নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
টসে জিতে ব্যাট করতে নেমে পাহাড়সম রানের দিকে এগুচ্ছে শ্রীলঙ্কা। অবস্থা তেমন একটা ভালো না, লঙ্কাদের রানের পাহাড় গড়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে আমাদের টার্গেট ৩০০+ হবেই। আজকের বল ও ফিল্ডিং দুইটার খুবই খারাপ অবস্থা, জানি না ব্যাটের অবস্থা কেমন হয়!
ব্যাট যদি বল ও ফিল্ডিং এর মত খারাপ হয় তাইলে পুরাই শেষ হয়ে যাবো। খুবই আশাহত ছিলাম আজকে জিতবো।
কিন্তু না, কথায় আছে না...
মানুষ বাঁচে আশায় দেশ বাঁচে ভালোবাসায়।
হ্যাঁ, আমরা নিরাশ হবো না, আমরা আমাদের টাইগারদের উপর আশাহত আমরা জিতবো। ইনশা-আল্লাহ্
বর্তমান স্কোরঃ এই পর্যন্ত শ্রীলঙ্কার ১ উইকেটের বিনিময়ে ৪৩ ওভারে ২৪৭ রান। দিলসানের সেঞ্চুরি!
ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম উইকেট'টা কিন্তু রুবেলই পেয়েছে, তাই আমরা হ্যাপি
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ ভাই, এর চেয়ে নতুন টিমরা খুব ভালো ফিল্ডিং করেছে দেখলাম! আমাদের কি যে হবে বুঝতেছিনা!
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮
ভাঙ্গা হৃদয় বলেছেন: আমাদের টেস্ট স্ট্যাটাস তো বাদ আরও দশ বছর আগেই দেওয়া উচিত ছিল। ঐটা খেলার যোগ্যতা জীবনেও আমাদের ছিল না। এখন ওয়ানডেও বাদ দেওয়া যায় নাকি তা দেখতে হবে। অথবা আফগানিস্হান , আয়ারল্যান্ড এদের সাথে কন্টিনিউয়াসলি ১০ ম্যাচ ভাল খেললে বিশ্বকাপে সুযোগ দিতে হবে। এত হতাশা আর ভাল লাগে না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: না রে ভাই এমন ভাবে বলবেন না! আমরা এখনো আইসিসি কাউন্সিলে জিম্বাবুয়ের চেয়েও বেশ ভালো আছি।
জানি আপনার ব্যক্তিগত হতাশা স্বাভাবিক, আপনার মতই আমিও একই রকম হতাশ, কিন্তু তবুও যে আমার দেশ!
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩
ভাঙ্গা হৃদয় বলেছেন: আমিতো ভাই জিম্বাবুয়ে রাখার পক্ষেও না। আমি চাই সব দেশই একটা কোয়ালিটি মাইনটেইন করুক। এভাবে খেললে দেশের সম্মান কখনও বাড়ে না। হ্যা সকিব পার্সোনালি ভাল খেলে বাট এস এ টিম বিডি এখনও ওয়ানডে খেলা শিখে নাই। ২০ বছর খেলা পর জেতার হার ২৩ পার্সেন্ট যার বেশীরভাগ জিম্বাবুয়ে টাইপের দেশের সাথে। এটাকে উন্নতি না বলে অবনতি বলা ভাল। বোলিং, ফিলি্ডং যে কোন পর্যায়ে সেটা তো দেখলেনই । ব্যাটিং এ ২৫০ করতে পারে কিনা সন্দেহ আছে আমার। এভাবে খেলার থেকে না খেলা ভাল। তাতে আমাদের আবেগ নিয়ে এটলিস্ট খেলা হবে না।
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আসলে সেইটা হবার না, এভাবে হলে তো বিশ্বকাপে শুধু দুই-তিনটা দল ছাড়া আর কেউ খেলতে পারবে না
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: ক্যাপ্টেন্সি আর ফিল্ডিং এর কোন তাল ঠিকানা পেলামনা.......পাপন মিয়া অষ্ট্রেলিয়া গিয়া সুজনরে নিয়া পুরা টিমই চেঞ্জ কইরা দিছে........। সবাই যেখানে মার খাচ্ছিলো....মাহামুদুল্লাহ ছিলো ব্যাতিক্রম......আর তাকে বাদ দিয়ে শেষ ওভারগুলো রুবেল আর তাসকিনকে আনার যুক্তিটা কি.......ওদের মাথায় কি চলছে আল্লাহই জানে......ব্যাটিংএও আরেক দফা হতাশ হওয়ার জন্য অপেক্ষায় আছি......বিলো ২০০ স্কোর দেখার চান্স আছে আজ.....
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২১
চাটগাইয়া জাবেদ বলেছেন: পাপন ও সুজনরে মনে হয় সরাই দিলে খেলার পরিবর্তন আসবে!
তাছাড়া কম বেশী সব দেশের খেলোয়াড়দের দেখেছি দিনে দিনে পরিবর্তনের দিকে কিন্তু আমাদের খেলোয়াড় গুলো দিনে দিনে যেন খারাপের দিকে যাচ্ছে!
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪
ঢাকাবাসী বলেছেন: কর্তারা ক্রিকেটের অ আ বোঝে? আর প্লেয়াররাই বা কি বোঝে?
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: কর্তারা ক্রিকেটের অ আ না বুঝলেও কিন্তু পাপন সাহেব কিছুদিন আগে বুঝেছে(জানলো) যে ৬ বলে এক ওভার হয়
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
ভাঙ্গা হৃদয় বলেছেন: শোনেন ভাই এই ফিল্ডিং নিয়া ওয়ার্ল্ড কাপ খেলাটা লজ্জার। আইসিসির কিছু কোয়ালিটি মাইনটেইন করা উচিত।