নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লৌহ মানব

লৌহ মানব › বিস্তারিত পোস্টঃ

আমার লুঙ্গি বৃত্তান্ত

০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০২

বুয়েটে ১/১ পার করার পর প্রথম নেট কানেক্শন নিলাম।তখন থেকে সামুতে ব্লগ পরা শুরু।প্রথম পরলাম নির্জন স্যার এর ব্লগ।অসাধারন একজন ব্লগার।যা কিছু লিখেছেন সব নিজেকে,

নিজের জীবনকে নিয়ে,বুয়েট লাইফ নিয়ে।সীমিত পরিসরে কোন বিষয়কে তিনি যে ভাবে ফুটিয়ে তুলেছেন তা এক কথায় অসাধারন।তারপর দীঘ্ দিন ব্লগ পড়ায় বিরতি।২/২ এসে দেখি আমার ক্লাসের ও ফ্রণ্ড সার্কেলের অনেকেই ব্লগ লেখে। আমিন , মিলু ,সাফিউল , ইনজাম,মেহেদী,অয়ন সহ আরো অনেকে।এদের লেখা দেখে নিজেরও খুব লিখেতে ইছে হল।কিন্তু কি নিয়ে লিখব? নিজেকে নিয়ে যে লাইফ নিয়ে খুব বেশি হতাশ,নাকি নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনা নিয়ে,নাকি নিজের গড়া ব্যাণ্ড নিয়ে,নাকি লিখব আমার ভালবাসার সেই মানুষটিকে নিয়ে যার জন্য আমি সব করতে পারি।ভাবতে ভাবতে ৩/২ পার হয়ে গেল। এলো সিএসই ফেস্টিভাল।ম্যাগাজিনের জন্য লেখা দরকার।তাই শেষে ঠিক করলাম নিজেকে নিয়েই লিখি না কেনও,নিজের তারুণ্যের কিছু সোনালি দিন গুলিকে নিয়ে,স্কুল লাইফে ফেলে আসা মজার স্মৃতি গুলিকে নিয়ে।আজ সেই সোনালি দিনের কিছু মজার স্মৃতি আপনাদের সাথে শেয়ার করবো।

ছোটবেলা থেকেই বাসায় হাফ প্যান্ট পরতে বেশি স্বাচ্ছন্দ অনুভব করতাম। কিন্তু বাবা ধার্মিক হওয়ায় তিনি তা পছন্দ করতেন না।

তাই শুরু হল আমাকে লুঙ্গি পরানোর চেস্টা।তখন থেকেই আমার লুঙ্গি পরার শুরু।কিন্তু লুঙ্গি আমি কখনওই ঠিক রাখতে পারতাম না।মাঝেই জনসস্মুখে তা আমার সাথে বিট্রে করতো।তাই বাবা বাসায় না থাকলে ও রাতে ঘুমানোর সময় ঠিকই আবার হাফ প্যান্টে ব্যাক করতাম। ক্লাস থ্রী তে পরার সময় থেকেই একা একটি রুমে একা বিছানায় ঘুমাতাম ।ক্লাস সিক্সে এ পরার সময় প্রথম লুঙ্গি পরে ঘুমাতে গেলাম।এখানে উল্লেখ যে আমি সাধারনত আমার রুমের দরজ়া বন্ধ করতাম না ।পরদিন ছিলো বড় বোনের বিয়ে,বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। তাই ঐ দিন দরজা বন্ধ করেই ঘুমাতে গেলাম। সারা দিন কাজ করে ক্লান্ত তাই সাথে ঘুম চলে এলো ।সারা রাত ঘুম হলো কড়া। সকালে ঘুম ভাঙ্গলো একটু বেলা করে।একটু শীত শীত এবং খালি খালি লাগছিল ।প্রথমে কিছু বুঝতে পারলাম , ব্যাপারটা কি ? শীত লাগছে কেন ?হঠাৎ বুঝতে পারলাম আমার শরীরের নিন্মের অংশে কিছু নেই। আমার লুঙ্গি গেল কই? একটু খুজতে গিয়ে দেখি লুঙ্গি আমার খাটের নীচে এক পাশে পরে আছে।রাতে ঘুমের মধ্যে কখন যে হাত পা ছোরাছুরি করতে করতে লুঙ্গি খুলে গেছে তা আর টের পাই নি।আমার ভাগ্য ভাল যে সে দিন দরজা বন্ধ করে ছিলাম। ফলে সে যাত্রায় মান সম্মান খোয়ানোর হাত বেঁচে যাই।

