নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবিংশ শতাব্দীর প্রজন্ম

আমি বড় হওয়ার স্বপ্ন দেখি না।। দেশ আমাকে নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে ।।

আমি সিহাব

নিজেকে নিয়ে কি আর লিখবো ।। তারপরেও কিছু লেখার চেষ্টা করছি। আমি খুব সাধারন একজন মানুষ । আমার সবচেয়ে বড় দোষ হচ্ছে আমি অতিতে ঘটে যাওয়া কিংবা সামনে ঘটতে পারে এমন ঘটনা নিয়ে বছরের প্রায় ৩৬০ দিনই মন খারাপ করে থাকি । আমার সবচেয়ে বড় গুন হচ্ছে সম্মানিত লোক কে আমার সম্মান দিতে খুব ভালো লাগে। আমি খুব চঞ্চল প্রজাতির খুব ভদ্র এবং অলস টাইপের লোক । বর্তমানে আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নরত আছি ।

আমি সিহাব › বিস্তারিত পোস্টঃ

টাইমমেশিন_৭১

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

ইহ । নিজের শহরটাকে চিনতে পারছি না । যে জায়গায়টাই আমি এখন দাঁড়িয়ে আছি অই জায়গায়টাতে এখন জঙ্গল এর কিছুবছর পরেই হয়তো আমাদের বাসা এখানে হয়েছে । সময়টা যে ১৯৭১ , তা চারপাশে তাকালেই বুঝা যায় । সবখানে ২ পাকিস্তান নিয়ে কথা চলতেছে ।

২৫ মার্চ রাত -১৯৭১:

আমাদের এখানে এখনো ফাকিস্তানি (পাকিস্থান) হানাদার বাহিনী এখনো আসে নাই তবে রেডিও তে শুনতেছি ঢাকাতে নাকি অনেক মানুষকে হানাদার বাহিনীরা মেরে ফেলছে ।অপারেশন সার্চলাইট (ইংরেজি: Operation Searchlight) নামে এই অপারেশনে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মধ্যমে তারা ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল । তখন বাবা সহ আমরা সবাই অনেক ভয় পেলাম ।

২৬ মার্চ -১৩ডিসেম্বর ১৯৭১:

সকালে রেডিওতে স্বাধীনতার ঘোষনা পত্র পড়া হয়েছে । চারদিকে সবাই দেখি মুক্তিযুদ্ধের জন্য রেডি হইতেছে । এই রহিম চাচা,করিম চাচা সবাই যুদ্ধে গেছেন। আমার দাদা(পিতামহ) পরিবারের সবাইকে ইন্ডিয়া যেতে বলছে কিন্তু কেউই যেতে রাজি হয় নাই । শেষমেশ সবাই এই কয়মাস মুক্তিযোদ্ধাদের সাহায্য করেগেছেন ।

এ কি আবু চাচা ! উনি না মুক্তিযোদ্ধা । উনি যে সব মুক্তিযোদ্ধার বাড়ি পুরাই দিতেছে ।আহ! তিনি সবহানাদার বাহিনীদের সাহায্য করতেছেন । তিনি তাইলে রাজাকার । অথচ তিনি এখন মুক্তিযোদ্ধা সেজে সমাজে ঘুরে বেড়াচ্ছেন ।তিনি তা কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করছেন । হায়রে আবু চাচা !

ডিসেম্বরের প্রথম দিকেই দেশর সব জেলা আস্তে আস্তে স্বাধীন হচ্ছে ।

১৪ ডিসেম্বর-১৬ ডিসেম্বর ১৯৭১:

দেশ একবারে বিজয়ের দ্বারপ্রান্তে । অই সময় ১৪ তারিখে হানাদার বাহিনী বাংলাদেশের সকল বিজ্ঞ ব্যাক্তিদের ধরে নিয়ে মেরে ফেলে ... এদের মধ্যে আমাদের লক্ষ্মীপুরের মুনির চৌধুরিও ছিলেন । খুব খারাপ লাগতেছে তাই ।এরপরের কাহিনী তো সবাই এখন জানে । ১৬ ডিসেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে ।

#টাইমমেশিন_১৯৭১



২০১৩ সাল থেকে ১৯৭১ সালে টাইমমেশিন নামের কথিত যন্ত্র দিয়ে গিয়ে অই সময়কার কিছু অনুভুতি নেয়ার চেষ্টা করলাম । আমার মনে হয়েছে আমি ৭১ এ ফিরে গেছি । আমাদের সমাজে এখনো আবু চাচার মত ভুয়া মুক্তিযোদ্ধা আছে যারা আসলেই রাজাকার ছিল । তাদের অইসময়েই মেরে ফেলা উচিত ছিল । তাহলে এখন আর বাংলাদেশ নামে একটি কিশরের এই প্রশ্নবিদ্ধ বিচারের সম্মুখীন হতে হতো না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.