নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা চলচিত্রের আশির দশকের জনপ্রিয় অভিনেতা ওয়াসিম এর মৃত্যু

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:১৫


বাংলা চলচ্চিত্র অঙ্গনের আশির দশকের নায়িকা কবরীর পর এবার নায়ক ওয়াসিম এর মৃত্যু! (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)

সোস্যাল মিডিয়াতে নায়িকা কবরীকে মোটামুটি সবাই চিনলেও নায়ক ওয়াসিমকে অনেকেই চিনেন নাই বা জানেন না বলতে দেখলাম। তাই অনেকে বলছে এই নায়ক আবার কে/কোথায় থেকে আসছে! আজকে প্রথম নাম শুনলাম!

হ্যাঁ, তাদেরকেই বলছি; নব্বই দশকের আগে ও পরের ছেলেমেয়েদের বিটিভির সোনালী সময়ের সোনালী দিনের নায়ক ছিলেন এই ওয়াসিম। আপনি নব্বই দশকের আগে ও পরের ছেলেমেয়ে না হলে এবং সেই সময়ের একটি মাত্র চ্যানেল বিটিভির দর্শক না হলে অবশ্যই নায়ক ওয়াসিমকে চেনাটা স্বাভাবিক। কারণ হয়তো নব্বই দশকের শেষে ওয়াসিম আর ছবি করেন নাই।

তবে আমরা যারা নব্বই দশকের আগে বা পরের ছেলেমেয়ে আমার/আমাদের শৈশব বিটিভিতে শুক্রবার বিকাল তিনটায় নায়ক ওয়াসিমদের সিনেমা দেখেই কাটছে।

যতদূর জেনেছি তিনি ১৫২ টির মতো সিনেমা করেন। কিডনিসহ নানান শারীরিক জটিলতার কাছে গতকাল রাত ১২ টায় হার মানলেন মৃত্যুর কাছে।

আল্লাহ ওনাকে দুনিয়াবি সকল জানা অজানা সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসীব করুক।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৩৬

নজসু বলেছেন: ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো 'দি রেইন', 'ডাকু মনসুর', 'জিঘাংসা', 'কে আসল কে নকল', 'বাহাদুর', 'দোস্ত দুশমন', 'মানসী', 'দুই রাজকুমার', 'সওদাগর', 'নরম গরম', 'ইমান', 'রাতের পর দিন', 'আসামি হাজির', 'মিস লোলিতা', 'রাজ দুলারী', 'চন্দন দ্বীপের রাজকন্যা', 'লুটেরা', 'লাল মেম সাহেব', 'বেদ্বীন', 'জীবন সাথী', 'রাজনন্দিনী', 'রাজমহল', 'বিনি সুতার মালা', 'বানজারান'।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫০

নজসু বলেছেন:


যারা নায়ক ওয়াসিমকে না চিনে বলেছেন, এই নায়ক আবার কে? কোথা থেকে এসেছেন। আজকে প্রথম নাম শুনলাম তাদের জ্ঞাতার্থে ওয়াসিম অভিনীত কয়েকটি সিনেমার গান যা আপনাদের মুখে মুখে গুনগুন হল সেগুলো উল্লেখ করছি-
(১) চুমকী চলেছে একা পথে
(২) কথা কেন তুই বলিস না, মনের মতো চলিস না
(৩) আমি তোমারি প্রেম ভিখারী
(৪) একা একা কেন ভালো লাগে না
(৫) আমরা তো বানজারান
(৬) ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও

আরও আছে। আমার মনে নেই।

সত্তর ও আশির দশকে রাজা, রাজপুত্র বলতে চলচ্চিত্রপ্রেমীরা ওয়াসিমকেই কল্পনা করতেন।
১৯৬৪ সালে বডি বিল্ডিংয়ের জন্য ‘মিস্টার ইস্ট পাকিস্তান’ খেতাব অর্জন করেছিলেন ওয়াসিম।

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৪

জগতারন বলেছেন:

বাংলা চলচ্চিত্র অঙ্গনের আশির দশকের নায়িকা কবরীর পর এবার নায়ক ওয়াসিম এর মৃত্যু!
(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)


অসাধারন সুদর্সন নায়ক ওয়াসিম আমার রেড়ে উঠা সময়ের নায়ক।
ওয়াসিম-এর মৃত্যু সংবাদে চোট্ট বেলার অনেক স্মৃতিই এখন আমার স্মরনে আসে।
ওয়াসিম-এর আত্মার মাগফেরাত প্রার্থনা করি সৃষ্ট কর্তার কাছে।

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াসীম অবশ্য ৭০-এর দশক থেকেই সিনেমায় আছেন। সিনেমায় তিনি নায়ক হিসাবে ঢোকেন নি, সহকারী পরিচালক হিসাবে ঢুকেছিলেন (ছন্দ হারিয়ে গেল), তাতে অভিনয়ও করেছিলেন।

তিনি ছিলেন সুদর্শন ও অ্যাকশন হিরো, সেই সময়ের হার্ট থ্রোব নায়ক। আমার দেখা প্রথম ২টা ছবিতেই ওয়াসীম নায়ক ছিলেন - বুলবুল-এ-বাগদাদ, লুটেরা, এবং এরপর আরো ২টা ছবির পর দেখি মোকাবেলা, বিনি সুতোর মালা, সুলতানা ডাকু, সেখানেও ওয়াসীম নায়ক ছিলেন। ফ্যান্টাসি ছবিতে ওয়াসীম অদ্বিতীয় ছিলেন। আমি ওয়াসীম নাম বলতে পাগল ছিলাম তখন।

এই নায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৩

শায়মা বলেছেন: একের পর এক কবরী গেলো, ওয়াসিমও চলে গেলো।

আরও কত জনকে দেখতে হবে। ভীষন মন খারাপ হচ্ছে।

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: আল্লাহ না করুক এবার হয়তো নায়ক ফারুক যাবে।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৪

শেরজা তপন বলেছেন: ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.