নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
জীবন মানে পানি, পানি মানেই জীবন- একথা আমরা সবাই জানি। সেই পিচ্ছিকাল থেকেই বই পুস্তকে ও বিটিভির বিজ্ঞাপন দেখেই শুনে এসেছি
আসলে আমরা একটু কষ্ট, পরিশ্রম করলেই আমাদের পিপাসা পায়।
কিন্তু কেন?
আমরা জানি, আমাদের রক্তে সবসময় পানি ও লবণের উপস্থিতি থাকে। শরীরের কোষগুলোতেও এই দুটি উপাদান বিদ্যমান। স্বাভাবিক অবস্থায় রক্তে পানি ও লবণের অনুপাত সমান থাকে।
যদি কোনো কারণে রক্তে পানির পরিমাণ কমে যায়, তাহলে দুটি পদার্থের অনুপাতও পরিবর্তিত হয়।
এ অবস্থার সৃষ্টি হলে মস্তিষ্কের তৃষ্ণা বা পিপাসা কেন্দ্র গলায় সংকেত পাঠায়। এর ফলে কণ্ঠনালী সংকুচিত হতে শুরু করে।
এই সংকোচন কণ্ঠনালীকে ক্রমে শুষ্ক করে তোলে এবং আমাদের পিপাসা লাগে। তখন আমরা পানি খাই।
তবে পাকস্থলী ও রক্তে পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও অনেক সময় আমরা পিপাসা বোধ করি। নোনতা জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে রক্তে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় এমনটি হয়। তাই আমাদের পিপাসা পায়
অন্য কিছু বেশী পান কিংবা খাওয়াতে ক্ষতি বা রোগ হলেও, বেশী পানি পান করাতে কোন রোগ কিংবা সমস্যা হয় না, বরং বেশিই উপকার হয়।
তাই বলবো, পানির উপর নাম জীবন, বেশী বেশী করে পানি পান করুন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, বিশুদ্ধ পানি হতে হবে। কিন্তু বর্তমান যে অবস্থা বিশুদ্ধ পানিতেও নাকি ফরমালিন মিশানো হচ্ছে !!
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২৭
এমএম মিন্টু বলেছেন: তবে বিশুদ্ধ পানি হতে হবে ।