নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

এবারের নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৪



আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষ গত ১৫ ই নভেম্বর নির্বাচন কমিশন আগামী ৭ই জানুয়ারি ২০২৪ নির্বাচনের দিন ধার্য করিয়াছেন। এবারের নির্বাচন নিয়ে নতুন করে অলোচনার কোন অবকাশ নেই ইতিমধ্যেই ব্লগে নির্বাচন নিয়ে কয়েক দফা আলাপ-আলোচনা পোস্ট, পাল্টা পোস্ট হয়ে গিয়েছে। আমি যা বলতে চাচ্ছি তা খুবই পরিষ্কার- এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে; কারণ ৭১ এর পর থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্তর্জাতিক অঙ্গনে এতটা অলোচনা কখনো হয়নি যতটা এবার হচ্ছে। ভূরাজনৈতিক করণে বিশ্ব মিডিয়া এবার বাংলাদেশের নির্বাচনকে স্পট লাইটে রাখবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই, তাছাড়া পশ্চিমা বিশ্ব এবারের নির্বাচনকে চাপমুক্ত, বাধামুক্ত এবং নিরপেক্ষ নির্বাচন করার প্রয়াসে একযোগে কাজ করে যাচ্ছে, তাদের একটাই দাবী নির্বাচন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং বাধামুক্ত আর পশ্চিমা বিশ্বের এই দাবীর সাথে একত্বতা পেষণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক জীবনের এই পড়ন্ত বেলায় শেখ হাসিনার একটাই চাওয়া আর তা হচ্ছে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন; তিনি এবার দেশবাসীকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার প্রয়াসে বদ্ধপরিকর। পশ্চিমা বিশ্বের চাওয়া আর প্রধানমন্ত্রীর চাওয়া আজ এক সুতোয় মিলে গিয়েছে, সুতরাং এবারে নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন দেশবাসী এবারও তাকে (আওয়ামীলীগ'কে) ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের সেবা করার সুযোগ করে দিবে, তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ( অবশ্য দেশবাসীর দোয়া সবসময়ই শেখ হাসিনার পক্ষেই ছিলো তা না হলে তিনি এতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। ) তিনি আরও উল্লেখ করেন- ক্ষমতা পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে দেশের জনগণ, দেশের জনগণ যদি না চায় তাহলে ক্ষমতায় থাকার প্রশ্নই আসে না, দেশের জনগণ যাকে চায় তাকেই তারা ক্ষমতায় বসাবে, জনগণই সমস্ত ক্ষমতার উৎস।

সুপ্রিয় ব্লগার বৃন্দ- ব্যক্তি জীবনে আমি কখনো কাউকে কোন ভোট না দিলেও ভোট চাওয়াতে দোষের কিছুই দেখি না, অবশ্যই আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে আমি আশা রাখি এবারের নির্বাচনে আপনার মূল্যবান ভোট'টি নৌকা প্রতীকেই পরবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ'কে জয়যুক্ত করার মাধ্যমে আপনাদের প্রিয় শেখ হাসিনাকে আরেকবার দেশের সেবা করার সুযোগ দিন, সে প্রত্যাশায় আজকের মত বিদায়।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২০

বিজন রয় বলেছেন: এবারের নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন................... হলে ভাল।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: কারণ এবারের নির্বাচনে কারচুুুপি করার কোন সুযোগ নেই, এখন দেখার বিষয় দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখে কি না।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৬

জ্যাক স্মিথ বলেছেন: আপনাকে আমার পোস্টে স্বাগতম।

২| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: আপনাকে আমার পোস্টে স্বাগতম................. কিছু মনে করবেন না, আমাকে নতুন করে আবার স্বাগত জানানোর কি হলো!!

আমি কি আগে কখনো আপনার ব্লগে আসিনি?, ঠিক মনে করতে পারছি না। আমি ব্লগে আমি বেশ অনিয়মিত।

বলুন তো কি ব্যাপার?

