![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে গিয়েছিলাম মিরপুর লালকুঠি এলাকায়, স্থানীয়দের সাথে কথায় জানতে পারলাম- কেন এলাকার নাম 'লালকুঠি' হয়েছে। ইংরেজ শাসনকালে এখানে সাধারণ মানুষের চিকিৎসার্থে একটি স্থাপনা গড়া হয়। সেই আমলে লাল রঙের দালানটি পরিচিত বদলে হয়ে যায় লালকুঠি।
সেটি এখনো টিকে আছে; সেটা দেখতে গেলাম বাজার রোডে। বেশ আশাহত হলাম। তারই কিছু ছবি এখানে নিয়ে এসেছি
আজ এমন দশা হয়েছে
ঘুলঘুলি থেকেও বেরিয়ে এসেছে দেশি বটের ডাল
পিছনে গড়ে উঠছে সরকারী লালকুঠি ম্যাটার্নিটি হস্পিটাল; এখন কাজ বন্ধ, সরকার বদলে যাওয়ায় ৯ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত পড়ে আছে। সন্ত্রাসীদের আখড়া এখন।
বটের আরো ছায়া আছে সেখানে
পিছন থেকে আজ দেখতে যেমন
সামনেটা এমন
আবর্জনার ভাগাড়
নিজেকে মেলে ধরেছে আরো কিছু গাছ।
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কত টাকার প্রয়োজন হয়? অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সদিচ্ছা; যা আমাদের একদমই কম।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
ইসমত বলেছেন: কিছুদিন পূর্বে পত্রিকায় পড়েছিলাম টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ফলকে এখনো শোভা পাচ্ছে 'পূর্ব পাকিস্তান' শব্দটি। গত ৪৬ বছরে কারো নজরে লেখাটি পড়ে নি! পড়েছে ঠিকই তবে দায়িত্ব নেয় নি।
সরকার সব করবে ভাবনায় নিজেদের বন্দী না করে স্থানীয়রা কিছু কিছু উদ্যোগ গ্রহণ করলে আমাদের চারপাশ আরো সুন্দর রাখতে পারতাম।
বিরোধীদের পেছনে সময় নষ্ট না করে দেশের জন্যে কাজ করলে অন্যরাও ফালতু কথা ও কাজ থেকে বিরত থাকতে বাধ্য হবে।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কত টাকার প্রয়োজন হয়? অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সদিচ্ছা; যা আমাদের একদমই কম
এই কথাটার সাথে একমত
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
ইসমত বলেছেন: কিছুদিন পূর্বে ফার্মগেটে খামারবাড়ি সংলগ্ন পুরাকীর্তি সরকারী আমলারা ধ্বংশ করে ফেলে। এখনো ধ্বংশাবশেষ সেখানে পড়ে আছে। রক্ষার নির্দেশনার কাগজ পৌঁছাতে দেরী হওয়ায় হাইকোর্ট চেষ্টা করেও ব্যর্থ হয়।
আমরা নতুন চকচকে জিনিসের সৌন্দর্য পছন্দ করি; ঐতিহ্যের গরিমার সৌন্দর্য জাতিগতভাবে অবহেলা করি। এখানে বাজেট কম এটা কেবলই একটি ফালতু অজুহাত মাত্র।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭
মরুচারী বেদুঈন বলেছেন: ইসমত ভাই, বেশি ব্যাস্ত থাকেন নকি?
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
এতো বিশাল ঐতিহাসিক স্হান!
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:১২
ইসমত বলেছেন: আসলে সেদিনই প্রথম জানতে পারি লালকুঠি বিষয়ে, সেটাই এখানে শেয়ার করলাম।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কত টাকার প্রয়োজন হয়? অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সদিচ্ছা; যা আমাদের একদমই কম।
সহমত
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: এই লাল কুঠির এবং আরো অনেক স্থাপনার অনেক যত্ন নেওয়া উচিত।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২
ইসমত বলেছেন: আসলেই, যত্নে থাকা পুরোনো স্থাপনা দেখতে বেশ ভালো লাগে, গর্ববোধ করি।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই বাজার রোড না, মাজার রোড। আমি ঐ এলাকারই
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭
ইসমত বলেছেন: গভীর মনোযোগের সাথে পড়ার জন্যে ধন্যবাদ।
যে রাস্তা দিয়ে মিরপুর ১ থেকে শাহ আলী মাজার হয়ে গাবতলী যাওয়া যায় সেটাই মাজার রোড; আর যে পথটি মাজার রোড থেকে লালকুঠি বাজারে ঢুকেছে ওটাই বাজার রোড।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: এই নামে তো ডাকতেশুনি নাই কাউরে... ঐ জায়গার জীমে যাইতাম, মসজিদে রেগুলার নামাজ পড়তাম কিন্তু কাউরে শুনি নাই বাজার রোড কইতে....
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০
ইসমত বলেছেন: আমি স্থানীয়দের মুখে শুনেই লিখেছি; সে রোডের কি নাম আপনি জানেন?
১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭
খায়রুল আহসান বলেছেন: আপনার বেশ কিছু কথা আমার ভাল লেগেছে। যেমনঃ
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কত টাকার প্রয়োজন হয়? অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সদিচ্ছা; যা আমাদের একদমই কম
আমরা নতুন চকচকে জিনিসের সৌন্দর্য পছন্দ করি; ঐতিহ্যের গরিমার সৌন্দর্য জাতিগতভাবে অবহেলা করি।
আর সচিত্র পোস্টটা তো ভাল লেগেছেই। + +
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫
ইসমত বলেছেন: আপনার ভাবনার সাথে মিলে যাওয়ায় ভালো লাগলো। ঐতিয্যের গরীমা আমাদের উপলব্ধিতে ধরা দেয় না।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৯
মেহবুবা বলেছেন: পুরোনো স্থাপনা এবং তার ইতিহাস জানা ছিল না। ধন্যবাদ আপনাকে ।
আজ ৬ তারিখে লালকুঠি মেটারনিটিতে কিছু সেবা কার্যক্রমের উদ্বোধন হবার কথা; এলাকার মানুষের উপকার হবে আশা করছি।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সংরক্ষণ করা উচিত। কিন্তু সরকারগুলো শুধু বিরোধী দলের পেছনেই সময় নষ্ট করে...