকম বৈষম্মমুলক আচরন করা সমুচিৎ নয়।
তবে আপনার লেখাটির মাঝে অশালীনতা এবং নারীদের প্রতি আপনার অশ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটেছে এটা ঠিক।

কিছুমনে করবেন না। আমি শুধুমাত্র এটাই বললাম যা আমি মনে করেছি।

২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯

ইকবালখন্দকার বলেছেন: ধন্যবাদ।

৩৪| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৭

মামদোভুত বলেছেন: হিট পাইবেন। কাইলকা আবার একটা পোস্ট দিয়েন "মহিলা হোস্টেলের কিচেন থেইকা গাজর যায় কৈ?" এই টাইপের শিরোনামে

২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯

ইকবালখন্দকার বলেছেন: ভালো পরামর্শের জন্য ধন্যবাদ।

৩৫| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৯

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: খ্যাক খ্যাক, ভাই আপনের পাংখা হইয়া যাইতেছি। সেইরকম মামা সেই রকম।

২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১০

ইকবালখন্দকার বলেছেন: পাংখা হইতাছে!!কই,টের পাইতাছি না তো।

৩৬| ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮

এম আই এইচ রাজন বলেছেন: ভাই অান্নেরে এক্কেন প্লাস দিলাম। তই অঁার এক্কেন কতা অাছে অান্নে মাইয়াগো পিছনে এত লাইগ্যা গাছেন ক্যান।

২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৩

ইকবালখন্দকার বলেছেন: ভাই,আমার এইম ইন লাইফ হইলো নারীচিন্তাবিদ হওয়া।

৩৭| ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: মেঘ আপু বাক্য পূর্ন করবেন এই আশায় কতবার ঢু মেরে গেলাম। কিন্তু তিনি আর বাক্য পূর্ন করলেন না। আফসুস :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.