নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবিংশ শতাব্দীর প্রজন্ম

আমি বড় হওয়ার স্বপ্ন দেখি না।। দেশ আমাকে নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে ।।

আমি সিহাব

নিজেকে নিয়ে কি আর লিখবো ।। তারপরেও কিছু লেখার চেষ্টা করছি। আমি খুব সাধারন একজন মানুষ । আমার সবচেয়ে বড় দোষ হচ্ছে আমি অতিতে ঘটে যাওয়া কিংবা সামনে ঘটতে পারে এমন ঘটনা নিয়ে বছরের প্রায় ৩৬০ দিনই মন খারাপ করে থাকি । আমার সবচেয়ে বড় গুন হচ্ছে সম্মানিত লোক কে আমার সম্মান দিতে খুব ভালো লাগে। আমি খুব চঞ্চল প্রজাতির খুব ভদ্র এবং অলস টাইপের লোক । বর্তমানে আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নরত আছি ।

আমি সিহাব › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

কোথায় যেন পড়েছিলাম মনোবিজ্ঞানীদের মতে, "কোন সম্পর্ক ৭ বছর পার করলে সে সম্পর্ক আর কখনো ভাঙে না ।" আসোলে একটা সম্পর্কের জন্যে ৭ বছর অনেক সময় । ৭ বছরে সম্পর্কের অনেক উত্থান পতন হয়, এ উত্থান পতন সহ্য করতে পারলে লাইফটাইম সহ্য করাও কোনো বেপার না । সম্পর্ক পারিবারিক হয় , ভালোবাসার হয় ... হয় বন্ধুত্তের ।যদিও সম্পর্ক গুলা সৃষ্টিকর্তা আগে থেকেই নির্ধারণ করে দেন, কিন্তু এই সম্পর্কগুলা টিকে থাকে আমরা সম্পর্কটার প্রতি কতটা আন্তরিক তার উপর। প্রত্যকটা সম্পর্কের শুরু হয় ২জনের আগ্রহ থেকে, কিন্তু সম্পর্কের শেষ হওয়ার ক্ষেত্রে একজনই দায়ী। বেশীরভাগ সম্পর্কের ইতি হয় শুধু মাত্র আরেকজনের অবহেলায় কিংবা বিশ্বাস না থাকার কারনে । সম্পর্কগুলা শুরু হওয়ার আগেই নির্ধারণ করা উচিত সম্পর্কটা কি ভালোবাসার না বন্ধুত্তের । কেননা মাঝপথে চিন্তা করার সুযোগ নেই কিংবা মাঝপথে এসে ফিরে যাওয়ার কোন পথও থাকে না ।সব সম্পর্কই অধিকার আর বিশ্বাসের উপর ভর করে বেঁচে থাকে । যে সম্পর্কে অধিকার কিংবা বিশ্বাস থাকে না সেটা শুধু সম্পর্কের অভিনয় ছাড়া আর কিছু নয় ।

আমার প্রায় মনে হয়, যেকোনো সম্পর্কই মানুষের ইমোশন নিয়ে খেলা করে । যেকোনো সম্পর্কের ক্ষেত্রে সেই সবচেয়ে বেশী লাভবান, যে তার ইমোশনকে লুকায় তে পারে । যদিও সবাই তা পারে না । কিছুমানুষ খুব সহজেই তার ইমোশনগুলা প্রকাশ করতে পারে ।। কিন্তু কিছু মানুষ কিছুতেই তা পারে না । এধরনের মানুষগুলা অনেক অভিমানী হয় । অন্যজনের ভুলকে নিজের ভুল হিসেবে ধরে নিজেকেই কষ্ট দেয়। নিজের অজান্তেই তাদের হৃদপিণ্ডের রক্ত ক্ষরণ হতে থাকে ।

প্রায় ধিক্কার চলে আসে তাদের প্রতি যারা কোনো সম্পর্কের সঠিক ব্যখ্যা দিতে পারেনা । খুব কষ্ট হয় যখন দেখি ২০ বছর একই ছাদের নিচে থাকার পর মাঝপথে হাতটি ছেড়ে চলে যায় শুধুমাত্র একটি ডিভোর্স লেটারকে সাক্ষী রেখে । কষ্ট হয় যখন দেখি সহজ প্রানবন্ত কেউ হঠাত করে নির্জীব হয়ে যায় শুধুমাত্রকে একটি খারাপ সম্পর্কের কারনে । সেই মানুষটিকে দেখে অনেক মায়া হয় , যে তার জীবনের বেশীরভাগ সময় পার করেছে শুধুমাত্র একটি খারাপ সম্পর্কের পিছনে । সেই মানুষটার জন্যে অজান্তেই চোখে জল আসে যে তার ভালোবাসাকে লুকিয়ে রেখে বন্ধুত্তের অভিনয়ে ব্যস্ত । একটা সময় এই মানুষগুলাই বলতে থাকে, সম্পর্ক মানেই পেইন , সম্পর্ক মানেই একজন আরেকজনকে ঠকানো, অন্যের ইমোশন নিয়ে খেলা করা ।

মানুষগুলা সম্পর্কের কাছে বন্দী । মানুষ সম্পর্কের দাস । সম্পর্ক মানুষকে মনে রাখে না, মানুষই শুধু তার ইমশনকে সম্পর্কের কাছে সপে দেয় । সর্বোপরি সেই চিরন্তন কথায় মনে পড়ে ... "সম্পর্কগুলা কন্সট্যান্ট আর মানুষগুলাই ভেরিয়েবল ।"

জগতের সব সম্পর্কের মানুষগুলা সুখী হোক , সকল সম্পর্কই পরিপূর্ণতা পাক ।। :( :(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

ধূসরছায়া বলেছেন: 'জগতের সব সম্পর্কের মানুষগুলা সুখী হোক, সকল সম্পর্কই পরিপূর্ণতা পাক!' :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

আমি সিহাব বলেছেন: সত্যি বলতে বেশীরভাগ সম্পর্ক কখনই পরিপূর্ণতা পায় না।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.