নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গ দেশে বিশিষ্ট এক জ্যোতির্বিজ্ঞানীর আবির্ভাব (না দেখলে মিস )

০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১১



ছবি: সাইন্স মিউজিয়াম

মহান এই বিজ্ঞানীর নাম ঠিকানা এখনো জানা যায় নি, তবে টিকটকে উনার আবিষ্কারের একটি ভিডিওটি ভাইরাল হয়েছে। বিশিষ্ট এই বিজ্ঞানী দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ রিসার্চ করে অবশেষে মহাকাশ বিদ্যার যাবতীয় রহস্য উৎঘাটন করিলেন। নিশ্চিত ভাবেই উনার এই আবিষ্কারটি জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক নতুন মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। মাহান এই বিজ্ঞানীর ভাষ্য মতে; উনার এই আবিষ্কারের ফলে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হবে এবং বিশ্বের তবাত বিজ্ঞানীরা বঙ্গ দ্যাশের বিজ্ঞানীদের কাছে মাথা নত করিবে। উনার এই বিখ্যাত আবিষ্কারের মধ্যে পৃথবীর কোন বিজ্ঞানী এবং দার্শনিক ভুল বের করতে পারবে না, যদি পারে তাহলে তিনি নিজেকে ক্রস ফায়ারে মেরে ফেলার অনুমতি প্রদান করিবেন। সুতরাং আর কোন কথা নয় বন্ধুগণ এক্ষুনি টিকটকে বাংলার বিশিষ্ট এই গবেষকের ভাইরাল ভিডিওটি দেখে ফেলুন "বঙ্গ গবেষকের আবিষ্কার"।

এভাবেই টিকটকের কল্যাণে আমাদের দ্যাশে বিশাল এক বৈজ্ঞানীক জেনারেশন তৈরী হচ্ছে, যারা প্রচীন বই পুস্তক গবেষণা করে মহাবিশ্বের যাবতীয় রহস্য উম্মোচন করেন এবং তারা বিজ্ঞান ও ফিলোসফি সমন্ধে অনেক উচু উচু ধারণা পোষণ করিয়া থাকেন, যা এই বিশ্বে বিরল।


ধন্যবাদ সবাইকে




মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি এই পাগলের সন্ধান কীভাবে পাইলেন, সেটা আগে বলেন :)

০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৬

জ্যাক স্মিথ বলেছেন: আমি উনাকে আসলে চিনি না আজই প্রথম দেখলাম, হোয়াটসআপে একজন শেয়ার করেছিল ভিডিওটি। ভাবলাম এত বড় আবিষ্কারের একটি বিষয় ব্লগে শেয়ার না করলে কি আর হয়!! :D

ভালো থাকবেন।

২| ০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এ আর নতুন কী এমন তো অহরহ হয় । পাগল ছাড়া কী দুনিয়া চলে ??

০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

জ্যাক স্মিথ বলেছেন: নাহ পাগল ছাড়া দুনিয়া চলে না।

৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ কয়েক মাস আগে এই জিনিস দেখে ছিলাম।

০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: এখন তার কি অবস্থা, সে কি এখন বাইরেই আছে নাকি তাকে পাবনাতে পাঠিয়ে দেওয়া হয়েছে?

৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

নতুন বলেছেন: সমস্যা এই পাগল না বরং এই পাগল নিয়ে যারা টিভি বা পত্রিকাতে রিপোট করে সেই সব মানুষ।

এমন কিছু মানুষ সব সময়েই থাকে।

০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: এসবই তো চলে আমাদের দেশে।

৫| ০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

নাহল তরকারি বলেছেন: এগুলা গবেষণার বিষয়। এসব কথা NASA কর্তৃক প্রকাশিত হলে বেশী মানায়।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় না নাসা উনার মত এত জটিল গবেষণা পত্র প্রকাশ করতে পারবে। মহান এই বিজ্ঞানী যতগুলো প্রাচীন গ্রন্থের কথা উল্লেখ করেছেন, এবং সে সকর গ্রন্থ থেকে যে বিপুল পরিমান জ্ঞান অনেষণ করেছেন নাসার কোন বিজ্ঞানীর পক্ষে এত জ্ঞান অর্জন করা সম্ভব নয়, তাই নাসার তুলনায় বাঙালী এই বিজ্ঞানীকেই আমি এগিয়ে রাখবো।

ধন্যবাদ মতামতের জন্য।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

শূন্য সারমর্ম বলেছেন:



