নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য আজ(২০ আগস্ট) কোন প্রথম পাতায় নিউজ পাইনি। কোন শোক মিছিল হয়নি। আমরা ভুলে গেছি সব!

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০


কতটা দু:সাহসী হলে ও দেশের প্রতি কত বেশি ভালোবাসা-মমতা থাকলে, একাত্তরে পশ্চিম পাকিস্তানের বিমানঘাঁটি থেকে বিমান ছিনতাই করে, তা নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে অংশ নেয়ার ইচ্ছে ও চেষ্টা মতিউর রহমান করেন, তা ভাষায় প্রকাশ করা যায় না।

যখন মতিউর করাচির খাঁচা ছিঁড়ে ছুটে গেল মহাশূন্যে টি-৩৩ বিমানের দুর্দম পাখায় তার স্বপ্নের স্বাধীন স্বদেশ মনে করে ফেলে তার মাহিন, তুহিন, মিলি সর্বস্ব সম্পদ। তিনি উড়েছিলেন আকাশে, কোটি মানুষের মতো তাঁর চোখেও ছিল স্বপ্নের স্বাধীন দেশ স্থাপনের প্রত্যাশা। কিন্তু তিনি তা দেখে যেতে পারেননি। তাঁর ছোট্ট বিমান ব্লু বার্ড ভূপতিত হলেও প্রতিষ্ঠিত হয়েছে তাঁর স্বপ্ন। আর মৃত্যুর পূর্বে বাঙালীদের স্বাধীনতা লাভের স্পৃহার সর্বোচ্চ পরিমাণটি দেখিয়ে, কাঁপন ধরিয়ে দিয়ে গিয়েছেন পাকিস্তানীদের মনে।

তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে গিয়ে শহীদ হওয়া এবং যুদ্ধে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আর দীর্ঘ নয় মাসে তিরিশ লক্ষ বাঙালীর প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, বাঙালী হিসেবে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। এ অর্জনকে আমরা ধারণ করি সর্বোচ্চ সম্মানে। যাঁরা এ অর্জনের পথ সুগম করার জন্য জীবন বাজি রেখেছেন, যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। মতিউর রহমান এঁদেরই একজন।

আজ ২০ আগস্ট। একাত্তরের আজকের দিনে বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফট্যান্ট মতিউর রহমান শহীদ হন। বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফট্যান্ট মতিউর রহমানকে অবনত মস্তকে শ্রদ্ধা ও অসীম ভালোবাসার সাথে স্মরণ করছি...

বড় দুঃখের কথা হচ্ছে যে, আজকের এ দিনে (২০ আগস্ট) কোন পত্র পত্রিকায় প্রথম পাতায় নিউজ পাইনি। কোন শোক মিছিল হয়নি। ভুলে গেছি সব আজ আমরা বাঙালী জাতি! হে বীরশ্রেষ্ঠ আমাদের ক্ষমা করুন, আমরা লজ্জিত!

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:




৪৫ বছর পর, অনেকে দিনটি ও ঘটনাটি মনে রাখতে পারছেন না; পোস্ট দিয়ে মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দু:খের বিষয় যে, উনার জেনারেশনের লোকজন হয়তো ব্লগে নেই, না হয় অনেক আলোচনাই হতো।

জাতির মাঝে অনেকেই যুগ যুগ এঁদের স্মরণ করবেন।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: ওনাকে মনে রাখতে যদি ওনার জেনারেশনের লোকজন দরকার হয়, তাহলে আমরা তো মুক্তিযোদ্ধা করিনি ও দেখিনি, আমরা মনে রাখছি কি করে? ইতিহাস ভুলে গেলে কিন্তু চলবে না!

আপনাকেও ধন্যবাদ

২| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বড় দুঃখের কথা হচ্ছে যে, আজকের এ দিনে (২০ আগস্ট) কোন পত্র পত্রিকায় প্রথম পাতায় নিউজ পাইনি।
কোন শোক মিছিল হয়নি।

ভুলে গেছি সব আজ আমরা বাঙালী জাতি!

হে বীরশ্রেষ্ঠ আমাদের ক্ষমা করুন, আমরা লজ্জিত! :((

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: হে বীরশ্রেষ্ঠ আমাদের ক্ষমা করুন, আমরা লজ্জিত! :((

৩| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১২

নোমান প্রধান বলেছেন: এই দেশ আজ দালাল আর জোকারের দখলে

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: তা, আমরা এদের কাছ থেকে মুক্তি পাবো কবে?

৪| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্মরণ করা উচিত। আবার সবাইকে আলাদা আলাদা স্মরণ করাও কঠিন। মার্চ, ডিসেম্বর জুড়ে তো স্মরণ করা হয়। আমরা যা করি অন্য অনেক দেশ এমনটা করেও না...

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: তাও ঠিক, তবে আমরা যা পেয়েছি বা সেভাবে পেয়েছি তা ঐ অনেক দেশ পাইনি সেভাবে। তো তাদের সেভাবে করারও কথা না।

৫| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফট্যান্ট মতিউর রহমানকে অবনত মস্তকে শ্রদ্ধা ও অসীম ভালোবাসার সাথে স্মরণ করছি...।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

চাটগাইয়া জাবেদ বলেছেন: মহান আল্লাহ্‌ ওনাকে বেহেস্ত নসীব করুক। আমিন।

৬| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৪

শামছুল ইসলাম বলেছেন: আমরা লজ্জিতঃ
//বড় দুঃখের কথা হচ্ছে যে, আজকের এ দিনে (২০ আগস্ট) কোন পত্র পত্রিকায় প্রথম পাতায় নিউজ পাইনি। কোন শোক মিছিল হয়নি। ভুলে গেছি সব আজ আমরা বাঙালী জাতি! হে বীরশ্রেষ্ঠ আমাদের ক্ষমা করুন, আমরা লজ্জিত!//

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২০

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! আমরা লজ্জিত!

৭| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৮

গোফরান চ.বি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্য।

একটা ঘটনা বলি ব্রো। আপনি চট্টগ্রামের । তাই চিনতে পারবেন।

চট্টগ্রামে হালি শহর একটা আবাসিক আছে। ঐ এলাকার ১ নাম্বার রোডে একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে। আমি যখন পারটেক্স স্টার গ্রুপে ছিলাম তখন ঐ স্কুল ক্রস করেই মসজিদে নামাজ পড়তে যেতাম। সে স্কুলই আমার দেখা একমাত্র স্কুল যার দেয়া আমাদের ৭ বীর শ্রেষ্ঠের ছবি দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

সাথে একটা জাতীয় পতাকার ছবিও দেওয়া আছে।

আমার মোবাইলে ছবি তুলা ছিলো। দুর্ভাগ্য আমার মুবাইল্ টি ডিসপ্লে নষ্ট হয়ে গেছে । মোবাইল ঠিক হলে আপনার এই পোস্টে আমি ছবিটি পোস্ট করে যাবো।

আমার ব্লগে আপনাকে নিমন্ত্রণ । চট্টগ্রামের মান ইজ্জত নষ্ট করছে এক ছাগু।

খুবই বিখ্যাত ছাগু।


আপাতত ঝামেলাতে আছি। পরে কথা হবে।

অনেক ধন্যবাদ ব্রো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.