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: আমি আপনাকে আজই এই ব্লগে প্রথম দেখলাম। :D

৩| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ১০ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৯

জ্যাক স্মিথ বলেছেন: ১০ তারিখ না ৭ তারিখ হবে। :D

আপনাকে অনেকদিন পর ব্লগে দেখলাম, আশা করি সব ঠিক ঠাক আছে।

৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৩

তানভির জুমার বলেছেন: এইসব পাতানো নির্বাচন আর ভোট চুরির বিচার একদিন হবে। আপনি যখন জানবেন ভোট দেওয়া- না দেওয়াতে ফলাফলে কোন পার্থক্য হবে না তখন ভোটর নামে এই ফাতরামির কি দরকার?

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: এবারের নির্বাচনে কারচুপি হবার কোন সুযোগ নেই, পশ্চিম থেকে পর্যবেক্ষক দল আসছে। তাছাড়া দীর্ঘদিন ধরেই ইউরোপ, আমেরিকা এই নির্বচান প্রক্রিয়ার বিভিন্ন গাইডলাইন দিয়ে আসছে।
ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ২:০৫

কামাল১৮ বলেছেন: ভালো নির্বাচনের সংঙ্গা কি?

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১২

জ্যাক স্মিথ বলেছেন: জনগণ যদি স্বতঃস্ফুর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আর সবকিছু যদি ঠিকঠাক মত হয় তাহলেই সেটাতে ভালো নির্বাচন বলা যেতে পারে।

আপনি পোস্ট লিখা শুরু করবেন কবে?

৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:১৯

আঁধারের যুবরাজ বলেছেন: শেখ হাসিনা আর কোনো দিন সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। উনার চার পাশের লোকজন করতে দেবে না।

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৭

জ্যাক স্মিথ বলেছেন: বহিঃর্বিশ্বের চাপের কারণে এবার আর ভোটে কারচুপি করার কোন সুযোগ নেই, তাছাড়া দেশের জনগণও এখন অনেক সচেতন।

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



এখন অপেক্ষা করে দেখার পালা নির্বাচন কেমন হয় ।
তবে জনগনই ক্ষমতার পালা বদলের উৎস
অন্য কেহ নয় ।

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২২

জ্যাক স্মিথ বলেছেন: এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠূ এবং নিরপেক্ষ হবে বলে আশা করা যায়।

তবে জনগনই ক্ষমতার পালা বদলের উৎস অন্য কেহ নয় । - ঠিক ঠিক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ মিঃ এম এ আলী।

৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৪২

কাছের-মানুষ বলেছেন: সুষ্ঠু নির্বাচন হবার সম্ববনা নেই!

তবে আপনি যেহেতু আশা করছেন, হলে ভাল! দেখা যাক কি হয়।

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩১

জ্যাক স্মিথ বলেছেন: আমার কাছে মনে হচ্ছে এবার সুষ্ঠু নির্বাচন না হলে দেশের জনগন এবং আন্তর্জাতিক বিশ্ব তা মেনে নিবে না, পশ্চিম থেকে সরকারের উপর ব্যপক চাপ রয়েছে যা আপনিও জানেন। তাছাড়া বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত এই নির্বাচন নজড়দাড়ি করবে, তাছাড়া ইউ, ইউএস তো আছেই।

দেখা যাক কি হয়।

শুভ কামনা।

৯| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩০

রাােসল বলেছেন: আমারও প্রশ্ন- সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা কি?

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন, মানে- জনগণ যদি স্বতঃস্ফুর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আর সবকিছু যদি ঠিকঠাক মত হয় তাহলেই সেটাকে ভালো নির্বাচন বলা যেতে পারে।

আমার নীড়ে আপনাকে স্বাগতম।

১০| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০২

শেরজা তপন বলেছেন: যেখানে অন্য কোন পক্ষই নেই- সেখানে নিরপেক্ষ হওয়া ছাড়া উপায় কি বলুন?

