নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী!

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী দেশের স্বার্থে কতটুকু কষ্ট করছে! তা অকল্পনীয়! তার খানিক অংশও তুলে ধরার চেষ্টা করার সাহস আমার নেই! তবে এতটুকু বলবো, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী শুধু একটি নাম নয় এই নামটি জড়িত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাঙালির চেতনার সঙ্গে। সূর্যসেনের সহযাত্রী, কৈশোর উত্তীর্ণ বিনোদ বিহারী চৌধুরী সে বয়সেই ব্রিটিশ বিরোধী সংগ্রামে নাম লিখিয়েছিলেন। দেশমাতৃকার তরে সঁপে দিয়েছিলেন নিজের জীবন। যে সব ব্যক্তিত্বের জন্য চট্টগ্রাম তার আপন মহিমায় ভাস্বর, বিনোদ বিহারী চৌধুরী সেই অগ্রগণ্যদের তালিকায় উপরের দিকেই থাকবেন।

বিনোদ বিহারী চৌধুরী ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার উত্তর ভূর্ষি গ্রামে জন্মগ্রহণ করেন। বিনোদ বিহারি উকিল কামিনি কুমার চৌধুরী ও রমা রানী চৌধুরীর ৫ম সন্তান । ১৯২৯ সালে পি. সি. সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে পাশ করেন। তিনি এসময় রায় বাহাদুর বৃত্তি পান। তার আগেই ১৯২৭ সালে তিনি তৎকালীন বিপ্লবী দল যুগান্তরে যোগ দেন। ১৯৩৪ সালে ভারতের রাজপুতনা দেউলি ডিটেনশন ক্যাম্পে বন্দী অবস্থাতেই পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট প্রথম বিভাগে পাশ করেন। ১৯৩৬ সালে ওই ক্যাম্পে বন্দী থাকাকালে ডিস্টিংশনসহ বিএ পাশ করেন। ১৯৩৯ সালে ইংরেজিতে এমএ ও বিএল (আইনে স্নাতক) পাশ করেন ইংরেজ সরকার কতৃক গৃহবন্দী অবস্থায়।

মাষ্টারদা সূর্য সেনের সময়ের মানুষ আমাদের সময়েও সতেজ ভাবে বেঁচে আছিল। আমার বাড়ির পাশেই ওনার বাড়ি হওয়া সুবাদে অনেকবার নিজ চোখে দেখাও হয়েছিল এবং এ মহৎপ্রাণ মানুষটি আমাদের সময়ে ২০০২ সালে আমাদের পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে তিনি সেখানে শেষবারের মত উপস্তিত ছিলেন। তখন তাঁর সঙ্গে ছবি তোলার সৌভাগ্য হয়নি কিন্তু হাত মেলানোর সৌভাগ্য আমার হয়েছিল।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বাংলাদেশের কান্ডারী এবং আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, আন্দোলন, সুদীর্ঘকালের প্রত্যক্ষ সাক্ষী প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ২০১৩ সালের আজকের এ দিনে ১০৩ বছর বয়সে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন!

প্রতি বিনম্র শ্রদ্ধা, স্বশ্রদ্ধ প্রণাম ও স্যালুট হে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


উনার পরিবারের কেহ কি বাংলাদেশে আছেন?

২| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: ওনার পরিবারের সবাই আছে এবং শুরু থেকেই তারা নিজ গ্রামের বাড়িতেই থাকে, এখনো আছে। আমার বাড়ির পাশের গ্রামেই ওনার বাড়ি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.