নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

যতদিন ‘মা\' বেঁচে থাকবে, ততদিন প্রতিটি দিন পালন করুন ‘মা দিবস\'!

০৯ ই মে, ২০১৬ রাত ৩:৪৮

আচ্ছা, আমরা আমাদের মাকে ভালোবাসতে কি কোন নির্ধারিত দিন লাগে? না, মা’কে ভালোবাসতে দিন লাগে না!(তবুও একটা দিন একটু বেশি করে মাকে ভালোবাসার ধারণাটা খারাপ না) জন্মদাত্রী হিসেবে সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে। তাই তাঁকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়ত কোনো প্রয়োজন নেই। তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবারটিকে ‘মা দিবস' হিসেবে পালন করা হচ্ছে, যার সূত্রপাত ১৯১৪ সালের ৮ মে থেকে। সঙ্গে উপহার হিসেবে চিহ্নিত করা হয়েছে সাদা কার্নেশন ফুল। সমীক্ষা বলছে, বছরের আর পাঁচটা দিনের তুলনায় এদিন অনেক বেশি মানুষ নিজের মাকে ফোন করেন, তাঁর জন্য ফুল কেনেন, উপহার দেন।

আসলে মায়েদের কি আলাদা করে কোনো উপহারের প্রয়োজন পড়ে? তাঁরা যে সন্তানের মুখে শুধুমাত্র ‘মা' ডাক শুনতে পেলেই জীবনের পরম উপহারটি পেয়ে যান।

আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইও’র মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথ-আতুরের সেবায়। মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার শুরু করেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।

প্রথম মা দিবস উদযাপন শুরু হয় গ্রিসে। গ্রিকরা তাদের মাতা-দেবি ‘রেয়া’র নামে পূজা করত। ১৯১৩ সালে অ্যামেরিকান কংগ্রেস মা দিবসকে সরকারিভাবে পালনের অনুমতি দেয়। তারপর থেকেই বিভিন্ন দেশে মা দিবস উদযাপন শুরু হয়।

আসলে, জানামতে মা দিবস'টি সারা বিশ্ববাসী এক দিনে পালন করা হয় না। অনেক দেশে মা দিবসটি মে মাসের প্রথম রোববারে পালন করে, আবার অনেক দেশে মে মাসের প্রতি ৮ তারিখে পালন করা হয়। কিন্তু আমাদের বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশেই 'মা দিবস' পালন হয় মে মাসের দ্বিতীয় রোববারে। মূল কথা এ দিবসটি নানা দেশে নানা দিনে পালন হয়ে আসছে শত বছর আগে থেকে।
গুগল অনুসন্ধানের ফলাফলের প্রবণতা পরীক্ষা করে দেখলে দেখা যাবে যে প্রাথমিকভাবে দুই রকমের ফল পাওয়া যায়। তবে বিশব্যাপি বেশিরভাগ দেশে আগামীকাল এ মা দিবস। তবে এ মা দিবসের বিশেষ কর্মসূচী কি বা কি করে তা আমার জানা নাই।

দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন! যাদের মা এখনো আছে এবং যতদিন ‘মা' বেঁচে থাকবে, ততদিন প্রতিটি দিন পালন করুন ‘মা দিবস' হিসেবে।

ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:৩৬

সুফিয়া বলেছেন: প্রতিটি সন্তানের উচিত বছরের প্রতিটি দিনকে মা দিবস হিসেবে পালন করা।

২৫ শে মে, ২০১৬ ভোর ৪:২৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: জী আপু, আমরা সন্তানদের উচিত বছরের প্রতিটি দিনকে মা দিবস হিসেবে পালন করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.