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

জ্যাক স্মিথ বলেছেন: হে হে!! B-)

শুধু বিএনপি ও তাদের সমমনা কিছু দল ছাড়া বাকি সব দলই নির্বাচনে আসবে, শেষ পর্যন্ত বিএনপিও নির্চানে আসতে পারে ঠিক নেই। তবে এটা ঠিক বিএনপি নির্বাচনে না এলে খেলাটা (Sorry for the weird word) ঠিক জমবে না।

নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনিও দেশ ও জাতির উন্নয়নের অংশীদার হউন। :D

১১| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি আমার পুরো ভুটার জীবনে মাত্র ২ বার ভুট দিয়েছি।
১। ১৯৯৬ সালের নির্বাচনে। ফলাফলঃ আমার মহামূল্যবান ভুটের কল্যাণ আমার প্রাথীয় জয়ী হয়ে সরাসরি পার্লামেন্টে! কি আনন্দ আকাশে আর বাতাসে।
২। ২০০১ সালের নির্বাচনে। ফলাফলঃ আমার প্রার্থী মতি প্রিন্সিপাল আমার ভুটের কারণেই গোহারা হেরে গেলেন! আফসোস! কেন যে আমি উনাকে ভুট দিতে গেলাম।
আফসোস!

মতি প্রিন্সিপাল স্যার ২৭ আগস্ট ২০২৩ তারিখে ময়মনসিংহের নেক্সাস কার্ডিয়াক হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: বরাবরের মত এবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনিও দেশ ও জাতির উন্নয়নের অংশীদার হউন।

আপনার মন্তব্যে প্রীত হলুম।

১২| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৩

শাহ আজিজ বলেছেন: নির্বাচনী প্রচারে নেমে গেলেন নাকি জ্যাক ??


তা কততে বিক্রি হলেন ?


দেইখেন আদম না হইয়া যান :D

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: আমি আসলে DemocraZy! পলিসিতে বিশ্বাসী, মানে দেশের জনগণ যে দিকে আছে আমিও সেই দিকেই আছি, জনগণই সমস্ত ক্ষমতার উৎস।

নাহ, আমাকে কেনা যায় না, এ জন্য মানুষের কাছে বহুবার বোকার খেতাব পেয়েছি।

নৌকা ডুবলে ডুববে বাংলাদেশ। আমার বিশ্বাস দেশের জনগণ এবারও নৌকা প্রতীকে ভোট প্রদাণ করে শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে আর তাই আপনিও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়নের অংশীদার হউন।

জয় বাংলা।

১৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

বাউন্ডেলে বলেছেন: ভোটে একটি মার্কার সমর্থকদের একচেটিয়া উপস্থিতি হলে অহেতুক সরকারকে দোষ দিয়ে বদনাম করা হয় । শেখ হািসিনার অধীনে সবগুলো ভোটই নিরপেক্ষ হয়েছে। প্রতিপক্ষ ভোট দিতে না আসলে - অন্য পক্ষ কি ভোট না দিয়ে বাড়ী চলে যাবে ?
যাই হোক, নোকায় ভোট দেয়া অব্যাহত রাখুন।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

জ্যাক স্মিথ বলেছেন: নাহ পূর্বের দুটি নির্বাচন নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে, তাই সমস্ত সন্দেহ দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের একমাত্র ইচ্ছা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আপনিও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়নের অংশীদার হউন।

গুজবে কান দিবেন না, দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না।



১৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

বাকপ্রবাস বলেছেন: ৭ জানু শুভ দিন
আমার ভোট আপনি দিন
দিনে নয় রাতে দিন
একটু শান্তি পেতে দিন

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

জ্যাক স্মিথ বলেছেন: ৭ জানু শুভ দিন
আপনার ভোট আপনি দিন
যাকে খুশি তাকে দিন
নৌকা মার্কায় ভোট দিন।
B-)

১৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: নির্বাচন কি হবে? কেমন হবে? তা দেশের মানুষ ভালো করেই জানে।
শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন তিনিই থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার নির্বাচন হোক বা না হোক। লোকজন ভোট দিক বা দিক।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪২

জ্যাক স্মিথ বলেছেন: আসলে দেশের মানুষ এবারও শেখ হাসিনার উপরেই আস্থা রাখবে।

১৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭

আঁধারের যুবরাজ বলেছেন: @আসলে দেশের মানুষ এবারও শেখ হাসিনার উপরেই আস্থা রাখবে।
২০১৪ এবং ২০১৮ এর মতো নিশ্চয়ই ?