উনি চায় সবাই উনার কাছে মাথা নত করুক। বিশ্ব পায়ের কাছে এসে ধরা দিবে, তাহলে উনার জ্ঞান রাস্তাঘাটে ব্যানারে বিলি করতে হয় কেন।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: কথায় আছে না; নিজের ঢোল নিজেকেই পিটাতে হয়, অন্যকে পিটাতে দিলে সে পিটিয়ে ঢোল ফাঁটিয়ে ফেলবে অথবা না পিটিয়ে ঘরে তুলে রাখবে। তাই উনি নিজ দায়িত্বেই নিজের ঢোল পিটাচ্ছেন।

৭| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৮

রানার ব্লগ বলেছেন: হা হা হা! এই ধরনের পাগল আরো আছে। এর মধ্যে অনেকেই আছে যারা নিজেদের ইসলামের বিখ্যাত পন্ডিত মনে করে।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: উনি সকল পন্ডিতদের উর্ধে, কারণ তিনি সবগুলো প্রচীন গ্রন্থ নিয়ে গবেষণা করেছেন। এসব প্রচীন গ্রন্থ নিয়ে গবেষনা করার কারণে যা হবার তাই হয়েছে, মাথাডা পুরা আউলিয়া গেসে!! :-B

৮| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০২

নিমো বলেছেন: ব্লগের জটিলতা টিকটকে গেল কেমনে ?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: সে এক গবেষণার বিষয়। আর হ্যাঁ আপনি ৬ বছর ধরে ব্লগিং করছেন কিন্তু মাত্র ১ টি পোস্ট কেন?

আপনাকে স্বাগতম আমার পাতায়।

৯| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঢাবির এক শিক্ষক কী একটা আবিষ্কার করছিলেন। উনাদের যৌথভাবে নোবেল দেওয়া হোক।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০১

জ্যাক স্মিথ বলেছেন: আমি এক্ষুনি নোবেল কমিটিকে ফোন করার ব্যবস্থা করতেছি।

শুভেচ্ছা।

১০| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: জানলাম।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: ওই সমস্ত বই আপনার কাছে আছে নাকি? যদি থাকে তাহলে আপনিও একটা কিছু আবিষ্কার করে ফেলেন। :D

১১| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ২:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষ এগুলোই খায়।
বঙ্গবাজারের ছাইয়ের ভেতর আস্ত কোরান পাওয়ার ভিডিও এক দিনেই প্রায় কোটির কাছাকাছি ভিউ।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫১

জ্যাক স্মিথ বলেছেন: মানুষ এগুলোই খায়, এগুলোই চলছে আমাদের দেশে।

শুভেচ্ছা।

১২| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এসব পাগল ছাগল দিয়ে দেশ ভরে যাচ্ছে এতে টিকটকের অবদান কম নয়।

০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: এই বিষয়গুলো আমাদের দেশে খুব চলে। টিকটকের করণে দেশে এক বিশাল ভাঁড় জেনারশন তৈরী হচ্ছে।

অভিনন্দন।

১৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৫

কিরকুট বলেছেন: পাগলে কি না বলে ছাগলে কি না খায় !

০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৬

জ্যাক স্মিথ বলেছেন: এসব প্রচীন গ্রন্থ নিয়ে গবেষণা করার কারণে উনার যে দশা হবার কথা ছিল ঠিক তাই হয়েছে।

আপনাকে স্বাগতম আমার নীড়ে।

১৪| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: রংগে ভরা বংগ দেশ - তাতে আছে কোটি কিছিমের বনি আদম, যাদের মাঝে লুকিয়ে আছে আলৌকিক ও অকল্পনীয় কিছু করার অস্বাভাবিক সব ক্ষমতা।

এ আর নতুন কি ভাইজান।
আমরা-আমরাই । আমরা সেরা।

০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: হুমমম, রঙ্গে ভরা বঙ্গে, আমরাই সেরা।

https://youtu.be/uhicnvkPNro

view this link

১৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওই সমস্ত বই আপনার কাছে আছে নাকি? যদি থাকে তাহলে আপনিও একটা কিছু আবিষ্কার করে ফেলেন।

আমি সহজ বই পড়ি। গল্প উপন্যাস এইসব। কঠিন বই পড়ে কিছু বুঝি না।

০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪১

জ্যাক স্মিথ বলেছেন: ওইসব বইয়ে কিছুই নেই অসংলগ্ন কিছু কথা মালা ছাড়া, বর্তমান সময়ের মানুষ ওসব প্রচীন গ্রন্থ গবেষণা করতে গিয়ে পাগল হয়ে যায় এটা তারই এক প্রমাণ।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.