![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে কি আর লিখবো ।। তারপরেও কিছু লেখার চেষ্টা করছি। আমি খুব সাধারন একজন মানুষ । আমার সবচেয়ে বড় দোষ হচ্ছে আমি অতিতে ঘটে যাওয়া কিংবা সামনে ঘটতে পারে এমন ঘটনা নিয়ে বছরের প্রায় ৩৬০ দিনই মন খারাপ করে থাকি । আমার সবচেয়ে বড় গুন হচ্ছে সম্মানিত লোক কে আমার সম্মান দিতে খুব ভালো লাগে। আমি খুব চঞ্চল প্রজাতির খুব ভদ্র এবং অলস টাইপের লোক । বর্তমানে আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নরত আছি ।
ইহ । নিজের শহরটাকে চিনতে পারছি না । যে জায়গায়টাই আমি এখন দাঁড়িয়ে আছি অই জায়গায়টাতে এখন জঙ্গল এর কিছুবছর পরেই হয়তো আমাদের বাসা এখানে হয়েছে । সময়টা যে ১৯৭১ , তা চারপাশে তাকালেই বুঝা যায় । সবখানে ২ পাকিস্তান নিয়ে কথা চলতেছে ।
২৫ মার্চ রাত -১৯৭১:
আমাদের এখানে এখনো ফাকিস্তানি (পাকিস্থান) হানাদার বাহিনী এখনো আসে নাই তবে রেডিও তে শুনতেছি ঢাকাতে নাকি অনেক মানুষকে হানাদার বাহিনীরা মেরে ফেলছে ।অপারেশন সার্চলাইট (ইংরেজি: Operation Searchlight) নামে এই অপারেশনে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মধ্যমে তারা ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল । তখন বাবা সহ আমরা সবাই অনেক ভয় পেলাম ।
২৬ মার্চ -১৩ডিসেম্বর ১৯৭১:
সকালে রেডিওতে স্বাধীনতার ঘোষনা পত্র পড়া হয়েছে । চারদিকে সবাই দেখি মুক্তিযুদ্ধের জন্য রেডি হইতেছে । এই রহিম চাচা,করিম চাচা সবাই যুদ্ধে গেছেন। আমার দাদা(পিতামহ) পরিবারের সবাইকে ইন্ডিয়া যেতে বলছে কিন্তু কেউই যেতে রাজি হয় নাই । শেষমেশ সবাই এই কয়মাস মুক্তিযোদ্ধাদের সাহায্য করেগেছেন ।
এ কি আবু চাচা ! উনি না মুক্তিযোদ্ধা । উনি যে সব মুক্তিযোদ্ধার বাড়ি পুরাই দিতেছে ।আহ! তিনি সবহানাদার বাহিনীদের সাহায্য করতেছেন । তিনি তাইলে রাজাকার । অথচ তিনি এখন মুক্তিযোদ্ধা সেজে সমাজে ঘুরে বেড়াচ্ছেন ।তিনি তা কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করছেন । হায়রে আবু চাচা !
ডিসেম্বরের প্রথম দিকেই দেশর সব জেলা আস্তে আস্তে স্বাধীন হচ্ছে ।
১৪ ডিসেম্বর-১৬ ডিসেম্বর ১৯৭১:
দেশ একবারে বিজয়ের দ্বারপ্রান্তে । অই সময় ১৪ তারিখে হানাদার বাহিনী বাংলাদেশের সকল বিজ্ঞ ব্যাক্তিদের ধরে নিয়ে মেরে ফেলে ... এদের মধ্যে আমাদের লক্ষ্মীপুরের মুনির চৌধুরিও ছিলেন । খুব খারাপ লাগতেছে তাই ।এরপরের কাহিনী তো সবাই এখন জানে । ১৬ ডিসেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে ।
#টাইমমেশিন_১৯৭১
২০১৩ সাল থেকে ১৯৭১ সালে টাইমমেশিন নামের কথিত যন্ত্র দিয়ে গিয়ে অই সময়কার কিছু অনুভুতি নেয়ার চেষ্টা করলাম । আমার মনে হয়েছে আমি ৭১ এ ফিরে গেছি । আমাদের সমাজে এখনো আবু চাচার মত ভুয়া মুক্তিযোদ্ধা আছে যারা আসলেই রাজাকার ছিল । তাদের অইসময়েই মেরে ফেলা উচিত ছিল । তাহলে এখন আর বাংলাদেশ নামে একটি কিশরের এই প্রশ্নবিদ্ধ বিচারের সম্মুখীন হতে হতো না ।
©somewhere in net ltd.