![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতাবিরোধী অপরাধ কি?
স্ট্রাচু অফ দি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রোম এর এক বিবৃতিতে বলা হয়েছে, " মানবতাবিরোধী অপরাধ হল এমন একটি জঘন্যতম অপরাধ যা মানব গোষ্টিকে ভয়ানক ভাবে আক্রমণ করে,মানবতার কবর রচনা করে এবং মানুষের অধঃপতন ডেকে আনে।"অন্যভাবে বলা যায়, কোন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত বিরোধের জের ধরে দু দল বা গোষ্ঠির জনগণের মাঝে হত্যা, ধর্ষণ, নির্যাতন, অপহরণ, গুম, লুটতরাজ ইত্যাদি সংঘটিত হলে তাকেই মানবতাবিরোধী অপরাধ বলে।
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের সেকাল-একাল
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ
বাংলাদেশ ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল। পাকিস্থানের শোষন-পীড়ন এর কারনে মূলত এই যুদ্ধ। উপরের সংঙ্গা গুলো বিশ্লেশন করলে বোঝা যায়, ১৯৭১ সালে বাংলাদেশে উপরোক্ত অপরাধ গুলো সংঘটিত হয়। এসব মানবতা বিরোধীঅপরাধের শিকার হয় মূলত, নারী,শিশু ও বৃদ্ধ। সে সময় অপরাধ গুলো যারা করেছে তারা কিছু ছিল সুবিধাবাদী চাটুকার, রাজনৈতিক আশ্রয়ের দালাল, এবং সুযোগ সন্ধানী ব্যাক্তিবর্গ এবং লুটেরা মাস্তান রা। পাকিস্থনী বাহীনিও যে যেখানে সুযোগ পেয়েছে, সেখানে খুন, ধর্ষন সহ অনান্য অপরাধের খেলায় মত্ত ছিল।
বর্তমানের মানবতাবিরোধী অপরাধ
প্রতিদিনের খবরের কাগজ দেখলে বর্তমান বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের চিত্র দেখা যাবে তা বলা বাহুল্য। হত্যা, ধর্ষণ, নির্যাতন, অপহরণ, গুম, লুটতরাজ ইত্যাদি ১৯৭১ সালেও হয়েছে এখনো হচ্ছে! সাধারণ জনগণ আজ অতিষ্ট। ১৯৭২ সালে শেখ মুজিব ক্ষমতার পর পর দেশে দুভিক্ষ দেখা দিয়েছিল, শুধু মাত্র একচেটিয়া বাকশালীর কারনে, রক্ষী বাহীনীর কারনে। আজও তাই করছে তার মেয়ে শেখ হাসিনা।
এখন আমি বলতে চাই, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ আর বর্তমান মানবতাবিরোধী অপরাধের মধ্যে পার্থক্য?
১১ ই মে, ২০১৪ সকাল ১১:৪৪
বাংলার নেতা বলেছেন: তাহলে ওদের বিচার হচ্ছে, এদের হবে না কেন?
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৪ রাত ৩:৪৭
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: না যুদ্ধের সময়কার অপরাধ আর বর্তমান সময়কার মানবতাবিরধি অপরাধ ,এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এটা সেই একই জিনিস একই রকমের ঘৃণার যোগ্য। একাত্তরের রাজাকার আর বর্তমান সরকারী রাজাকার--- একই মুদ্রার এপিঠ ওপিঠ।