আর একটি মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো।তখন আমি ক্লাশ টেন এ পড়ি।বাষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক হবে কিন্তু অভিনেতার বড়ই অভাব।আবার যারা অভিনয় করতে ইচ্ছুক তারা কেউই ভিলেনের অভিনয় করতে রাজি নয় । কারন আর কিছু নয়, নাটকে যে ভিলেনের চরিএ । নাটকে ভিলেনের ক্যারেক্টারটা এমন যে ভিলেন হলো গ্রামের একজন দুষ্ট মোড়ল বা

মাতব্বর ।গ্রামের মানুষদের বিভিন্ন ভাবে ঠকানো আর তাদের নানা ভাবে অত্যাচার করা তার কাজ।এতো টুকু হলে কোন সমস্যা ছিলনা,কিন্তু ঝামেলা করলো নাটকে যোগ হওয়া গ্রামের মহিলাদের সাথে মাতব্বরের বিভিন্ন লুইচ্চামি করা এবং খেচ্চর মাতব্বর উপাধি লাভ।ফলে সবাই এক রকম নিশ্চিত যে নাটকের পরে সবাই যে ভিলেনের অভিনয় করেছে তার নামের আগে খেচ্চর উপাধি যোগ করে সম্ভাষন করা হবে ।ফলে কেউ আর ভিলেনের অভিনয় করানোর জন্য রাজী করানো গেলোনা। ছোটবেলা থেকে রগচটা,মারামারিতে ওস্তাদ আর একটি বিশেষ মানব প্রজাতির প্রতি বিশেষ দূর্বল থাকার কারনে আমার প্রবল আপত্তি থাকা সত্বেও আমাকেই সবাই ভিলেন নির্বাচন করে ফেল্ল ।শেষ পযন্ত স্যারের কড়া ধমক আর একই সাথে সেরা অভিনেতা পুরষ্কারের আশ্বাসে রাজী না হয়ে আর উপায় থাকলো না।বাবার কাছে পরীক্ষা ফেল করেও প্রথম হবার অভিনয়,মায়ের কাছে বাজার করার টাকা হারিয়ে ফেলার অভিনয়, স্যারদের কাছে পড়া না পারার কারন হিসাবে অসুস্থ থাকার অভিনয় ,সর্বপরি বালিকাদের সাথের প্রেমের অভিনয়ের দক্ষতার কারনে নাটকে আমার অভিনয় কার থেকে খারাপ হলোনা বরং সেরা অভিনেতার দৌড়ে আমার নামটা এগিয়েই থাকলো ।কিন্তু ঝামেলা বাধলো অন্য জায়গায়,সেই আমার লুঙ্গি পারার অদক্ষতায়।মাতব্বর গ্রামের লোক তার উপর আবার কঠিন বকধার্মিক লোক সুতরাং তার পরিধানের কাপড় হলো পাঞ্জাবী আর লুঙ্গি।কিন্তু আমি আবার লুঙ্গি পরতে পারি না,যাও পরি মাঝে মধ্যে তাও জন সম্মুখে খুলে গিয়ে আমার মান ইজ্জতের বারোটা বাজায়।নাটকের রিয়ার্সালের প্রথমদিকে শার্ট-প্যান্ট পরে অভিনয় করি।ফলে তেমন কোন সমস্যা হয়নি।কিন্তু ঝামেলা হলো অনুষ্ঠানের আগের দিন ফাইনাল রিয়ার্সালের সময়।সে দিন সবাই নাটকে নিজ নিজ চরিএ অনুসারে ড্রেস পরে অভিনয় করছিল।কিন্তু আমি মতব্বরের মত লুঙ্গি পরে অভিনয়ের সময় বার বার লুঙ্গি তে পা জরিয়ে যাচ্ছিল আর লুঙ্গি খুলে যাবার উপক্রম হচ্ছিল।শেষে এক বড় ভাই এর কথা মত লুঙ্গি অনেকটা স্কার্টের মত করে পরে বেল্ট দিয়ে বেধে নিলাম আর কোন মতে সেই দিনের রিয়ার্সাল শেষ করলাম।পরদিন সন্ধ্যায় মূল অনুষ্ঠান শুরু হল।জাতীয় সংগীত ,

