নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিট করুন

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

দুরের পাখি

ফারুক ওয়াসিফ সিন্ড্রোম : লক্ষণসমূহ ১ > সকালে ঘুম থেকে উঠে পেট ক্লিয়ার না হওয়া : ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত । ২ > রাস্তায় হাঁটতে গেলে ভুল করে ড্রেনের পানিতে পা দিয়ে দেওয়া : সিআইএ মোসাদের ষড়যন্ত্র । ৩ > বউএর জাঙ্গিয়া ময়লা : স্থানীয় জাঙ্গিয়া শিল্পের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী কর্পোরেট বেনিয়াদের আক্রমণ । ৪ > দেশপ্রেম এবং গর্বের মুক্তিযুদ্ধ নিয়ে নষ্টামি সহ্য না করা : ডিসকোর্স ইন্টারকোর্স না বুঝা ফ্যাসিবাদ নাযি জাতীয়তাবাদ ।

দুরের পাখি › বিস্তারিত পোস্টঃ

কিছু আঞ্চলিক (আমার জন্মাঞ্চলের )বাগধারা -প্রবাদ- প্রবচন সংকলন -২

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২৭

আগের পর্ব এইখানে

( আঞ্চলিক প্রবাদগুলাতে : চ এর উচ্চারণ 'সাইকেল' শব্দের 'স' এর মত হবে )



৯ > প্রবচন : কুত্তায় দিনে দিনে অজ করি আআইতো হারে, খালি চ্যাঙ্গামু্য়াল্লাই হারে না ।



শুদ্ধরুপ : কুত্তা একদিনে হ্বজ্জ কৈরা আসতে পারে (ইচ্ছা করলে), খালি চ্যাঙ্গার ঝোপের জন্য পারে না ।



অর্থ ও ব্যাখ্যা : চ্যাঙ্গামুড়া বা চ্যাঙ্গার ঝোপ একধরণের, শলাকা আকারের ঘাসের ঝোপ, মোটামুটি এক/দুই ফুট উচ্চতার । রাস্তার পাশে বেশি দেখা যায় (বা যাইতো, সাম্প্রতিক দেখি নাই) । ঐ ঝোপ দেখলেই কুকুর ঐখানে একটু জলত্যাগ করেই, যতবার দেখে ততবার । এমনিতে কুকুর খুব দ্রুত দৌড়াইতে পারলেও কোথাও যাওয়ার সময় ঐ ঝোপ যতবার পড়ে ততবার থামা এবং জলত্যাগের জন্য অনেক সময় নষ্ট করে ।

কোথাও যাওয়ার পথে বারবার থামা লোকজনের অবস্থা বুঝাইতে এই প্রবচন ব্যবহার করা হয় । আমার আম্মাজান আমারে প্রায়ই এইটা বলেন । কারণ হৈল, রাইত আটটায় ফোন কৈরা যদি বলি আসতাছি, বাসায় যাইতে যাইতে আমার সাড়ে নয়টা বাইজা যায় । আসার পথেই বিভিন্ন মোড়ে বিভিন্ন গ্রুপের ইয়ারদুস্তগো লগে আড্ডা দিতে দিতে ।



১০ : প্রবচন > হাইদলে বোয়ে খায়না বাত, চুরি করি চাইল চাবায়



শুদ্ধরুপ : সাদলে বউ খায়না ভাত, চুরি কৈরা চাউল চাবায়



অর্থ : রঙ ঢঙ কৈরা খাবার/উপহার এইসব কিছু ফিরাইয়া দিয়া পরে আফসোস করা লোকের অবস্থা বুঝাইতে ব্যবহার করা হয় ।



১১ : প্রবাদ > রসিক বাতেঅ মরে, রসিক শীতেঅ মরে ।



শুদ্ধরুপ : রসিক ভাতেও মরে, রসিক শীতেও মরে ।



অর্থ : অতিরিক্ত শৌখিনতা কৈরা , কম খাওয়া আর কম কাপড় পইড়া আসলে কোন লাভ নয় না । উল্টা ক্ষুদাও মিটে না শীতের দিনে শীতও নিবারণ হয় না ।



১২ : প্রবচন > দাদায় কইচে বাইনতে দান, বাইনতে আচি ওদা দান ।



শুদ্ধরুপ : দাদায় কইছে ধান ভানতে, ভানতে আছি ভিজা ধান



অর্থ : কাজে মনোযোগ নাই, কেবল হুকুম তামিল করার খাতিরে কোনরকমে লোক-দেখানি কাজ করার অবস্থা বুঝাইতে ব্যবহার করা হয় ।



