নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
"হইলজ্জার(কলিজা) ভিতুর গাথি রেক্কুম তোয়ারে, সিনার লগে বাঁধি রেক্কুম তোয়ারেও ননাইরে, হইজ্জার ভিতুর গাথি রেক্কুম তোয়ারে" / "চোড চোড ঢেউ তুলি পানি, চোড চোড ঢেউ তুলি। লুসাই পাহাড় উরত্তুন নামিয়েরে যারগই কর্ণফুলি" / "ওরে সাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। তোই আমারে, তোই আমারে, তুই আমারে করলি দিওয়ানারে সাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা...
চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী #শেফালী_ঘোষ। জন্মঃ ১১ জানুয়ারি ১৯৪১ - পরলোক গমনঃ ৩১ ডিসেম্বর ২০০৬,
শেফালী ঘোষ জন্ম ১১ জানুয়ারি ১৯৪১ সালে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ায়। পাঁচ বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। গান শেখার জন্য ১৯ বছর বয়সে চট্রগ্রাম আসেন। সেখানে পরিচয় হয় সঙ্গিতানুরাগী ননী গোপাল দত্তর সাথে। পরিচয়ের সূএ ধরে দুজনে বিবাহ করে। তাদের শুধু মাত্র একটি ছেলে।
চট্রগ্রামের আরেক আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী শ্যাম সুন্দর বৈষ্ণব এর সাথে গানের জুটি গড়ে তোলেন। তাদের দুজনের গান তখন গ্রাম-বাংলার মানুষের মুখে মুখে শোনা যেত। জনপ্রিয় এই শিল্পী মহান মুক্তিযুদ্ধের সময় গান গেয়ে মুক্তিযুদ্ধাদের অনুপ্রাণিত করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শেফালী ঘোষের তিন হাজারেরও বেশী গান রয়েছে। রয়েছে ১৬০ টির মত একক গানের অ্যালবাম। এছাড়া তিনি ২৫ টি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে'ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, ,নাতিন বড়ই খাঁ,, ও বানু বানুরে' ইত্যাদি। তিনি যুত্তরাষ্ট্র্য, যুত্তরাজ্য, জাপান, কানাডা, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ২৫ টিরও বেশী দেশে সংগীতপরিবেশন করেছেন। চট্টগ্রামের আঞ্চলিক গানের স্বরলিপি নিয়ে একটি বই বের করার কাজও শুরু করেছিলেন।
৩১ ডিসেম্বর ২০০৬ রোজ রবিবার সন্ধ্যা ৬,১৫ মিনিটে আমাদের কাঁদিয়ে তিনি পরলোক গমন করেন। রাষ্ট্রীয় মর্যাদায় এই শিল্পীর শেষকৃত্যানুষ্ঠান হয়।
চট্টগ্রাম , এতদ অঞ্চলের নদ নদি পাহাড় ,কর্ণফুলীর ঢেউ যতদিন থাকবে শেফালী ঘোষ বেঁচে থাকবে ততদিন। প্রয়ান দিবসে এই কিংবদন্তি শিল্পীর প্রতি রইলো গভীর শ্রদ্ধা ভালবাসা।
আমার বাড়ি শেফালী ঘোষ দিদির পাশের বাড়ির হওয়াতেই আমি আমি নিজেকে অনেক গর্ববোধ করি। আমি বেশ গর্বিত এই গুণী শিল্পী ২০০৩ সালে একটি অনুষ্ঠানে আমি গান করার পর আমাকে আশীর্বাদ করেছিলেন। দিদি তোমাকে হাজারো প্রণাম...
[পূর্বে প্রকাশিত ২০১৩]
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪২
চাটগাইয়া জাবেদ বলেছেন: বদ্দা ভুল অইগেইয়ি দে! হইলজ্জার(কলিজা) হতা হইলাম দে।
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: আমার জীবনে প্রথম বার যে শিল্পীর নাম শুনেছিলাম তিনি শেফালী ঘোষ।
যশোর সেনানিবাসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি আসতেন। সময়টা ১৯৮৯-১৯৯১।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার সাথে আমারও মিল আছে ভালো। আমিও আমার জীবনে প্রথম বার যে শিল্পীর নাম শুনেছিলাম তিনি শেফালী ঘোষ। আর তিনি আমার বাড়ির পাশে হওয়াতেই ছোট বেলা থেকেই তাকে দেখার সুযোগ হয়েছে
৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধারাবাহিক আয়োজনে ভাল লাগা রইলো।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: শুনে খুবই খুশী হইলাম। অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
শূণ্য পুরাণ বলেছেন: হইজ্জার হতা হইছেন যে বদ্দা