নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখার মতো কিছুই নাই।আমি কিছু বলতে চাই। আমি প্রায় ২-৩ বৎসর যাবৎ অনেক চেষ্টা করেও অনলাইন থেকে ১টাকাও ইনকাম করতে পারি নাই। আসলেই কি অনলাইন থেকে ইনকাম করা যায় নাকি আমাদের দিয়ে এই সব হবে না। বুঝতে পারছি না। যদি কেউ অনলাইন থেকে ইনকাম করেছেন খুব সহজে

মোঃ ইসমাইল চৌধুরী

আমার জন্মের পর থেকেই আমি কম্পিউটার ব্যবহার করি। জীবনে খেলাধুলা খুব একটা ভালো লাগতো না। কম্পিউটার ই আমার সব । বর্তমানে আমার কম্পিউটারের ২টা দোকান আছে এবং আমি একটা সরকারী প্রতিষ্ঠানে চাকরী করি।

মোঃ ইসমাইল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তুমি অনেক অনেক সুন্দর

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

কেন যে তোমার নিজেকে নিয়ে এত্ত আফসোস! নাকটা বোচা কেন, চুলগুলো প্রাণহীন কেন, গায়ের রঙ চাপা কেন। আরো কত কি! রিমোট নিয়ে টিভির সামনে বসে আমার মত বদমাশ মার্কেটারদের বানানো বিজ্ঞাপণগুলো দেখে নিজেকে যখন তুমি পুরোপুরি বদলে ফেলতে চাও, তার আগেই তোমার জানা উচিত যে তুমি অনেক অনেক সুন্দর। তুমি যেমন, ঠিক তেমনটাই অনেক সন্দর তুমি। পা থেকে মাথা পর্যন্ত - হৃদয় হতে আত্মা অবধি অনেক সুন্দর তুমি। কোন প্রয়োজন নেই তোমার বিজ্ঞাপনের মডেলদের দেখে আফসোস করার। ফেয়ারনেস ক্রীম ব্যবহার করে আরেকটু ফর্শা হবার, অথবা ছোট ভাইকে আইসক্রীম খেতে দেখে মনে মনে আফসোস করার। কি প্রয়োজন পড়েছে তোমার ডায়েটিং করার? ওয়েট মেশিনটাকে তোমার জীবনের নির্ধারক বানানোর আগে জেনে নাও, তুমি অনেক অনেক সুন্দর। পাটকাঠির মত শুকনা মেয়েটাকে দেখে মন ছোট করার কোন কারন নেই তোমার, কারন তুমিও অনেক অনেক সুন্দর।যেসব ম্যাগাজিনের কভার পেইজ জুড়ে এসব হিবিজিবি লেখা থাকে সেই ম্যাগাজিনের টাকাটা কোন পথশিশুকেই দিয়ে দাও বরং। মিডিয়া ম্যানুপুলেশনের শিকার হবার আগে জেনে নাও তুমি অনেক অনেক সুন্দর। যে সময়টুকু তুমি নিজের তথাকথিত ক্ষুতগুলোকে ঘৃণা কর, সেটুকু সময় অন্য কোন কাজে দেয়া যায় না কি? যে পরিমান অর্থ নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য ব্যয় করছ তা দিয়ে অন্য কোন কিছু কি করা যায়? তুমি তো এমনিতেই সুন্দর। আয়নার প্রতি যে মনযোগটুকু দেয়া হয় সেটা অন্য কিছুতে দিলে কেমন হয় বল তো? তুমি একই কামিজ সপ্তাহে তিন বার অথবা এক জোড়া জুতো সপ্তাহ জুড়ে পরে দেখ তো কি হয়! একদিন যদি ম্যাচিং লিপস্টিক না পর দেখ তো কি হয়! নাহয় একদিন মাশকারা বা আইলাইনারকে ড্রয়ার থেকে বের না করলে! অবাক হলে, কেউ খেয়াল করল না দেখে? আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা কাটানো হয়তো স্বাভাবিক তোমার জন্য। কিন্তু সেটা যে মোটেও ঠিক হচ্ছে না! তুমি যে এমনিতেই সুন্দর। পাশের বাড়ির মেয়েটার সথে নিজেকে নাহয় তুলনা নাই করলে। নিজেকে নিজে প্রতিদিন বল যে তুমি অনেক সুন্দর। বুঝতে শিখ আসল সৌন্দর্যকে। এই যে বান্ধবীর দুঃখে তোমার মন খারাপ হয়ে গেল, তার প্রতি এই সহানুভূতিটাই তোমার সৌন্দর্য। এইযে নিঃসার্থ ভাবে এতটা ভালবাসতে পার, সেটাই তোমার সৌন্দর্য। আকাশের মত বিশাল তোমার হৃদয়, এইযে উদারতা তোমার, এটা যে কত সুন্দর কিভাবে বোঝাই তোমায়। তোমার সামান্য উপকারের বদলে প্রাণখোলা যে কৃতজ্ঞতার হাসিটা দাও তুমি, সেটা কত সুন্দর তুমি জানলেও না! মন খারাপ করে যখন বাচ্চাদের মত গোমরা মুখ করে বসে থাক, তখন যে তোমায় কি সুন্দর লাগে তোমাকে সেটা কি করে বোঝাই? বন্ধুত্বের খাতিরে নিস্বার্থ ভাবে কত কি করলে, সেটা বুঝি সুন্দর নয়? প্রতিদিন এত শত মানুষের সাথে দেখা হয়, খুজে দেখ তো, সত্যিই কি তারা সুন্দর? তোমার সহজ সরল বান্ধবীটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও তো যে সে সুন্দর। অন্যদের জন্য সুন্দর কিছু করা যে আয়নার সামনে দাঁড়িয়ে আফসোস করার থেকে অনেক সুন্দর!অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ কর তো! ম্যাগাজিনের কোন ইস্যুতেই নিজের জীবনের সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবেনা, এই সত্যটা উপলব্ধি কর। কোন প্রসাধনই খুব দীর্ঘ সময়ের জন্য সৌন্দর্য এনে দিবেনা তোমায়, এটা বুঝতে শিখ। কোন জামা, জুতো বা চুলের স্টাইলের সাধ্য নেই তোমাকে সুন্দর বানানোর। তুমি তো এমনিতেই সুন্দর। বুঝতে পারলে যে কত বোকা তুমি! এত সুন্দর তুমি আর সেটা বুঝেও বুঝ নি!একটা গোপন কথা বলি তোমায় কানে কানে- এই সৈন্দর্য যখন তুমি বিলিয়ে দাও, তখন যে তুমি আরো বেশী সুন্দর হয়ে ওঠ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.