![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
ড্রামা, থ্রিলার, ক্রাইম সিরিয়াল। যারা রেটিং দেখে সিরিয়াল বাছাই করেন তাদের জন্য সুখবর। এইটার রেটিং সবখানেই অনেক ভালো।
কাহিনী শুরু হয় ওয়াল্টার হোয়াইট নামের এক brilliant chemical scientist কে নিয়ে। খুব brilliant & chemistry এর যে কোন শাখায় over-qualified হওয়া সত্তেও তার মেধার মূল্য তিনি কখনই পাননি। বরং তার সারা জীবনের সবথেকে সেরা আবিস্কারও তার কাছ থেকে হাতিয়ে নিয়ে মিলিওনিয়ার হয়ে গেছে তার এক co-worker। তার উপর, পারিবারিকভাবেও সে খুব একটা সুখি ছিলনা। তার একমাত্র ছেলেকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়। স্ত্রী খুব ছোটোখাটো একটা চাকরি করে। এমন অবস্থায় সে এমনিতেই লাইফ নিয়ে বেশ হতাশ। তারপরেও টেনেটুনে কোন রকমে চালিয়ে নিচ্ছিলেন পরিবার।
ঠিক এমন মুহূর্তে তার জীবনকে উলটপালট করে দ্যায় একটা medical test report। রিপোর্টে তার লাং ক্যান্সের ধরা পরে যেটা কিনা stage 3 তে চলে গেছে। অর্থাৎ খুব ভালো মানের চিকিৎসা পেলেও উনি বছর খানেক বাঁচতে পারেন বড়জোর। মাথার উপর আকাশ ভেঙ্গে পরে তার। তার নিজের চিকিৎসার জন্য এখন প্রয়োজন প্রচুর টাকা। তার নিজের পরিবারেরও খুব জীর্ণ অবস্থা। তাছারা তাদের পরিবারে আসছে নতুন সদস্য। তার স্ত্রীর গর্ভে তার অনাগত মেয়ে। সে মারা গেলে তাদের অর্থনৈতিক সাপোর্ট কে দেবে?
ঠিক এইসব আকাশ পাতাল যখন চিন্তা করছিলেন তখন তার সাথে এক ড্রাগ ড্রিলার এর পরিচয় হয়। সাথে সাথে সে তাকে অফার করে বসে - "তুমি যদি সহযোগিতা করো তাহলে আমরা অনেক কামাতে পারি। আমার আছে মেধা আর তোমার আছে জানাশোনা লোক। আমি ড্রাগ তৈরি করবো আর তুমি করবে বিক্রি।"
তার talent ব্যবহার করে ওয়াল্টার ওই ড্রাগ ডিলারের সহযোগিতায় বানিয়ে ফেলে প্রায় ৯০% pure Methamphetamine নামক জনপ্রিয় ড্রাগ। এতটা পরিশুদ্ধ Methamphetamine ড্রাগ তখন পর্যন্ত কেউ বানাতে পারেনি। খুব তারাতারিই তার এই high quality drug মার্কেটে খুব প্রভাব ফেলে। তার পরিকল্পনা ছিল এই ড্রাগ বিক্রির টাকা দিয়েই সে তার নিজের চিকিৎসা ও তার মৃত্যুর পর তার পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতার ব্যবস্থা করবে। ড্রাগ ক্রমিনালদের দুনিয়ায় প্রভাব বিস্তার করতে গ্রহন করে ছদ্মনাম "হাইজেনবার্গ"। আসতে আসতে আধিপত্য বিস্তার করতে শুরু করে ড্রাগ ক্রাইম এর দুনিয়ায়।
কিন্তু ড্রাগ এর দুনিয়া খুব ভয়ঙ্কর। ধিরে ধিরে তার সামনে এই ব্যাপারটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে। একের পর এক ঝামেলা এসে বাঁধা দিতে থাকে তার সাফল্যের পেছনে। তার সাথে তার নিজের ক্যানসারজনিত কারনে অসুস্থতাতো আছেই। এভাবেই পুলিস, DEA, তার নিজের পরিবার, তার বন্ধু বান্ধব, co-worker দের মধ্যে কাহিনীর বিভিন্ন উত্থান পতন ও সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আগিয়ে যায় সিরিয়ালটির কাহিনী।
সিরিয়ালটির সবথেকে positive বিষয় হোল Bryan Cranston এর দেখার মতো অভিনয়। ওয়াল্টার হোয়াইট এর মতো একটি বহুমুখি চরিত্রকে সে অসাধারনভাবে ফুটিয়ে তুলেছে। পরিবার, বন্ধু বান্ধবের কাছে সে খুবই নরম স্বভাবের একজন সৎ রসায়ন শিক্ষক মাত্র। অন্য দিকে ড্রাগ এর দুনিয়ায় সে আইজেনবার্গ নামক ভয়ানক এক ড্রাগলর্ড। তার এই অনবদ্য অভিনয়ের মাধ্যমে শুধু এই সিরিয়ালের জন্যই সে ৩ বার গোল্ডের গ্লোবের মনোনয়ন পান কিন্তু দুঃখের ব্যাপার একবারও জিততে পারেননি।
My Rating is 9/10
IMDB rating 9.4/10
সম্প্রতিই নতুন কোন সিরিয়াল শুরু করার ইচ্ছা থাকলে এইটাই শুরু করুন। খারাপ লাগবেনা আসা করি।
এরকম আরও রিভিউ পেতে বা আপনার নিজের দেখা কোন মুভির অভিজ্ঞতা শেয়ার করতে এখানে যোগ দিন। ধন্যবাদ ...
