নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

আরও একটি বড় সুযোগ, সৎব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বাংলাদেশে এমন এক সম্পদ আছে যা পৃথিবীর মধ্যে এখন সবথেকে দামি। সেই সম্পদ হচ্ছে মানুষ। এটি যে কত দামি সম্পদ টা হয়তো আমাদের দেশ এখনো বুঝে উঠতে পারে নি। এই সম্পদ এর সুষ্ঠু ব্যাবহার যদি নিশ্চিত করা যায় তাহলে আগামি ২০ বাছর পর বাংলাদেশ হুবে পৃথিবীর প্রথম ১০ টি পরাক্রমশালী দেশ এর মধ্যে একটি। সগগ্র পৃথিবীতে যেই মুহূর্তে শ্রমিক এর অভাব রয়েছে সেই মুহূর্তে বাংলাদেশে লক্ষ লক্ষ potential শ্রমিক কাজ না পেয়ে বেকার বসে আছে। গতকাল বাহরাইন বাংলাদেশ থেকে সম্পূর্ণ সরকারিভাবে ৭০ হাজার শ্রমিক নেয়ার ঘোষণা দিল। কিছুদিন আগে মালয়শিয়া প্রায় ৫০ হাজার শ্রমিক চেয়েছে যার তালিকা করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সিঙ্গাপুর ও ২০ হাজার মতো গৃহকর্মী চেয়েছে এদেশ থেকে। এমন আরও অনেক অনেক দেশ আমাদের শ্রমিক এর জন্য লাইন দিয়ে দাড়িয়ে থাকবে যদি আমাদের সরকার বৈদেশিক সম্পর্কের বেপার গুলো আরেকটু গুরুত্তের সাথে বিবেচনা করেন।



সেইসাথে এইসব শ্রমিকদের নিরাপত্তা প্রদান, যে কোন দুর্ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও শ্রমিক আইন যেন লঙ্ঘিত না হয় সেই দিকগুলোও খেয়াল রাখতে হবে। এই ব্যাপারে উক্ত দেশগুলোর সাথে স্পষ্ট চুক্তিপত্র থাকা জরুরী। যথেষ্ট কূটনৈতিকভাবে বেপার গুলো handle করতে হবে।



আরও যে ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে বিবেচনা করা প্রয়োজন সেগুলো হোল এই প্রক্রিয়াগুলোর মধ্যে কোনভাবেই যেন দুর্নীতির অনুপ্রবেশ না ঘটে। টাকা খেয়ে কর্মী প্রেরন, দালাল এর মাধ্যমে কর্মী গ্রহন এইসব দুর্নীতি সমগ্র প্রক্রিয়াকেই ব্যাহত করতে পারে।



এখানে উল্লেখ করা প্রয়োজন Air Asia airlines হোল সবথেকে কম খরছে ভ্রমনের জন্য সবথেকে ভালো মানের খুব বিখ্যাত একটি airlines এর নাম যার বেশ কিছু flight আগে বাংলাদেশে চালু ছিল। এই airlines এ বাংলাদেশ থেকে মালায়শিয়া air ticket ছিল মাত্র ৭০০০ টাকা। আমাদের দেশের বিভিন্ন স্তরে বিভিন্ন দুর্নীতি ও অব্যাবস্থাপনার কারণে কয়েক বছর আগে তাদের সব কটি flight বাংলাদেশ থেকে বাতিল করা হয়েছিল। পরবর্তীতে তারা তাদের office গুলোও আমাদের দেশ থেকে তুলে ন্যায়। এখন মালায়শিয়া ভ্রমনে প্রায় one-way ticket এ ১২ থেকে ১৪ হাজার টাকা পড়ে যায়।



সুযোগ সবসময় আসে না। আসলে তার সৎ ব্যাবহার নিশ্চিত করা জরুরী। নয়ত বাঙ্গালী জাতিকে এর চরম মূল্য দিতে হবে।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সাইফুল ইসলাম কোয়েল দুই বলেছেন: বাংলাদেশ সরকার তো পাঠায়ই খালাস। তারপর কার খবর কে নেয়। আর এম্বাসিডার তো খোজ নেওয়া দুরের কথা তাদের সাথে কথা বলাই দুস্কর। তারা কই প্রবাসী দের কে সাহায্য করবে তা না করে তাদের সাথে কি ব্যবহার করে তা বুঝানো বড় কষ্ট। আমাদের সরকার আমাদের কথা কখনোই ভাবে না। তারা ভাবে তাদের নিজের গদির কথা। আমার শ্রমমন্ত্রি বানায় এমন এমন লোক কে যারা টোটালি অযোগ্য। আর এম্বাসিডর আর তার কর্মচারীরা তারা তো এক বাপের চুদার না। সবগুলি হারামির বাচ্চা। শুয়রের বাচ্চারা একবার ও ভাবে না কার টাকায় বেতন পায়। রাগ হয় দেশের উপর রাগ হয় সরকারের উপর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

তেপান্তর মন বলেছেন: তারপরেও আমরা আসায় বুক বাধি। একসময় হয়তো শিক্ষিত লোকই গদি পাবে।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

htusar বলেছেন: হুম

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

তেপান্তর মন বলেছেন: হুম?

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ভালো লিখেছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

তেপান্তর মন বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

আলাপচারী বলেছেন: জনসংখ্যা কখনোই সমস্যা ছিল না, সমস্যা এখনও নয়; এন জি ও আর সাম্রাজ্যবাদী শক্তির অপপ্রচারে আমাদের উজবুক তথাকথিত শিক্ষিত শ্রেনী দমে দমে জনসংখ্যা সমস্যার কথা বলে। ভারত, চীন জনসংখ্যার কারনেই পরাশক্তির পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। বাজার অর্থনীতিতে জনসংখ্যার মাহাত্ম্য মারাত্মক। উৎপাদন চত্রের ধারণা থাকলেই ব্যাপারটা অনুধাবন করা সহজ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

তেপান্তর মন বলেছেন: সহমত

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

জাতিস্বর বলেছেন: আসলেই।জনশক্তি রফতানির ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অপরিসীম।

এ সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশে বেকার সমস্যার অনেক ভালভাবে সমাধান করা যাবে।

এখন প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাগ্রতা ও স্বচ্ছতা।অবশ্য এই সেক্টরে আমার জানা মতে,সরকার বেশ উন্নয়ন সাধন করতে সমর্থ হয়েছে।অতীতের চেয়ে অনেক ভালকিছু কাজ করেছে এবারের সরকার এই বিষয়ে।
আশা রাখি এই অগ্রগতি সামনে আরো অধিক সাফল্য ও উন্নয়ন বয়ে আনবে দেশের জন্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

তেপান্তর মন বলেছেন: আমিও সেই আশাই রাখি

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫

হাবিব০৪২০০২ বলেছেন: এই সরকারের মেয়াদে তৃণমুল জনগণ সরাসরি উপকৃত হইছে এই একটা সেক্টরেই, আদম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়া। অনলাইনে শ্রমিক বাছাই করন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.