১৩ : প্রবাদ > হাআস্তার তিন অবস্তা



শুদ্ধরুপ : সস্তার তিন অবস্থা



অর্থ : সস্তায় কিনা জিনিস ভালো হয় না ।



১৪ : বাগধারা > বাআই কাচে, গাঁডা দুরুই



শুদ্ধরুপ : বাড়ি কাছে, ঘাটা (প্রবেশপথ) দূরে



অর্থ : দূরত্ব কমই কিন্তু যাতায়াতে ঝক্কি ঝামেলা বেশি, ঐরকম অবস্থা বুঝাইতে ব্যবহার করা হয় ।



১৫ : বাগধারা > হাইল্লার লগে বাইল্লা নাচে



শুদ্ধরুপ : শালিকের লগে বাবুই নাচে



অর্থ : ছাগলের তিন নম্বর বাচ্চার মত, কিছু না বুইঝাই অন্যের দেখাদেখি মহাউৎসাহে কোন কিছুতে ঝাঁপাইয়া পড়া অবস্থা বুঝাইতে ব্যবহার করা হয় ।



১৬ : প্রবচন > বেয়ায় খেত খায়



শুদ্ধরুপ : বেড়ায় খেত খায়



অর্থ : রক্ষক যখন ভক্ষক, এর অর্থ ।

মন্তব্য ৪৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩১

সার্কিট বলেছেন: গম লাইগগে..... ইবা ক্যান লাগে...
"ঘরত নাই তেনা, মিডা দিই ভাতখানা"

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫০

দুরের পাখি বলেছেন: হ । ভাইজান মুনয় চাডিগঁইয়া ।

২| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৪১

কাক ভুষুন্ডি বলেছেন: ডাবল হৈয়া গেসে :#)

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫০

দুরের পাখি বলেছেন: ঠিক কইরা দিছি ।

৩| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৬

শয়তান বলেছেন: ওদা শব্দটা বহুদিন বাদে দেখলাম :)

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫১

দুরের পাখি বলেছেন: আমিও অনেকদিন পরে ইউজ করলাম ।

৪| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩২

হোরাস্‌ বলেছেন: মজা পাইলাম। +

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৬

দুরের পাখি বলেছেন: থ্যান্কু ।

৫| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৫

দস্যু বনহুর বলেছেন: চলতে থাকুক...

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৬

দুরের পাখি বলেছেন: স্টকে বেশি নাই, দেখি কদ্দুর চালাইতারি ।

৬| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৮

শত রুপা বলেছেন: হাইল্লার লগে বাইল্লা নাচে
হাইল্লার লগে বাইল্লা নাচে

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৭

দুরের পাখি বলেছেন: পড়ার লাইগা থ্যান্কু ।

৭| ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৪

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
মূলে নাই ঘর, পুবেদা দুয়ার

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৭

দুরের পাখি বলেছেন: ভাত নাই গরে, ছালন ছালন করে ।

৮| ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪০

অলস ছেলে বলেছেন: দাদায় কইচে বাইনতে দান, বাইনতে আচি ওদা দান ;)

সময় কুউউঊব খারাপরে ভাই।

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৮

দুরের পাখি বলেছেন: হ, হেইরামই চলতেআছে পড়ানেক । সময় কুঊব কারাপ ।

৯| ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫১

খারেজি বলেছেন: "রসিক বাতেঅ মরে, রসিক শীতেঅ মর

রসিকের ছাড়ন নাই।

আরন পয়লা নাম্বারডা ধ্রুপদী হইছে।

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৮

দুরের পাখি বলেছেন: হ ।

থ্যান্কু ।

১০| ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫১

নির্বাসন বলেছেন: আজা আজা...তোমার কপালে অক্ত কেন?
অক্ত নয় আনী, অং...

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৯

দুরের পাখি বলেছেন: আমাগো অমজানরে কিছু কয়োতো বাবা, আইত্যেবেলে আইত্যেবেলা কোটে কোটে গুরে, খুজ পাইনা ।

১১| ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৩

নির্বাসন বলেছেন: স্কুলে একবার এক বন্ধু কয়েকদিন অনুপস্থিত ছিলো...তো যেদিন ক্লাসে এলো, স্যার জিজ্ঞেস করলেন কী রে? কি খবর তোর? আসিসনি কেন?
বন্ধু বল্লো "স্যার, আমার আম পট্টিলো"...আমরা তো হা হা প গে।

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৯

দুরের পাখি বলেছেন: খিক খিক ।

১২| ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৬

সোজা কথা বলেছেন: হাইল্লার লগে বাইল্লা নাচে

২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০০

দুরের পাখি বলেছেন: দেইখা আইলাম ।

১৩| ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯

শয়তান বলেছেন:
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
মূলে নাই ঘর, পুবেদা দুয়ার


চিনা চিনা লাগে ।

২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০০

দুরের পাখি বলেছেন: হ, আমারো চিনা চিনা লাগে ।

১৪| ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৯

লীনা দিলরূবা বলেছেন: দারুন.......১ম টার চাইতে এইটা ভাল হৈছে।

২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০০

দুরের পাখি বলেছেন: সবিতো আঞ্চলিক মিয়া, ১মডা আর ২য়ডা কি ?

