নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

রক্তদানে রোজা ভঙ্গ বা নষ্ট হওয়ার কোনই কারণ নেই!

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

শৈশবে রোজা থাকা নিয়ে ব্যাপক জামেলায় থাকতাম, মা বলতো অমুক করলে রোজা ভেঙে যায়, এটা করলে রোজা ভেঙে যায়। অবশ্যই তখন মা চাইত আমরা ভাই-বোনরা যেন তখন রোজা না রাখি, কারণ তখন আমরা ছোট, তাই কত যে বাহনা করতো আমাদের দিনের বেলায় খাওয়ানোর জন্য। তখন কমন সমস্যা হত দাঁতের মাড়িতে রক্ত পড়া নিয়ে(রোজা থেকে দাঁত ব্রাশ করার সময়) যখন সব বুঝতে ও শিখতে পারি তখন বুঝে গেছি মা আমাদের কেন এগুলো বলতো

তবে সত্য এই যে আমার মায়ের মত অনেক মায়েরা জানত/জানে যে,

রোজা অবস্থায় যদি শরীরের কোনো অঙ্গ থেকে রক্ত বের হয় কিংবা সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করা হয়(রক্তদান) তাহলে রোজা ভেঙ্গে যাবে/যায়।

এ সম্পর্কে জানতে ঘাটাঘাটি করে একটা হাদিস পেয়েছি, চলুন হাদিসে কি বলে দেখি...

রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙ্গে না। তদ্রুপ সিরিঞ্জ দ্বারা বের করা হলেও রোজা ভাঙ্গে না। তবে বিশেষ ওযর ছাড়া শরীর থেকে ইচ্ছাকৃত এ পরিমাণ রক্ত বের করা মাকরূহ, যার কারণে ওই দিন রোজা পূর্ণ করার শক্তি হারিয়ে যাওয়ার আশঙ্কা হয়। (সহিহ বোখারি, হাদিস ১৯৩৮, ১৯৪০; ফিকহুন নাওয়াযিল- ২/৩০০)

এতএব, রক্তদানে রোজা ভঙ্গ বা নষ্ট হওয়ার কোন কারণ নেই। নিঃসন্দেহে রোজা রেখেও রক্তদান করতে পারেন :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৬

বিজন রয় বলেছেন: সঠিক।

২| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: ঠিক ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.