কুরআন তিলাওয়াত,আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সবার শেষে শুরু হলো নাটক।নাটকে আমরা সবাই দারুন অভিনয় করলাম। ফলে দর্শকরাও বেশ মজা পেল।আমার অভিনয় আর ভিলেন মার্কা হাসির জন্য তালি তুলনা মূলক বেশিই পেলাম। যাই হোক নাটকের শেষের দৃশ্যটা ছিল এমন যে মাতব্বরের চালাকি আর বদমাইশি গ্রামবাসীর নিকট ফাঁস হয়ে যাওয়া গ্রামবাসী তাকে গনপিটুনি দিবে আর মাতবর গনপিটুনি খেয়ে দৌড়ে পালাবে।এই দৃশ্যে অভিনয়ের সময় মাতবর রূপি আমাকে সবাই গনপিটুনি দিল।আর আমি মাটিতে ব্যাথার পাওয়ার অভিনয় করে মাটিতে গড়াগড়ি দিতে লাগলাম।হঠা দেখি দর্শক প্রচন্ড আনন্দে তালি দেওয়া শুরু করলো। আমি ভাবলাম আমার দারুন অভিনয় দেখে দর্শকে এত তালি আর আনন্দ।কিন্তু তার পরই অনুভব করলাম যে লুঙ্গি মামা আমার সাথে আবার বেঈমানি করছে। গড়াগড়ির এক পর্যায়ে কখন যে লুঙ্গি মামা আমার গাএ ত্যাগ করেছে আর অন্য একজনের লাঠিতে আটকে তা বর্তমানে গ্রামবাসীর পতাকার রূপ ধারন করেছে তার আমি কিছুই টের পাইনি।এরপর দৌড় দেয়ার পালা।এবার আর গনপিটুনি থেকে বাঁচার জন্য বা তালি পাওয়া লোভে নয় ,এবার দৌড় নিজের মান-ইজ্জত ম্যানহোল পরা থেকে বাচাঁনোর জন্য। তারপর ...........................

বাকি ঘটনা না হয় সামনের সিএসই ফেস্টিবলেই বলব।



মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১১

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: ্লন ভাই আপনার জন্য কয়টা লুঙ্গি কিনলামঃ

০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৮

লৌহ মানব বলেছেন: ভাই আমি লুঙ্গি মালকোচা স্টাইল ছাড়া পরিনা ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৪

মেঘবন্ধু বলেছেন: ভালো লাগলো।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০০

আজমান আন্দালিব বলেছেন: হাহাহা... =p~ =p~

আপনার লুঙি খুলে যাওয়ার কাহিনী থেকেই মনে হয়ে ব্লগে হাসতে হাসতে লুঙ্গি খুলে গেল (হাহালুখুগে) কমেন্টের উৎপত্তি...

১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৮

লৌহ মানব বলেছেন: বস আপনার লুঙ্গি সংগোপনে খুললেও সমস্যা নাই কিন্তু ভরা ষ্টেজে আমার অবস্থা একটু চিন্তা করুন।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: নিচে শর্ট প্যান্ট পরেন নাই?? আমার মনে হয় পড়েছিলেন, কারণ ন্যাড়া কখনও দুবার বেলতলায় যায় না ;)

১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:০১

লৌহ মানব বলেছেন: ভাই যদি প্যান্ট পরতাম তা হলে কি দর্শকের তালির আওয়াজ এত প্রচন্ড হতো???????

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

দুরন্ত জেসি বলেছেন: লুঙ্গির নিচে প্যান্ট পড়বেন। ঝামেলা থেকে বেঁচে যাবেন। ;)

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২২

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: লুঙ্গির সাথে সেন্ট পাওলি হইলে সেইরাম ম্যাচ কর্তো =p~ =p~ =p~

পোস্টে জাঝা :)

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১১

বিতর্কিত বিতার্কিক বলেছেন: আজমান আন্দালিব বলেছেন: হাহাহা...

আপনার লুঙি খুলে যাওয়ার কাহিনী থেকেই মনে হয়ে ব্লগে হাসতে হাসতে লুঙ্গি খুলে গেল (হাহালুখুগে) কমেন্টের উৎপত্তি...আজমান আন্দালিব বলেছেন: হাহাহা...

আপনার লুঙি খুলে যাওয়ার কাহিনী থেকেই মনে হয়ে ব্লগে হাসতে হাসতে লুঙ্গি খুলে গেল (হাহালুখুগে) কমেন্টের উৎপত্তি...

৮| ১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১৪

মিলু বলেছেন: বেল্ট দিয়ে লুঙ্গি পড়ছিস? আমিও টেরাই নিয়া দেখি দাঁড়া।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫২

চেয়ারম্যান০০৭ বলেছেন: আফনের লেখা বালা পাইলাম ;) পোস্টে পিলাচ দিলাম।
ভাই আমারো এ রকম ইস্টরি আছে,পইড়া দেইখেন টাইম পাইলে।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৮

নাঈম আহমেদ আকাশ বলেছেন: যাই লুঙ্গি খুলে প্যান্ট পড়ে আসি পরে যদি আবার হা হা লু খু যায়? =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.