নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ The Aviator ............

২৪ শে মে, ২০১৩ রাত ২:৫৭

মুভির নাম The Aviator

মুভিটি ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত

IMDB Rating: 7.5

Rotten Tomatoes: 87% fresh

Metascore: 77/100

My Rating: 9/10

পুলিতজার পুরষ্কারপ্রাপ্ত বিখ্যাত ফিল্ম ক্রিটিক্স রজার ইবার্ট মুভিটিকে তার সর্বচ্চ রেটিং ৪ স্টার দিয়েছেন।







আমার মতে এটা লিও'র সেরা কাজ ।

মুভি সম্পর্কে কিছু তথ্যঃ

১. এটা ছিল মারটিন স্করসেজি এর ডিরেক্ট করা প্রথম মুভি যেটা কিনা ১০০ মিলিয়ন ডলার আয় করেছিল।

২. মারটিন স্করসেজি এর ইচ্ছা ছিল ফিল্ম টি 1.33:1 screen ratio তে বানাবে। কারণ যে সময়ের প্লট এ (mid 1940) ছবিটা বানানো হয় তখনকার মুভি গুলোর রেসিও এরকম ছিল। পরে অবশ্য তিনি জানতে পারেন বেশিরভাগ আধুনিক সিনেমা হল এই রেসিও তে মুভি দেখাতে পারবে না। তাই তিনি এই পরিকল্পনা পরিত্যাগ করতে বাধ্য হন।

৩. মুভিটির প্রধান চরিত্র Howard Hughes এর 99th birthday এর দিন মুভিটি অ্যামেরিকাতে মুক্তি পায়। তার জন্মদিন ২৪ ডিসেম্বর।

৪. মুভিটি ২০০৫ এ সবথেকে বেশি ১১ টি একাডেমী এওয়ার্ড এর মনোনয়ন পায়

৫. কেট ব্লান্সেট এই মুভিটির জন্য অস্কার যেতেন। অস্কার কিন্তু তার ঘরে এমনি এমনি আসেনি। টাকে এই মুভির জন্য অনেক কষ্ট করতে হয়েছে। তার একটি উদাহরণ হোল শুধু চরিত্রের প্রয়োজনে তাকে তার ওজন ২০ পাউন্ড বাড়াতে হয়েছে। তাছারা Katharine Hepburn এর রোল প্লে করার জন্য তাকে Katharine Hepburn যে যে জিনিসে পারদর্শী ছিল যেমন টেনিস, গলফ এগুলো শিখতে হয়েছে। শিখতে হয়েছে Katharine Hepburn এর মতো করে cold shower নেয়াও।

৬. মারটিন স্করসেজি তার ছবির প্রতিটি মেটারিয়াল কে সমান গুরুত্ব দেন। এই মুভির ক্ষত্রেও তার ব্যাতক্রম হয়নি। যেমন কস্টিউম। এই মুভিতে শুধুমাত্র কস্টিউম বাবদ খরচ হয়েছে ২ মিলিয়ন ডলার।

৭. কেট ব্লান্সেট এই মুভির জন্য সেলেক্ট হওয়ার সাথে সাথেই কেট মারটিন স্করসেজি তাকে ডেকে পাঠালেন। তারপর হাতে ধরিয়ে দিলেন Katharine Hepburn এর সবগুলো মুভির collection (১৫ টা)। তিনি বললেন - তোমার প্রথম কাজ হোল এই মুভিগুলো খুব মনোযোগ দিয়ে দেখা যাতে করে তুমি Katharine Hepburn এর অভিনয়ের আসল ধরণটি বুঝতে পারো।

৮. আমি আগেই বলেছি আমার মতে এটা লিও'র সেরা কাজ। এই মুভি এর চরিত্রের প্রয়োজনে তাকে বেশ কিছুদিন এডওয়ার্ড নামক এক সত্যিকারের Obsessive–compulsive disorder এর রোগীর সাথে কাটাতে হয়েছে।

৯. মুভিটিতে প্রথমিকভাবে লিও কাপ্রিও এর জায়গায় জিম ক্যারি ও কেট ব্লানসেট এর জায়গায় Gwyneth Paltrow কে নেয়ার কথা ছিল। না নেয়াতেই ভালো হয়েছে। কারণ তারা দুজনেই তাদের শ্রেষ্ঠ কাজটিই দেখিয়েছে।

না দেখলে আজই দেখে ফেলুনঃ

720p BrRip x264

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ সকাল ৯:১০

এহসান সাবির বলেছেন: ছবিটি ভালো লেগেছিলো।

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

তেপান্তর মন বলেছেন: ভালো ছবি ভালো লাগারই কথা। না লাগলেই বরং অবাক হতাম।

২| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১০

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগসে ছবিটা। বিশেষ করে ক্যাপ্রিওকে। যখন সে "Show me all the blue prints" বলা থামাইতে পারে না ঐ অংশটা পুরা মাথা আউলা করা।

২৪ শে মে, ২০১৩ রাত ৮:০৭

তেপান্তর মন বলেছেন: হুম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.