১৫| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৫

সুহেল রাজজ বলেছেন: অনেক জিনিস জানলাম ,
ভাল লাগল ।


ধন্যবাদ

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:০৮

দুরের পাখি বলেছেন: ধন্যবাদ ।

১৬| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩১

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:

তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি নেই,

.............পথেই পড়ে রই।
ফলে চিনা ত হইতেই পারে। কিন্তু ঠিক অঙ্ক মিলতাছে না।
আমি দীপঙ্কর, থাকি আগরতলা।

১৭| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৪

শয়তান বলেছেন: তাই তো কই ভৈরব বি.বাড়িয়ার টোন পাইতেছি কেন ? কথযরীতি কি দু অন্চলেই পুরোপরি এক না কিছুটা পার্থক্য আছে দীপঙ্কর দাদা ?

১৮| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৯

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
ঠিক ঠিক। ব্রাহ্মনবাড়িয়া তো এখান থেকে সামান্যই দূরে, মানুষতো একই, চাপানো একটা লাইন মাঝখানে।

১৯| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০১

শয়তান বলেছেন: হ । গ্রেটার পার্বত্য ত্রিপুপুরা নাম ছিল এই অন্চলের । এখনও পুরানো দলিলদস্তাবেজে এই নাম পাই ।

২০| ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৩

শয়তান বলেছেন: **ত্রিপুপুরা = ত্রিপুরা

২১| ২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১১

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
পার্বত্য ত্রিপুরা বোধহয় ঠিক এই জায়গাটা নয়। চট্টগ্রাম ইত্যাদি নিয়ে। আরকানিদের সাথে ত্রিপুরা রাজার যুদ্ধ ইত্যাদি আছে।
এটা তখন প্রিন্সলি স্টেট( আগরতলা), তবে বিষয়টা সামগ্রিক ভাবে সেটাই ঐযে পার্বত্য ত্রিপুরা। এখনও খুব বুড়ো লোককে দেখেছি চিঠিতে লেখেন, তিফেরা, মানে ঐ পার্বত্য ত্রিপুরা ।

ঐ জেলায় কী ব্রাহ্মনবাড়িয়াও ছিল?

২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৩

দুরের পাখি বলেছেন: কুমিল্লা আছিল । আমার গ্রামের বাড়ি থাইকা হাঁইটা যাওন যায় ত্রিপুরা ।

২২| ২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৪

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
ব্যথা চাগার দিয়া ওঠে ভাই এইসব কথা শুনলে। কুমিল্লা'র ট্রেন যেটা কসবা দিয়া যায়, এখনও ডাক দিয়া কথা কওয়া যায়, ট্রেনের মানুষের লগে। কত হইব-----------------১৫ মিটার দূরত্ব ট্রেন স্টেশন আর এইপারের। এইটার উপর দিয়া কি চট্টগ্রামের ট্রেইন যায়?


কুমিল্লাই ছিল বাড়িয়া, ঠিক ঠিক। এখনতো জেলা, আখাউরা উপজেলা, তাই না?
এখনও আগরতলা শহরের প্রধান সড়কটির নাম আখাউরা রোড।সেই রাস্তাটি সোজা আখাউরা যায়, মাঝে এখন চেক গেট পড়ে, এই যা

২৭ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

দুরের পাখি বলেছেন: হুমম আখাউড়া এখন উপজেলা । ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা । আমার গ্রামের বাড়ি অবশ্য আরো দক্ষিণে । ফেনীর কাছে ।

২৩| ২৭ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২০

নাজনীন১ বলেছেন: ১১ নং কমন পড়েছে। বিশেষ করে যারা ডায়েট কন্ট্রোল করে তাদেরকে গার্জিয়ানরা বেশী বলে থাকে।

২৭ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

দুরের পাখি বলেছেন: হ, আমার মাইঝা বইনরে আমার আম্মায় প্রায়ই চেতায় এইটা বৈলা ।

২৪| ২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫০

শূন্য আরণ্যক বলেছেন: ভালো হৈসে । :)

২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৯

দুরের পাখি বলেছেন: আইচ্চা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.