১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:২৫
তেপান্তর মন বলেছেন: হুম আমারই ভুল হয়েছে। ঠিক করে দিচ্ছি
২| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
সিজন ২ এর ৬/৭ এপিসোড পর্যন্ত দেখসিলাম, এরপর আর দেখা হয়নাই ||
১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:১১
তেপান্তর মন বলেছেন: ক্যামনে পারলেন ভাই? আমি তো শেষ না কইরা উঠতে পারলাম না
৩| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪
নিয়নের আলো বলেছেন: ব্রেকিং ব্যাড দেখা হয় নাই,তবে রিসেন্ট তালিকায় আছে।ড্রাগস, এল্ব্ডকোহলের কাহিনিগুলা কমবেশি মাস্টারপিসই হয় দেখি, ব্রডঅয়াক এম্পায়ার দেখতাসি,অবৈধ এলকোহল নিয়া কাহিনী- এক পলিটিসিয়ান কাম গডফাদারের।অস্থির লাগতাসে সব মিলাইয়া।
পোস্ট ভাল্লাগছে।
৪| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখতে হবে............
৫| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
আল্পেনকর্পস বলেছেন: ব্রডওয়াক এম্পায়ার ব্রেকিং ব্যাডের ধারেকাছেও যাওয়ার যোগ্য না !! ব্রেকিং ব্যাডের ধারেকাছে কেউ থাকলে আছে গেম অফ থ্রোনস।
৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:০৮
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ব্রেকিং ব্যাড আমার অনেক প্রিয় একটা সিরিজ। টানা পাঁচটা সিরিজ ধরে তারা তাদের মান যেভাবে ধরে রেখেছে তা এক কথায় অসাধারণ।
গেমস্ অফ থ্রোনস্, স্পার্টাকাস, প্রিজন ব্রেক এগুলো অসাধারণের চেয়ে অনেক বেশী কিছু হলেও আমি ব্রেকিং ব্যাডকে পছন্দের তালিকায় এগিয়ে রাখবো।
অল হেইল দ্য কিং হাইসেনবার্গ।
৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০২
ড. জেকিল বলেছেন: সুন্দর লাগলো , দেখিনি এখনো, দেখতে হবে ।
৮| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:২৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: আমার কাছে একটু বোরিং মনে হইছে তাই বেশিদুর দেখি নাই।
৯| ২০ শে জুন, ২০১৩ রাত ২:৩৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার কাছে কেন জানি সিরিজ টা ভাল লাগেনি - বাট আমার কিছু ফ্রেন্ড আবার খুব ভালা পাইছে
১০| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩
নিয়নের আলো বলেছেন: @আল্পেনকর্পস,
ভাই ব্রডঅয়াকের সাথে ব্রেকিং ব্যাডের তুলনা দিচ্ছিনা,জাস্ট সিরিজটা দেখছি বলেই এর নাম এসেছে।
তবে পছন্দের মাত্রা কিন্তু মানুষভেদে বিভিন্ন হয়
১১| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
একজন সুফল বলেছেন: ব্রেকিং ব্যাড অনেকের কাছে বোরিং লাগছে অথবা ততটা ভাল লাগে নাই বলে মন্তব্য করেছেন! ক্যামনে সম্ভব?
কোন জিনিসটা বোরিং লাগছে বা ভাল লাগে নাই একটু বললে ভাল লাগত। বুঝতে পারতাম, আমার সমস্যাটা কোথায়? আমার কাছে এত ভাল লাগল কেন???
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
তামিম ইবনে আমান বলেছেন: মাত্র শেষ করলাম পুরাটা! টানা ৫ দিন ধরে দেখে শেষ করলাম। সিমপ্লি, "এমেইজিং"
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫২
আল্পেনকর্পস বলেছেন: আইজেনবার্গ না হয়ে হাইজেনবার্গ হবে।
Click This Link
অসাধারন সিরিজ।