নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যাত্রায় আমিও একজন!

ইসমাঈল রাকিব খাঁন

কিছু স্বপ্ন আজও আমায় বাঁচিয়ে রেখেছে । সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমার পথ চলা স্বাভাবিক নয় । আমি হতাশাবাদীদের দলে নই । অনেক আলো জ্বালতে হবে, মনের অন্ধকারে ।

ইসমাঈল রাকিব খাঁন › বিস্তারিত পোস্টঃ

ভাল লাগা আর ভালবাসা এক না

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৭

আজকাল কাউকে ভালো লেগে যাওয়াটা খুব
সহজ ... কেউ একটা ছবি দেখে হুটহাট ক্রাশ
খাচ্ছে
...কেউ আবার রঙ নাম্বারে ফোন দিয়ে মিষ্টি
একটা ভয়েসের প্রেমে পড়ে যাচ্ছে ... ফেসবুকে
কয়েকটা পোস্ট পড়ে হৃদয় খুব সহজেই দুর্বল
হয়ে যাচ্ছে ...।
কিন্তু সত্যি ব্যাপারটা হলো একটা মানুষ শুধু
তার চেহারা না, তার ভয়েস না, তার ফেসবুক
আইডি কিংবা তার ফ্যামিলি-কারিয়া র না ...
একটা মানুষের মূল পরিচয়ে তার লিমিটেশন গুলো,
তার দুর্বলতা গুলো, তার সমস্যা গুলোও থাকে!!
তাই যেদিন কাউকে তার ভালো ভালো দিক
গুলোর সাথে তার সমস্যা গুলো,তার
লিমিটেশনগুলো সহ ভালোবাসতে পারবে, তাকে
গ্রহণ করতে পারবে সেদিনই বুঝতে পারবে তাকে
ভালোলাগা থেকে ভালোবাসতে শুরু করেছো ...
তার আগ পর্যন্ত যা আছে সবই "মোহ"-যাস্ট
"ক্রাশ" ... এই অনুভুতি গুলো টিকবেও না
বেশিদিন!!
ভালোবাসতে গেলে স্যাক্রিফাইস করতে হয় ..
কম্প্রোমাইজ করতে হয় ... আজকাল তাই
কাউকে ভালো লেগে যাওয়াটা খুব সহজ ...
কাউকে ভালোবাসাটা খুব কঠিন ... খুব

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.