![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু স্বপ্ন আজও আমায় বাঁচিয়ে রেখেছে । সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমার পথ চলা স্বাভাবিক নয় । আমি হতাশাবাদীদের দলে নই । অনেক আলো জ্বালতে হবে, মনের অন্ধকারে ।
একবার অামেরিকার রাস্তায় একটি হিংস্র কুকুর
একটি শিশুকে আক্রমণ করলো। হিংস্র কুকুরের
আক্রমণ থেকে রক্ষার জন্য শিশুটি আর্তনাদ
করতে থাকলো। কিন্তু কোন পথচারী শিশুটিকে
রক্ষায় এগিয়ে আসলো না। . কিছুক্ষণ পর এক
সাহসী যুবক কুকুরের আক্রমণ থেকে শিশুটিকে
রক্ষা করলেন । তা দেখে সাংবাদিকরা যুবকটির
সাহসিকতার প্রশংসা করে ইন্টার্ভিউতে
জিজ্ঞেস করলো, "আপনি কিভাবে এত
সাহসিকতার সাথে শিশুটিকে উদ্ধার করলেন?" .
সেই যুবক হাসতে হাসতে জবাব দিলেন, "এতে
সাহসের কি আছে? আমি ফিলিস্তিনের অধিবাসী,
আমাদেরকে প্রতিনিয়ত এরকম কুকুরদের সাথে
যুদ্ধ করে বেঁচে থাকতে হয় !" . তারপর সংবাদ
শিরোনাম পাল্টে গেল! . এবার শিরোনাম হলো
"মুসলমানদের হাত থেকে রাস্তার নিরীহ কুকুরও
রেহাই পায় না!!" . এই হচ্ছে মুসলমানদের
বর্তমান অবস্থা!! আমরা হাজার ভালো কাজ
করলেও কুলাঙ্গার মিডিয়া তা অন্যখাতে
প্রবাহিত করে, সত্য ঘটনা আড়াল করে
মুসলমানদের দোষী করে তা প্রচার করা হয়!!
উপরের গল্পটা তার শ্রেষ্ঠ উদাহরণ!!
©somewhere in net ltd.