![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)
শাশুড়ি বলাই কয় বো গো বো
কলতলাত যাই কয়ান থালা বাসন ধো
বউ কয় হাইতান্ন আঁই হাইতান্ন
দরকার অইলে আইজ ভাত খাইতান্ন
শাশুড়ি কয় ওমা কিয়া কয় আঁর বো-মা
আইজগা আইয়ুক হলা দিয়ুম কান মলা
কি বিয়া কইচ্ছে ইগা জমি বেচি হাঁচ বিঘা
বউরে কয় আইচ্ছা,বাসন আঁই ধুই আনি
তুই কাঁথা সিলাও সুঁই আনি
বউ কয় হাইতান্ন আঁই হাইতান্ন
সুঁইয়ের ভিতর হুতা ভইরতাম হাইতান্ন
শাশুড়ি কয় হিছা মার আঁর কোয়ালে
গরু ডাকে এর গোয়ালে
তারে যাই দাও ভূসি-খের
দুধ দোয়াই আনো সোয়া সের
বউ কয় হাইতান্ন আঁই হাইতান্ন
বেয়ান বেয়ান গোয়ালো যাই
গরুর গুঁতা খাইতান্ন
শাশুড়ি কয় ওমা তুঁই কিয়া হারো
যাও যাই চাইরগা চাইল ঝারো
নইলে যাও বাপের বাড়ি
আঁই একলাই কাম কইত্তাম হারি
বউ কয়, যাইতান্ন আঁই যাইতান্ন
আন্নেরে হুতেরে থুই কোনআনো যাইতান্ন
গেলে যাইয়ুম তারে লই
আমনে থাইক্কেন একলা বই
নইলে হইয়ুম জুদা
নিজে রান্দি নিজে খাইয়ুম
যখন লাইগবো ক্ষুধা//
পূনশ্চঃ শিরোনামে উল্লেখ করা হয়েছে, এটি একটি রম্য 'কবিতা'। শুধু মজা করার জন্যই লেখা। তাই কবিতাটি কেউ সিরিয়াসলি নিয়ে গোস্বা হলে সে দায় একান্তই তার নিজের।
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪০
ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রাণিত হলাম। অনেক ধন্যবাদ।
২| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৪
শায়মা বলেছেন: ভালো হয়েছে।
আমি বউ এর দলে।
বৌ এনেছে নাকি কাজের মেয়ে?
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৫
ঈশান মাহমুদ বলেছেন: বউরাতো বউ এর দলে থাকপে, সেটাই স্বাভাবিক। তবে আজকের বউ'ই কিন্তু আগামী দিনের শাশুড়ি।
৩| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৭
নূর আলম হিরণ বলেছেন: ভালো রম্য কবিতা হয়েছে।
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৬
ঈশান মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।
৪| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: আঞ্চলিক শব্দে আমার কোনো দখল নাই। নোয়াখালি, সিলেট, চিটাগাং এঁর আঞ্চলিক শব্দ তো কিছুই বুঝি না। জানি না।
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৮
ঈশান মাহমুদ বলেছেন: নোয়াখালীর ভাষা কিন্তু খুব বেশী দুর্বোধ্য নয়। বলতে না পারলেও বুঝাটা কিন্তু খুব সহজ।
৫| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ২:১১
নেওয়াজ আলি বলেছেন: আন্নে ভালা লিখেন
১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৯
ঈশান মাহমুদ বলেছেন: ভাই, একসময় হয়তো ভালো লিক্তাম। এখন পারি না। এই সবই পুরোন...।
ভালোবাসা রইলো।
৬| ১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: অরে আঁর ঈশান মাম্মুদ ভাই! কি কবিতা বানাইলা!
আঁই হাইত্তান্ন, না আসি আর হাইত্তান্ন।
১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৪
ঈশান মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ব্রো।
৭| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৭
মিরোরডডল বলেছেন:
আবৃতি হলে শুনতে আরও বেশী মজা লাগতো ।
আন্নেরে হুতেরে থুই কোনআনো যাইতান্ন
গেলে যাইয়ুম তারে লই
শাশুড়ির কথা না শুনলেও শাশুড়ির ছেলের জন্য প্রেমতো সেইরকম !
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১:০৯
ঈশান মাহমুদ বলেছেন: হা হা হা, এটা বউ-শাশুড়ীর চিরন্তণ বৈশিষ্ট্যের অংশ মাত্র।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা রম্য কবিতা হলেও সাহিত্যের মান বিচারে এই কবিতাটা ভালোভাবে উত্তীর্ণ হবে।