নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইটি আরন

সগটবৃদক

আইটি আরন › বিস্তারিত পোস্টঃ

পুরুষ নির্যাতন দমন আইন

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪১



এ কথা সত্যি যে নারীরা বেশি পরিমানে নির্যাতনের স্বীকার হন । কিন্তু পুরুষেরা যে একেবারে হন না মোটেও তা কিন্তু নয় । নারীর মতোই বহু পুরুষই ঘরের বদ্ধ প্রকাষ্ঠে স্ত্রী বা স্ত্রীকূলের স্বজনদের দ্বারা বহু রকমের নির্যাতনের স্বীকার হন ।



কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে বেড়ে ওঠায় পৌরষিক চেতনার কারনে ও লোকলজ্জার ভয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিরব থাকেন কিংবা অন্তরালে অশ্রু বিসর্জন করেন । আর এটি নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যে সে নিজের নির্যাতনের কথা অন্যের কাছে প্রকাশে কুন্ঠাবোধ করে । কারন মানুষ মনে করে সে যে অন্যের দ্বারা নিগৃহিত হয়েছে তা প্রকাশ পেলে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে । এই বোধ থেকে অনেকেই নিরব থাকে ।



আর নারীদের পাশে দাঁড়াতে এদেশে অনেক এনজিও গড়ে ওঠায় নারীরা সহজেই সেখানে যেতে পারছে, তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারছে ও বিশেষ আইন থাকায় আইনগত প্রতিকার পাচ্ছে । কিন্তু পুরুষেরা বিশেষ করে স্ত্রী ও প্রেমিকার কাছ থেকে নিগ্রহ ও নির্যাতনের শীকার হওয়া স্বত্তেও বিরুপ সামাজিক পরিবেশ এবং উপযুক্ত আইন ও প্রতিষ্ঠানের অভাবে তাদের কষ্ট গ্লানি ক্ষোভ আর হতাশার কথা, নিপিড়ন নিগ্রহ আর নির্যাতনের ইতিহাস সবসময়ই রয়ে যাচ্ছে লোকচক্ষুর অন্তরালে । এই সব ক্ষোভ কষ্ট হতাশা ও নিপিড়ন থেকে অনেক সময়ই নানা প্রকার অপরাধ ঘটছে যার ফলে শেষ পর্যন্ত ঐ পুরুষটিকেই নারী নির্যাতক হিসাবে চিহ্নিত করে সমাজ তাকে জেলে পাঠাচ্ছে ।



এ অবস্থা থেকে পরিত্রান পেতে অবলম্বে পুরুষ নির্যাতন প্রতিরোধ ও দমন আইন চান কে কে ??





বাংলাদেশের আইন কানুন জানতে জয়েন করুন Fan Page

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

েশয়ারফান বলেছেন: চাই :(( :(( :(( :(( :((

২| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৩

আইটি আরন বলেছেন: :#) :#) :#) :#) :#) :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.