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: ২০১৪ আর ২০১৮ এর প্রেক্ষাপট ভিন্ন কিন্তু এবার আর কোন ছেলেখেলা চলবে না।

ধন্যবাদ।

১৭| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৯

পাজী-পোলা বলেছেন: আপনারা যে পশ্চিমার দিকে তাকিয়ে আছেন, এটা আসলে ঘোর লাগানো, আপনাদের ভেলকি দেখানোর জন্য। পশ্চিমারা শেখ হাসিনা কে একটু ভয়ে রাখছে, যেন সে ভিন্ন দিকে বইতে না পারে, এ ছাড়া আর কিছু না। সামনে বিশ্ব রাজনীতির বিরাট এক পরিবর্তন হবার আশংকা আছে, ক্ষমতাসীন দেশ গুলোর মধ্যে।

শেখ হাসিনা যা বলছে, এগুলো কেবল বলার জন্য বলা। বলতে হয় বলে বলেছে।

কারচুপি এবারও হবে। বিএনপি নির্বাচনে গেলেও হবে, না গেলেও হবে। রাতের ভোট এবার ও দেখবেন। ভোট কেন্দ্রে গিয়ে দেখবেন আপনার মারা যাওয়া প্রজন্ম এসে ভোট দিয়ে গেছে। কষ্ট করে আপনাকে ইভিএম চাপতেও হবে না, আওয়ামীলীগ-ই টিপে দিবে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: কষ্ট করে আপনাকে ইভিএম চাপতেও হবে না, আওয়ামীলীগ-ই টিপে দিবে। - সরকার নির্বাচনে সাধারণ জনগণের এত কষ্ট করার দরকার নেই, যা করার সব আওয়ামীলীগ করে দিবে কারণ আওয়ামীলীগ জনগণের কষ্ট বুঝে।

১৮| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

বিদ্রোহী পুরুষ বলেছেন: জোকস অব দি ইয়ার

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: আগামী ৭ তারিখেই দেশের জনগন সব ফয়সালা করে দিবে।

১৯| ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩২

মোঃ কাজল আলী বলেছেন: যদিও এটা আপনার একান্ত মতামত, তবে আপনার একটি মতের সাথে সহমত ও একটি মতের সাথে দিমত পোষণ করছি।

১। এবারের নির্বাচনে কারচুপি হবার কোন সুযোগ নেই, পশ্চিম থেকে পর্যবেক্ষক দল আসছে। তাছাড়া দীর্ঘদিন ধরেই ইউরোপ, আমেরিকা এই নির্বচান প্রক্রিয়ার বিভিন্ন গাইডলাইন দিয়ে আসছে।
-নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডায় পশ্চিমা চাপ থাকার পরেও নিরপেক্ষ নির্বাচন হয়নি।

২। আমার কাছে মনে হচ্ছে এবার সুষ্ঠু নির্বাচন না হলে দেশের জনগন এবং আন্তর্জাতিক বিশ্ব তা মেনে নিবে না।
-আমারও তাই মনে হয়।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডায় পশ্চিমা চাপ থাকার পরেও নিরপেক্ষ নির্বাচন হয়নি। - আফ্রিকায় পশ্চিমাদের প্রভাব দিন দিন কমতে শুরু করেছে, বেশির ভাগই রাশিয়া পন্থি দেশ।

মতামতের জন্য ধন্যবাদ।

২০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

আঁধারের যুবরাজ বলেছেন: @এবারের নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন


- যথার্থ ! ‘আমি ভারতের প্রার্থী, হারার জন্য আসিনি’

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৭

জ্যাক স্মিথ বলেছেন: স্বতন্ত্র আর নৌকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.