নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত মুভি Upside Down (2012) ও ডাবল গ্রাভিটির ৩ সূত্র।

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

Upside Down (2012)

My Rating 6/10

My recommendation 90%



কিছুটা sci-fi ঘরনার ফ্যান্টাসি মুভি। ছবির কাহিনী কিন্তু পুরদস্তুর রোম্যান্টিক। sci-fi পাগলদের জন্য অবশ্যই দ্রষ্টব্য একটি মুভি। আমি Rating কম দিলেও এই রকম ইউনিক আইডিয়ার মুভি সচারাচর পাওয়া যায় না। science fiction, romantic ও fantasy এই তিন ধরনের স্বাদই এক মুভিতে পাওয়া যাবে।



আক্টিং ও সিনেমাটোগ্রাফি খুব একটা ভাল লাগেনাই। তাই রেটিং একটু কম দিলাম। কিন্তু special effect এর কাজ দেখার মত।

ছবির শুরুতেই নায়কের নিজের কণ্ঠে বর্ণিত হতে থাকে তার গল্পের specialty. মুভিটায় এমন এক জগত কল্পনা করা হয়েছে যেখানে নায়ক এমন এক আশ্চর্য গ্রহে বাস করে যেটায় কিনা double gravity কাজ করছে। এর কারন হোল সেই সোলার সিস্টেম এ পাশাপাশি ২ টা গ্রহ এমনভাবে অবস্থান করছে যে একটার গ্রাভিটি আরেকটা গ্রহতে পরস্পর overlapped হয়েছে। এই scientific assumption এর কারনেই তাদের জীবনটা হয়ে উঠেছে খুব অদ্ভুত। যদিও এর পরেই নায়কের কণ্ঠে শোনা যায় - "But, my story is about love." অর্থাৎ মুভিটির মুল উপজীব্য হল এই উদ্ভূত জগতের এক উদ্ভূত প্রেম কাহিনী।

এই double gravity এর কারনে তাদের জীবনধারায় যে পরিবর্তন এসেছে তা আরও নিখুঁতভাবে বোঝানোর জন্য ৩ টি basic law assume করে নেয়া হয়েছে যেগুলোকে বলা হচ্ছে "3 laws of double gravity"। সেগুলো হলঃ



১. যে ২ টা গ্রহের গ্রাভিটি overlap করেছে তাদের যে কোন একটার যে কোন পদার্থের ধর্ম অপরটার বিপরীত। তাই এর যেকোনো একটাকে matter বলা হলে অপরটাকে বলতে হবে ওইটার সাপেক্ষে inverse -matter. যে কোন পদার্থ এই ২ টা গ্রহের যেটার থেকে এসেছে সেটার দিকেই সব সময় তার গ্রাভিটি কাজ করবে। তাই, matter ও inverse -matter এর gravity সব সময় একটা আরেকটার বিপরীতদিকে কাজ করে।



২. যেহেতু mater ও inverse matter এর গ্রাভিটি একটা অন্যটার opposite দিকে কাজ করে তাই এই ২ টার যে কোন একটাকে দিয়ে অন্যটার ওজনের কম বেশি বা সমতা বিধান করা সম্ভব।



৩. কিন্তু সমস্যা হচ্ছে কখনও কোন matter অন্য কোন inverse -matter এর সংস্পর্শে আসলে তাদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যাই প্রচুর তাপ উৎপন্ন হয়।



spoiler alert:

এখন কাহিনী হচ্ছে গল্পের নায়ক অ্যাডাম (Jim Sturgess) তার inverse world এর এক মেয়ে ইডেন (Kirsten Dunst) এর প্রেমে পরে যায়। এখন বোঝেন অবস্থা। তাদের একজনের গ্রাভিটি অন্যজনের opposite এ কাজ করে। ২ জনের একজন আরেকজনকে স্পর্শ করলেই প্রচুর তাপ উৎপন্ন হতে সুরু করে। এমনকি যে কোন এক world এর কেউ inverse world এ যেতেও পারে না। কিন্তু ভালবাসা কি কোন বাঁধা মানে? ওরাও কিছুই মানেনি।



কাহিনীর বাকিটুকু আর বলতে চাচ্ছি না। তাহলে দেখার মজাটাই নষ্ট। দেখে ফেলুন। অন্তত এতটুকু ভরসা দিতে পারি যে এইটা খুবই উৎকৃষ্ট টাইমপাস মুভি। আপনাকে হতাশ করবে না।



720p torrent download link

এরকম আরও রিভিউ এর জন্য এই গ্রুপে জয়েন করুন।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

শাহরুজ বলেছেন: দেখেছি!

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

তেপান্তর মন বলেছেন: কেমন লাগলো?

২| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৬

বোকামন বলেছেন:
রিভিউ ভালো লাগলো :-)
মুভিটা খারাপ না ...
ধন্যবাদ

১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৮

তেপান্তর মন বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালই লাগছে।


পোস্ট দিতে একটু দেরি কইরা ফেলছেন খালি।

১২ ই জুন, ২০১৩ রাত ১০:২৩

তেপান্তর মন বলেছেন: পরীক্ষা ছিল ভাই, সময় পাই নাই :(

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:২৬

চারশবিশ বলেছেন: ভাই বর্ণনা ১ ২ ৩ কিচ্ছু মাথায় ঢোকে নাই

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪

তেপান্তর মন বলেছেন: মুভি দেখা শুরু করেন, মাথায় ঢুকে যাবে। ব্যার্থতা হয়তো আমারই। সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনি। :(

৫| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩২

টানিম বলেছেন: পিসি তে আছে । দেখবো ।

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫

তেপান্তর মন বলেছেন: দেখে কেমন লাগলো জানিয়েন। :)

৬| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৫

বইয়ের পোকা বলেছেন: কনসেপ্টটা ভালো লেগেছে, একেবারে আলাদা এবং নতুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.