![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামিক সমাহার এ আপনাকে স্বাগতম, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান সমৃদ্ধ করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই ওয়েভ সাইটের মাধ্যমে নামাজ, রোজা, হজ্ব, জাকাত, আল-কুরান, বিভিন্ন দোয়া, হামদ-নাত সহ ইসলামের প্রয়োজনীয় সকল তথ্য মানুষের কাছে প্রচার করছি।
কালেমা তাইয়্যেবাঃ
لاَ اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
অর্থঃ আল্লাহ্ ছাড়া কোন সত্য উপাস্য নাই, এবং হযরত মুহাম্মাদ (সঃ) আল্লাহ্র রাসুল।
কালেমা শাহাদাতঃ
اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُه
উচ্চারনঃ আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। তিনি এক এবং তাঁর কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (সঃ) তাঁর বান্দা ও রাসূল।
কালেমা তাওহীদঃ
لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ وَاحِدَ لاَّثَانِىَ لَكَ مُحَمَّدُرَّ سُوْلُ اللهِ اِمَامُ الْمُتَّقِيْنَ رَسُوْ لُرَبِّ الْعَلَمِيْنَ
উচ্চারনঃ লা-ইলা-হা ইল্লা আন্তা ওয়াহিদাল্লা ছানিয়ালাকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাক্বীনা রাসূলু রব্বিল আ লামীন।
অর্থঃ মহান আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ (রব) নেই, তিনি এক এবং অদ্বিতীয়। হযরত মুহাম্মদ (সঃ) মুত্তাকীনদের ইমাম এবং আল্লাহ্র প্রেরিত রাসূল।
কালেমা তামজিদঃ
لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ نُوْرَ يَّهْدِىَ اللهُ لِنُوْرِهِ مَنْ يَّشَاءُ مُحَمَّدُ رَّسَوْ لُ اللهِ اِمَامُ الْمُرْسَلِيْنَ خَا تَمُ النَّبِيِّنَ
উচ্চারনঃ লা-ইলা-হা ইল্লা আন্তা নূরাইইয়াহ দিয়াল্লা-হু লিনুরিহী মাইয়্যাশা য়ু, মুহাম্মাদুর রাসূলুল্লা হি ইমা মুল মুরসালীনা খাতামুন নাবিয়্যীন।
অর্থঃ হে আল্লাহ্! তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তুমি জ্যোতিময় । তুমি যাকে চাও, স্বীয় জ্যোতি দ্বারা সঠিক পথ দেখিয়ে থাক, মুহাম্মদ (সাঃ) প্রেরিত রাসুলগনের ইমাম এবং শেষ নবী।
তথ্য সুত্রঃ Click This Link
©somewhere in net ltd.